নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেম ছাড়া কি মানে জীবনের?

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০



সত্যি করে বল

লজ্জা ভুলে বল

প্রেম ছাড়া কি মানে জীবনের?

প্রতিপত্তি খ্যাতি অর্থকরি অলংকার

হিরা মনি মুক্তা রুবি

প্রেমছাড়া মূল্য হীন সবই।



স্রষ্টা প্রেমে সৃষ্টি কূল

ভ্রমর প্রেমে সকল ফুল

ধরনী প্রেমে সূর্য চন্দ্র ব্যাকুল

নদীপ্রেমে সাগর আকুল।

জ্যোৎস্না প্রেমে প্রেমিক যূগল

আমার প্রেমে তুমি কি?

সত্যি করে বল

লজ্জা ভেঙে বল।



প্রেম ছাড়া এ জীবন অচল অসার

জড়ের মতন সৃষ্টিহীন নিঠুর মরার

প্রেমহীন জীবনে খ্যাতির কি মূল্য আছে?

সৃষ্টিহীনা মানুষের সাধনার কি দামআছে?



সাধক বল যোগী বল বল যদি ঈশ্বর

প্রেমের মাঝেই অমরত্ব আছে বাকি সব নশ্বর ।

প্রেম ছাড়া কি মানে জীবনের?

প্রেমহীন সববিছু মিছে সম মরনের।



-------------------------------------------------------------

ছবি-নেট

মন্তব্য ৩৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো লাগলো কাব্য !


২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে ..দারুণ প্রিত হলাম...ভালো থাকবেন নিরন্তর

২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬

শান্তা273 বলেছেন: সাধক বল যোগী বল বল যদি ঈশ্বর
প্রেমের মাঝেই অমরত্ব আছে বাকি সব নশ্বর ।

ভালো লাগলো।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা..ভালো থাকবেন নিরন্তর।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

যোগী বলেছেন:
সেলিম ভাই একখান কবিতা লিখ্যা দিতে হইবো। পুরাই রোমান্টিক। একজনরে ডেডিকেট করুম আর পাট লইমু কবিতা খান আমি নিজে লেকছি। বোকা মাইয়া ধরতে পারবোনা ;)
বুঝলেন সেলিম ভাই এই সব বোকা মাইয়ারা সহজে আমার প্রেমে পড়ে না। খালি পল্টি খায়। আর একটু বুদ্ধীমতি মাইয়াগুলা, টপা টপ আমর প্রেমে পইড়া যায়। এদেরকে নিয়ে হইছে এক জ্বালা।
বহুত পেরেশানিতে থাকি /:)

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: যোগী কবিতা কেমন হয়েছে সেটা বলেন আগে..পাম পট্টি না দিলে কে কবিতা লিখে দিবে আপনাকে?বলেন সত্যি করে বলেন লজ্জা ভেঙে বলেন...ঠিক আছে কবিতা লিখে দিব?আমার কবিতায় যোগী প্রেমের তাজ মহল গড়বে......শুভকামনা থাকলো।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

সরদার হারুন বলেছেন: আমার মনটা যদি পাথর হতো
আঘাত দিলে যদি ফিরে যেত
তাহলে কেমন করে ভাল বাসিতাম,?
তুমি বলতো।

মানুষ না হয়ে যদি পাখি হতে
কাছে না এসে যদি উড়ে যেতে
তাহলে কেমন করে তোমাকে পেতাম ?
তুমি বলতো

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বা সুন্দর লিখেছেন..ভালো লাগলো শুভকামনা থাকলো।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

ড. জেকিল বলেছেন: প্রেম ছাড়া জীবনের কিচ্ছু মানে নাই :(( :((
অসাধারন হয়েছে +++

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা..থাকলো নিরন্তর

৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

কালোপরী বলেছেন: হাহাহাহাহা

হাসতেই আছি


হাহাহাহাহা

জটিল হইছে :)

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: :D B-) ;) :P !:#P =p~

৭| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

রহস্যময়ী কন্যা বলেছেন: অসাধারণ প্রেমের কবিতায় ++++++++++++

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ.শুভকামনা থাকলো

৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

একজন আরমান বলেছেন:
সত্যি করে বল
লজ্জা ভেঙে বল।


ভালো লাগলো।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় আরমান...কবিতা পাঠে ধন্যবাদ..নিরন্তর শুভকানা থাকলো।

৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: i was flying in the sky
when i saw you
i was seeing an angel through
love is a devotion
love is life
you will realize
when you will do so
love is endless way to go
life is ended today or tomorrow
but love will never die
it will remain so
it is an eternal tie

১০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

অনীনদিতা বলেছেন: এত প্রেম আসে কিভাবে?;)
দারুণ:)

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: দেখছেন এখন আংলিশেও কবিতা লিখি...সামনে আরবি হিন্দী হিব্রু ইত্যাদি ভাষায় লেখার সুযোগ আছে......খালি কবিতা কিলবিল করে কবি নজরুলের জন্মদিনে জন্ম আমার....আমি মনে হয় স্বভাব কবি হয়ে যাচ্ছি।

১১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

সোনালী ডানার চিল বলেছেন:
সাধক বল যোগী বল বল যদি ঈশ্বর
প্রেমের মাঝেই অমরত্ব আছে বাকি সব নশ্বর ।



সুন্দর ++++++++

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ব্লগে সুস্বাগতম.........শুভকামনা থাকলো নিরন্তর।

১২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

প্রেম ছাড়া কি মানে জীবনের?
প্রেমহীন সববিছু মিছে সম মরনের।


++++++

প্রিয় কবি অনেক অনেক ভাললাগা রেখে গেলাম।

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো..নিরন্তর।

১৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

মেহেদী হাসান মানিক বলেছেন: প্রেমের মরা জলে ডোবে না
:D :D :D :D :D :D :D :D

+++++

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সহমত...শুভকামনা রইলো নিরন্তর।

১৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

বোকামন বলেছেন: ৫ম ভালোলাগা .......

(কবিতা হচ্ছে গল্প কোথায় ?)

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..শুভকামনা থাকলো গল্প যথাসময়ে লিখা হবে...

১৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

সায়েম মুন বলেছেন: ভালই বলছেন। প্রেম ভালবাসার রসায়ন দিয়েই তো পৃথিবীতে চাষাবাদ হচ্ছে। #:-S

২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবির আগমন...সুস্বাগতম.......কবি কেমন আছেন?নিরন্তর শুভকামনা থাকলো।

১৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

আমি বাঁধনহারা বলেছেন:

সাধক বল যোগী বল বল যদি ঈশ্বর
প্রেমের মাঝেই অমরত্ব আছে বাকি সব নশ্বর ।


ভালো লাগল:+++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: বাধনহারা ভাই শুভেচ্ছা নিবেন........................নিরন্তর শুভকামনা।

১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
প্রেমই স্বর্গ প্রেমই নরক :(

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: :D =p~

১৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন: ভাই ছবিটা কি নিজে এডিট করছেন ? নাকি নেটে এমনই ছিলো ?

কবিতা ভালো হইছে !

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: নিজে এডিট করেছি......ধন্যবাদ।

১৯| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

মুশাসি বলেছেন: সেলিম আনোয়ার এবং স্বর্নকমল এক দালে বসিয়া :)
ভালো লাগলো ভাই কবিতা

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ..শুবকামনা থাকলো নিরন্তর।

২০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

++++

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.