নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আঁধার কালো রাত

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৮



ছবি-নেট

কোন এক বসন্তে

গভীর ঘুমে যখন

এই বাংলার জনসাধারন

শিমুলে পলাশে নবপ্রাণের স্পন্দন

অস্থির বাংলা অস্থির রাজপথ

প্রতিবাদে সংগ্রামে আন্দোলনে

ক্লান্ত নগরবাসী

গভীর নিদ্রায় যদিও জাতি ঘোর হতাশায় তখন।





অসুরের দল মেতে ওঠে হিংস্রতায়

রক্তের হুলি খেলায়

মুহুর্তেই মৃত্যুকূপে পরিণত হলো

ক্যাম্পাস প্রাঙ্গন

বারুদের গন্ধে রক্তের স্রোতে

লেলিহান শিখায়

গণহত্যায় নিহত শত শত

অসহায় নিরীহ মানুষের বুকভাঙা আর্তনাদ

আঁধার রাত আরো আঁধার রাত

মানবেতিহাসের সব চেয়ে কালো সেই রাত

অপারেশন সার্চলাইট!






গভীর নিকষ কালো

সেই রাত হাতছানি দিলো

পরাধীনতা আর নয়

রাতকেটে ভোরে নতুন বার্তা এলো

নতুন আলোকবর্তিকা নিয়ে

স্বাধীনতার ডাকে নতুন সূর্য এলো

তবু মনে পরে ভয়াল সেই রাত

আধার কালো রাত

বিশ্ব মানবতার সুতীব্র আর্তনাদ।




-----------------------------

সারা বাংলা হানাদারদের অত্যচারে অতিষ্ঠ।বাংলার মানুষ মুক্তিপাগল।আর নয় পাকিস্তান।৭ই মার্চেই বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে লাঠি সোটা যার যা আছে তাই নিয়ে ঝপিয়ে পড়ার আহবান দিলেন।তারই পথপরিক্রমায় পাকিস্তানী ঘৃন্য রাজনীতিবিদদের রাজনৈতিক মার প্যাচে এদেশ কে দাবিয়ে রাখার নানাবিধ নীল নক্সা প্রণয়ন ও বাস্তবায়ন চলছিলো।নির্বাচনে বিজয়ী মেজোরিটি পার্টিকে ক্ষমতায় না এনে ইতিহাসের কালোতম নিধন যজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছিল সামরিক সরকার।নানা প্রপাগান্ডা আর মিথ্যা আশ্বাসের মধ্যে দিয়ে ৭১ এর বসন্তে যখন চরিদিকে পলাশ শিমুলের রঙ।২৫ মার্চ রাতে।গভীরতম রাতে।মধ্যরাতে যখন সারা ঢাকা শহর গভীর ঘুমে নিরব নিশ্চুপ পিনপতন নিরবতা।এমনই এক সময়ে সেই নিরবতা ভেঙে যায় ঢাকা সেনানিবাস থেকে বেড়িয়ে পরা ট্যাংক আর সাজোয়া যানগুলো মৃত্যদূত হয়ে তিমির বিদারী হয়ে পৌছে যায় নিষ্পাপ ঘুমন্ত বাঙালীর দরজায়। কয়েক ঘন্টায় ঢাকা বিশ্ববিদ্যাদলয়ের হল গুলোতে,ঢাকামেডিকেল কলেজের হোস্টেলে সসম্ত্র হামলা চালিয়ে হত্যা করে কয়েকশ তরুণ তাজা প্রাণ,বুদ্ধিজীবি।বাতাসে বারুদের গন্ধ,জমিনে রক্তস্রোত,স্থাপনাগুলোতে আগুনের লেলিহান শিখা।



আজ ২৫শে মার্চ দিবাগত রাত্রি মানস পটে জাগিয়ে দিবে ভয়াবহ ইতিহাসের জঘন্যতম এক গণহত্যার রাতের।বাংলাদেশ একে নাম দিয়েছে কালো রাত।মহান শোক দিবস ।পরের দিনেই আসে স্বাধীনতার ডাক।বঙ্গবন্ধু গ্রেফতার।বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে।তারপর সাড়ে নয় মাস যুদ্ধ। কিংবদন্তীর যুদ্ধে বাঙালীর বিজয়। সারাবিশ্বে গর্বিত জাতি হিসেবে বাংলাদেশের মাথা উচু করে স্বাধীনভাবে দাঁড়ানো।



