নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টার অসন্তুষ্টির নিদর্শন ও আমাদের করণীয়(একটি আস্তিক পোস্ট)

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হযরত মুসা আঃ আল্লাহকে জিজ্ঞাসা করেন,হে আল্লাহ তোমার অসন্তুষ্টির নিদর্শন কি?



আল্লাহ বলেন,আমার অসন্তুষ্টির নিদর্শন হচ্ছে যে, মানুষের ফসল যখন পেকে যায় তখন আমি বৃষ্টি বর্ষন করতে থাকি।এর ফলে ফসল নষ্ট হয়ে যায়।অন্যদিকে যখন মানুষ বৃষ্টি চাইবে তখন বৃষ্টি বন্ধ করে দিই।অযোগ্য অপদার্থ নির্বোধ লোকের হাতে শাসন ক্ষমতা তুলে দিয়ে থাকি।ধন সম্পদ কৃপণদের হাতে তুলে দিই যেন কৃপণরা নিজেদের জন্য ব্যয় করে না গরীব মানুষদের জন্যও ব্যয় না করে।



এরকম লোকদের হাতে শাসন ক্ষমতা তুলে দেব যারা পৃথিবী জুড়ে জুলুম অত্যাচার শুরু করবে । সেই শাসক এমন নির্বোধ হবে যে, ভালো কাজ করতে চাইলেও বাস্তবে মন্দ কাজ করবে।



-----------------------------------------------

হযরত মুহাম্দ সাঃ এরশাদ ফরমিয়েছেনঃ বনী ইসরাইলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এই ভাবে শুরু হয়েছে যে,একব্যাক্তি অপর ব্যক্তির সাক্ষাতের সময় কোন অন্যায় কাজ করতে দেখলে তাকে নিষেধ করত ও বলত,দেখ আল্লাহকে ভয় কর এইরূপ কর না। কিন্তু তাদের না মানা সত্ত্বেও উপদেশদাতাগণ পূর্ব সম্পর্কের কারণে তাদের সঙ্গেত খানা পিনা ও উঠাবসা আগের মতই করত । যখন ব্যাপকভাবে এইরূপ হতে লাগল তখন আল্লাহ তায়ালা তাহাদের একর অন্তরকে অন্যের সঙ্গে মিলিয়ে দিলেন অর্থাৎ নাফরমানদের অন্তর যেইরূপ ছিলো তাদের সঙ্গে সম্পর্কের দরুণ নেক লোকদের অন্তর ও এইরূপ করে দেয়া হলো । তারপর হুযুর সাঃ খুব জোর দিয়ে হুকুম করলেন যে ,তোমরা সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে থাক । জালেমকে জুলুম থেকে ফিরাতে থাক তাকে সৎপথে টেনে আনতে থাক । (তারগীবঃ আবু দাউদ ,তিরমিযী)

---------------------------------------------------------------

মুহাম্দ সঃ এরশাদ করলেন হে লোকসকল! আর্লাহতায়ালা বলেন তোমরা সৎকাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা প্রদান করতে থাক। নতুবা এমন এক সময় আসবে যখন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না,তোমরা সওয়াল করবে কিন্তু উহা পূরণ করা হবে না,তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করবে কিন্তু আমি তোমাদিগকে সাহায্য করব না। (তারগীব :ইবনে মাজা,ইবনে হিব্বান)

----------------------------------------------

সুতরাঙ লেজুড়বিত্তি নয় সাদাকে সাদা কালো কে কালো বলতে হয়।সরকার ও বিরুধীদলের কর্মকান্ড সম্পর্কে মনগড়া বক্তব্য দিয়ে তাদের পক্ষে জনমত গঠন করে লাভ নেই।বরঞ্চ এটা মহাপাপ।বিভ্রান্তি দূর করে সত্যের অনুসন্ধান করতে হবে। ন্যায়ের পক্ষে বলতে হবে।ন্যায় প্রতিষ্ঠিত হলে যে দলই ক্ষমতায় আসুক না কেন দেশের উন্নয়ন হবে। শত প্রাসাদ ষড়যন্ত্র আর জনতার রক্তের ঘামের উপর দিয়ে স্থাপিত আজকের ক্ষমতা তথা সিংসাহসন। নারীনির্যাতন,নারী অধিকার প্রতিষ্ঠা ,যে কোন হঠকারিতা মূলক সিদ্ধান্তর প্রতিহত,গনতান্ত্রিক অধিকার তথা মানুষের অধিকার প্রতিষ্ঠায় সত্যপথ অবলম্বণের বিকল্প নাই।তবেই দেশের উন্নয়ন হবে। বিপ্লব সাধন চাটুকারিতা করে হয় না।সত্যের জয় হোক । মুজলিম জনতা শান্তি পাক।মুক্তি পাক ।গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বোকামন বলেছেন: সত্যের জয় অনিবার্য
আস সালামু আলাইকুম

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালো লাগায়......নিরন্তর শুভকামনা.........

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১১

provat বলেছেন: কোরঅান-হাদীসের বানী গুলি বেশী বেশী করে ব্লগের মাধ্যমে প্রচার করা খুব দরকার ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই ...একদল বলে আমরা নাকি নাস্তিক..তারা সাধু?শুভকামনা থাকলো।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাল লিখা............... :D
ধন্যবাদ

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার শুভকামনা নিরন্তর......পাঠে ধন্যবাদ

৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৮

মিজানুর রহমান মিলন বলেছেন: পড়লাম । ভাল লাগলো । সাদাকে সাদা ও কালোকে কালো বলার সত্‍সাহস নেই বলেই তো দুর্নীতিবাজরা আমাদের শাসন ও শোষন করে ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দাও গুড়িরে দাও।

৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:২১

ইলুসন বলেছেন: ধন্যবাদ ভাই। পড়ে অনেক ভাল লাগল। যারা ঢালাওভাবে সকল ব্লগারকে নাস্তিক বলে তাদের এই পোস্ট দেখানো দরকার।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কতটা অযৌক্তিক কথা ভাবেন তো...সরকার বিরুধীদল ব্লগার নিয়ে টানাহ্যছড়ায় সমানে সমান..বলতে গেলে চোরের মার বড় গলা..শুভকামনা নিরন্তর।

৬| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ..শুভকামনা রইলো।

৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫

শিপু ভাই বলেছেন:
৩য় ভালোলাগা ভাই!!!

সমর্থন ভালো- অন্ধসমর্থন নয়!!!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সহমত..শিপু ভাই

৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো! ++++ধন্যবাদ। এগুলো নিয়ে আসলেই চিন্তা করা দরকার দেরি যেন না হয়ে যায়।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত..নিরন্তর শুভকামনা থাকলো

৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

আমি তুমি আমরা বলেছেন: গুড পোস্ট

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..শুভকামনা থাকলো নিরন্তর।

১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

একটি সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ভাই।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা....কান্ডারী..ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.