নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমার সম্প্রতি দেখা ইংলিশ ফ্যান্টাসি মুভি Enchanted (2007)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭



একটা ক্লাসিক ফেইরী টেইল।রূপকথার রাজকন্যাকে ডাইনী রানী(Queen Narissa) যাদুর কোয়ায় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছে এই মর্তে।পথের কাঁটা সরাতে কারণ রাজপুত্র Prince Edward রাজকন্যা Giselle র প্রেমে পড়ে বিয়ে করতে চেয়েছে। আর সেটা হলে সেই Giselle হবে নতুন রানী। তাই তার চক্রান্তে Giselle র নিউইয়র্কে শহরবাস(বনবাস)। সেখানে রাজকন্যার সঙ্গে সাক্ষাৎ হয় একজন সুদর্শন বিপত্নীক আইনজীবীর Robert Philip।তার আছে পরীর মত এক শিশু মেয়ে।Robert Philip এর সঙ্গে সাক্ষাৎ এর পরে তার জীবন ও ভালবাসা বিষয়ক দর্শনে চিন্তা চেতনায় ব্যপক পরিবর্তন আসে। রূপকথার রাজকন্যা কি পারবে পার্থিব যান্ত্রিক জীবনের সঙ্গে মানিয়ে নিতে ?





তাকে উদ্ধারে Prince Edward যাদুর কোয়া দিয়ে চলে আসে রাজকন্যাকে বাঁচাতে।এদিক দিয়ে তার এই উদ্ধার কর্ম ব্যর্থ করে দিতে লোভী Nathaniel কে পাঠিয়ে দেয় ডাইনী রানী।



--------------------------------------------------------

Enchanted (2007) নিসন্দেহে এই বছরের অন্যতম সেরা মুভি।IMDb রোটং ৭.২।মুভিটির ডিরেক্টর Kevin Lima আর রা্ইটার Bill Kelly।ছবি পটভূমি অত্যন্ত আকর্ষনীয় রূপকথা আর বাস্তবজীবনের মিশেলে চমৎকার টুইস্ট।মুভিতে কয়েকটি টার্নিং পয়েন্ট। বলতে গেলে ত্রিভুজ প্রেমের ছবি । কুইন নারিসা জিসেলিকে শুধু এই পৃথিবীতে পাঠিয়েই ক্ষান্ত হয়নি।তাকে চিরতরে মেরে

ফেলার চক্রান্তে লিপ্ত। সে যাদুবিদ্যায় প্রবল শক্তিশালী। নাথানিয়ালকে সে বিষাক্ত আপেল ফল দিয়েছে সেটি যদি সে রাজকন্যা জিসেলিকে দিতে পারে এককামড়েই তার মৃত্যু অবশ্যম্ভাবী ।





ওদিক দিয়ে প্রিন্স এডওয়ার্ড সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজকুমারী জিসেলিকে

পাতালপুরীতে ফিরিয়ে নেয়ার তাকে রানী করার। নানা নাটকিয়তা ও রহস্যের মধ্যে জিসেলি ডাইনী রানীর ফাঁদে পা ফেলে বিষাক্ত আপেলে কামড় দিয়ে বসে।মুহুর্তেই অজ্ঞান হয়ে যায়। সে কি মৃত্যু বরণ করবে ?এমন সময় রাজপুত্র Prince Edward তাকে বাঁচানোর একমাত্র সমাধান খুজে পায় সেটা হলো ট্রু লাভ কিস! যা পারে বাঁচাতে জিসেলিকে।







ঘটনা নতুন দিকে মোড় নেয় তার সত্যিকারে ভালোবাসা কে? Prince Edward নাকি Robert Philip? হাতে সময় কম মির্দিষ্ট সময়ে তা না দিতে পারলে জিসেলির মৃত্যু নিশ্চিত। দেখা গেল রাজপুত্র নয় আইনজীবিই তার আসল প্রেম।





ডাইনী রানী বিশালকার ড্রাগনের রুপ ধারণ করে ফিলিপকে আক্রমন করে এর মধ্যে দিয়ে সমাপ্তি হয় সিনেমার।চমৎকার ফ্যান্টাসি ।দারুণ রোমান্স।অসাধারণ টুইস্ট।কি নেই যাদুর আয়না,যাদুর কূপ,দারুণ সব স্পেশাল এফেক্ট,ডাইনি বুড়ীর যাদুবিদ্যা ,পাখি আর বৈচিত্র ময় প্রাণীর উপস্থিতি, দারুণ মিউজিক মনমাতানো ডান্স আর ইটারনাল লাভ।মুভির শুরু এনিমেশন দিয়ে।রুমান্টিক মনে ভালবাসা আর ভালোলাগার পরশ দিবে ছবিটি।আর রূপকথার রাজকন্যা জিসেলি অসম্ভব রূপবতী।তার সঙ্গে ডাইনি রানীর ভিন্ন ভিন্ন সাজে চক্রান্ত দারুণ উপভোগ্য।মনটা ভাল করে দেবে এই ছবি।