সেই কালো দিবসের কালোতম রাত শোকভরে স্মরণ করি।নত মস্তকে শ্রদ্ধাজানাই ভালবাসা জানাই নিহত হতাহত স্বজনহারা মানুষদের । সকল মানবিকতা বিরুধী কর্মকান্ডের ইতি কামনা করি এই কালোরাত্তিরে।

মন্তব্য ৬২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

লেখোয়াড় বলেছেন:
অসাম।
নতুন যুদ্ধ চলছে, চলবে।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সহমত..শুভকামনা।

২| ২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা পাঠে মুগ্ধ হলাম।

আপনার আঙ্গুলের অবস্থা কেমন এখন ?

সকল মানবিকতা বিরুধী কর্মকান্ডের ইতি কামনা করি এই কালোরাত্তিরে।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আঙ্গুলে ব্যথা নাই...আমি এখন সুস্থ..নিরন্তর শুভকামনা থাকলো....আপনি কেমন আছেন?

৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আলহামদুলিল্লাহ্‌

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

সেলিম আনোয়ার বলেছেন: :)

৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

অনীনদিতা বলেছেন: কবিতায় অনেক ভালো লাগা:)

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: অনীনদিতা কবিতা পাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো..কেমন আছেন আপনি?

৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

*কুনোব্যাঙ* বলেছেন: পরাধীনতা আর নয়


+++++++

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত....চাই অপার স্বাধীনতা.....প্রখর সূর্যালোক....আর মুক্ত হাওয়া।

কবিতাপাঠে ধন্যবাদ....সুপ্রিয় ব্লগার।ভালো থাকবেন সবসময়।

৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

মাক্স বলেছেন: লিখাটি ভালো লাগলো!

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ,,স্যার.কেমন আছেন?
শুভ কামনা থাকলো।

৭| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

বোকামন বলেছেন: স্বাধীনতার ডাকে নতুন সূর্য এলো
তবু মনে পরে ভয়াল সেই রাত .....
++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বোকা মন মনরে আমার..তুই ফেলেছিস তারে মন মনরে আমার :)

কবিতাপাঠে ধন্যবাদ আর মুভকামনা থাকলো।

৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

বোকামন বলেছেন: শ্রদ্ধেয় সেলিম আনোয়ার,

নিমন্ত্রন জানবেন

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর লিখেছেন..ভাল হয়েছে কবি।

৯| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সোনালী ডানার চিল বলেছেন:
শুভকামনা আর কবিতায় খুব ভালোলাগা...............

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম সোনালী ডানার চিল.......শুভকামনা থাকলো .....নিরন্তর।

১০| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

একজন আরমান বলেছেন:
কবিতায় ভালো লাগা।

সেই কালো দিবসের কালোতম রাত শোকভরে স্মরণ করি।নত মস্তকে শ্রদ্ধাজানাই ভালবাসা জানাই নিহত হতাহত স্বজনহারা মানুষদের । সকল মানবিকতা বিরুধী কর্মকান্ডের ইতি কামনা করি এই কালোরাত্তিরে।

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ একজন আরমান ।শুবকামনা থাকলো নিরন্তর।

১১| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

নেক্সাস বলেছেন: সুন্দর

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ.....নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতায় প্লাস..... আপনার আঙ্গুল ভালো হয়েছে ভাইয়া??

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা ভালো হয়েছে..ব্যথা না্ই একদম ....শিং মাচে কাটার সর্বোচ্চ দৌড় ১ দিন..বুঝলা

১৩| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম সেলিম ভাই। ++++

২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ভাই কেমন আছেন?

১৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:২১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আছি ভালোই। ব্যস্ততা তো আর পিছু ছাড়ে না। আপনি কেমন??

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আমিও ভালই....দারুন ব্যস্ততায়....

১৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩

দি সুফি বলেছেন: পোষ্টে ভালোলাগা। কবিতা আমার মাথায় ঢুকে না।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে আমার কবি জীবন বৃথা সুফি......শুভকামনা থাকলো..প্রিয় মানুষ হুমায়ূন ফরীদির প্রয়াণে মনোকষ্টে কবি হইছি

১৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর! ++++++++

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: কে কবি না কবিতা?ক্লিয়ার করেন :P

কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা।

১৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

ঘুড্ডির পাইলট বলেছেন: বাধীনতার ডাকে নতুন সূর্য এলো

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ?????
কমেন্টাইছো তাই ধন্যবাদ..গালি দিছো নি মিয়া হা

১৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: তাহলে আমার কবি জীবন বৃথা সুফি..

নারে ভাই। দোষ আমার। কোনো কবিতাই আমার ভালো লাগে না। তাই মাথায় ঢুকাই না (পড়ি না)।
ব্লগেও সাধারণত কোনো শুধুমাত্র কবিতা পোষ্টে কমেন্ট করি না। এই আরকি।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আজে আজ রাতে একটা ধার্মি পোস্ট দিবো আপনার কমেন্ট আমার চাই ই চাই।

১৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮

আমি বাঁধনহারা বলেছেন:



ভালো লাগল।
এক কথায় অসাধারণ:+++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ বাধনহারা ভাই
ভালো থাকবেন সবসময়।

২০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো পোস্টটা।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ...কবি রিন্তর শুভকামনা থাকলো ।

২১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮

shfikul বলেছেন: সুন্দর কবিতা।ভালো লেগেছে।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম..ভালো থাকবেন সবসময়।

২২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

প্লাসায়িত করা হলো।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: SUPRIO BLOGER .kobita pathaey dhonnobad ar shuvo kamona thaklo nirontor..........................

২৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

শান্তা273 বলেছেন: সেই কালো দিবসের কালোতম রাত শোকভরে স্মরণ করি।নত মস্তকে শ্রদ্ধাজানাই ভালবাসা জানাই নিহত হতাহত স্বজনহারা মানুষদের । সকল মানবিকতা বিরুধী কর্মকান্ডের ইতি কামনা করি এই কালোরাত্তিরে।

কবিতায় ভালোলাগা।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: kobita pathey donnobad ..shuvokamona thaklo niirontor

২৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ১২ তম ভাললাগা।


+++++++++++++++++



সেই কালো দিবসের কালোতম রাত শোকভরে স্মরণ করি।নত মস্তকে শ্রদ্ধাজানাই ভালবাসা জানাই নিহত হতাহত স্বজনহারা মানুষদের । সকল মানবিকতা বিরুধী কর্মকান্ডের ইতি কামনা করি এই কালোরাত্তিরে।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: kobita pathey dhonnobad.....nirontor suvokamona thaklo

২৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:১৭

ভিয়েনাস বলেছেন: ভালো লাগা জানালাম :)

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: kobi kobita pathey dhonnobad..ar nirontor suvokamona thklao

২৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮

মাক্স বলেছেন: জী, ভালো আছি! আপনের খবর কি??

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: mohan blogger amio valo achhi...suvo kamona thaklo shadhinota diboser suvechha

২৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা ভালো পাইছি ... :P

তাই প্লাস দিয়ে সিক্ত করিলাম ।

আর হ্যাঁ , সামনের বার ক্ষমতায় গেলে আপনারে মৎস মন্ত্রী বানাবো বলে ঠিক করেছি । B-)) B-)) B-)) B-))

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: alhamdulillah...ato boro sushongbad pranta juriay gelo......shuvo kamona thaklo nirontor

২৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

জুন বলেছেন: তবু মনে পরে ভয়াল সেই রাত
আধার কালো রাত
বিশ্ব মানবতার সুতীব্র আর্তনাদ


বাস্তব কথাগুলো লিখেছেন কবিতায়, কষ্টের সাথে সাথে ভালোও লাগলো অনেক...।
+

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ......সুপ্রিয় ব্লগার শুভকামনা থাকলো।

২৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

মাহমুদা সোনিয়া বলেছেন: ১৬ তম প্লাস। :)

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আমার ব্লগে সুস্বাগতম...নিরন্তর শুভকামনা থাকলো।

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

ফারজানা শিরিন বলেছেন: প্রভিধর ভাইয়া ঃ (

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..নিরন্তর শুভকামনা থাকলো।

৩১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

শ্রাবণ জল বলেছেন: ভাল লাগা জানবেন।

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম.......কবিতাপাঠে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.