ছবি-নেট

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০

কালোপরী বলেছেন: দেখে দেখে মুখস্ত হয়ে গেছে কাহিনী :P :P


ঘরে ক্ষুধার জ্বালা
পথে যৌবন জ্বালা
রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে ;)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আসপে আসপে..ফ্রথম কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা..আরেকবার দেখেন মুভি...মজা পাবেন।

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮

যোগী বলেছেন: হেয় সেলিম ভাই কি সব পুলাপাইন্না মুভি দেখেন ?

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ সুন্দর....গতকালকে একট একশন মুভি দেখেছি....যেখানে রিয়েল স্টিল...দারুণ মজা পেলাম যেখানে রেসলিং করছে ববোট.....নায়ক রবোর্টকে পিপলস চ্যস্পিয়ন টাইঠেল দেয়া হলো আমি দা রক এর একজন ফ্যান দারুণ মজা পেয়েছি...দারুণ একশন।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: গুড রিভিউ। দেখার ইচ্ছা রইল।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ছবিটা রিভিউর চেয়ে সুন্দর নির্মল

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০

যোগী বলেছেন: ঐ মিয়া আপনারে একশন মুভি দেকতে কইছে কেডাই?

যান আপাতোত এইটা দিয়া শুরু করেন। দেইখা কিছু শিখেন পরে লাগলে আরও দিমুনে
The Girl Next Door

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি দেখবো........যোগী দা কুইল ছবিটা দারুন ভালোলাগছিল কেইট উন্সলেট এর মুভি অসাধারণ।

৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

যোগী বলেছেন: উহু! কেইট উন্সলেটের মুভি দেখবেনতো দ্যা রিডার দেখেন।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সেটা দেখেছি..ভাল লাগে নাই......অযৌক্তিক প্রেম....আদিখ্যেতার আদর্শ যোগী ভাল লাগে নাই।দরজা খোলা দরজা বন্ধ বিরক্তই হইছি..এই ছবিটা অনেক ভালো..মন ভালো হয়ে যায়।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: যোগী বলেন তো হুয়াট ইজ ডেট? উত্তর এই ছবিতে আছে

৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫০

যোগী বলেছেন: আই সি !!!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কেইট এর ভক্ত আমি সেই টাইটানিক এর পর থেকেই.......

৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Jhorjhore rivew. +++

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ লিটন..ইদানিং ইংলিশেই কমেন্ট করছেন নেট সমস্যা নিশ্চয়ই.নিরন্তর শুভকানা থাকলো।

৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Jhorjhore rivew. +++

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: :) :P =p~

৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯

মেহেদী হাসান মানিক বলেছেন: আপনারে মাইনাচ
এমুন গুলা ছবি

পইল্লা পেলাচটা কিন্তুক আমিই দিলাম

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: সরি....মুভি কিন্তু মজার......ভাল প্রিন্ট হলে দারুণ উপভোগ্য

১০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯

অনীনদিতা বলেছেন: দারুণ হয়েছে রিভিউ:)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: ইউ ওয়েলকাম..শুভকামনা নিরন্তর।

১১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
ফান্টাসী ভালোলাগে................. :-B
পোষ্টে ++++

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ..নিরন্তর শুভকামনা থাকলো।

১২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:
এই উইকে Oz the Great and Powerful মুভিটা দেখে খুব মজা পেয়েছি......

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি সময় সুযোগ হলে দেখবো

১৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

বোকামন বলেছেন: ৩য় ভালোলাগা ....
মুভিটি বেশ মজার ...

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ......নিরন্তর শুভকামনা থাকলো।

১৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮

একজন আরমান বলেছেন:
যাদু ফাদু হরর মুভি ভালো লাগে না। একশন, আর রোম্যান্টিক মুভি ভালো লাগে।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: এটা হরর না তবে রুমান্টিক কমেডি ফ্যান্টাসি মুভি ভাল লাগতেই হবে

১৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭

ঘুড্ডির পাইলট বলেছেন: ডাউনলোড করতে হইবো ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মুভি....উপভোগ্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.