নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেম এবং সততার বৃথা আস্ফালন

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৮





প্রেম



প্রেমের সাতকাহনে

কোথায় তুমি প্রিয়া?

আমি হীনা তুমি

শুধুই হৃদয়হীনা।



কদম ফুলের রানি

একটি কদম ফুল দাওতো আমায়

রঙিন স্বপ্ন বুনি।



চাতকের প্রাণের চাওয়াটি

বিফল হবে কি?



প্রাণভোমরা গাই্ছে যে গান

শুনছো তুমি কি?



সততার বৃথা আস্ফালন



জীবন মানে সততার ডুকরে কেঁদে ওঠা

মৃত্যুকামনায় বারবার মাথা ঠুকতে থাকা।

কাপুরুষেরা যেমন বারবার মরে

তেমনি সততারও মৃত্যু হয় প্রতিটি পদক্ষেপে

মৃত্যু মেনে নিতে হয়

সত্য মুখের অনেক দাম

তাই অসতেরা সেই মুখের বেসাতি করে

প্রতিটি মিথ্যে বলায় তাই মৃত্যুর স্বাদ আস্বাদনে

একজন সৎ;

অসতেরা তাকে মিথ্যে বলিয়ে ফেলে!!

এভাবে মাথা নিচু করতে করতে

হয়তো একদিন আর মাথা উচু করতে ইচ্ছে হয়না !

তার পকেট কখনো স্ফীত হয় না

মিথ্যে মিথ্যে খেলারও শেষ হয়না।

কোন রূপসী ললনা তাকে চায় না

ভাল বাসে না,কাছেও টানে না

প্রবঞ্চকের দল তাদের প্রচন্ড শঠতায়

অন্যায় না করলেও মিথ্যে বুল চাপায় তার ঘাড়ে

তাকে দিয়ে অসতের দল টাকার পাহাড় গড়ে।



একসময় সে জোর গলায় নিজেকে সৎ বলার ক্ষমতা টুকু হারিয়ে ফেলে

সৎ বলে দাবী করার অসত্য কথনটি নাই বা বলে

এতে কিছুটা হলেও নিজে অসৎ এই প্রচারটি সত্যভাবে চলে।

মন্তব্য ৪৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২২

আশিক মাসুম বলেছেন: ১ম ভাল লাগা। =p~ =p~ :-/ ;)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল কবি?খোশ আমদেদ.রাজনীতি এখন কত নোংরা...প্রতিপক্ষ মানেই ....হয় রাজাকার অথবা নাস্তিক.....তবে কিছু উলামায়ে ছু আছে..এরা টাকার জন্য যে কোন মন্তব্য করে বসে এদের বিচারের দাবী আসতে পারে......

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

বিষাদ সজল বলেছেন: সকালে উঠেই কবিতা নাস্তা করলাম ।
এমন সকালের প্রতীক্ষাই করি ।
কবিতা ভাল হয়েছে ভাই ।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাদুটি লিখে..আমারও ভাল লেগেছে...সমান ভাল?একটি প্রেম অপরটি বঞ্চণা,,সততার বঞ্চণা......কবিতাপাঠে ধন্যবাদ আপনার কমেন্টে মন ভরে গেল....আছি দারুণ ব্যস্তায়..ধম ফালানোর টাইম নাই....আমার উপর প্রচুর প্রেশার পরলে..কবিতা বেরুতে থাকে হয়তোবা...প্রেশরমুক্ত থাকার জন্য কবিতা লিখা টনিক কিংবা কষ্টলাভে সহায়ক হয়।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৩

রোজেল০০৭ বলেছেন: ২য় ভালো লাগা ।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রেমময় কবিতা ভাল লাগলো। :)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সকালবেলা প্রেমের আমেজ দিলাম....গত রাতেই পোস্ট করতে পারতাম ভাবলাম শুভ সকালের উপহার হিসেবে লিখে ফেলি কবিতা।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি কিন্তু তিন নংটা দিছি! B-)

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: অসংখ্য ধন্যবাদ?৩টা লাইক আমার কাছে অনেক দামী...আমিতো বড়র কবি নই..
যে সাপের উপর ব্যাঙ
করে ঘ্যাঙর ঘ্যাঙ
......

লিখলেই শতখানিক লাইক পরবে।
তাই অসংখ্য ধন্যবাদ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:

৪র্থ ভাললাগা ।

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি.....সকালবেলার শুভেচ্ছা..ভাল থাকবেন সবসময়।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

স্পাইসিস্পাই001 বলেছেন: ""কদম ফুলের রানি
একটি কদম ফুল দাওতো আমায়
রঙিন স্বপ্ন বুনি।""

মুগ্ধ, একদম মুগ্ধ করে দিলে হে কবি .......+++

অনেক সুন্দর সেলিম ভাই ...... ভাল থাকবেন...... :)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিতায় ভালো লাগা......

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ...শুভকামনা থাকলো ভাল থাকবেন সবসময়।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

মনিরা সুলতানা বলেছেন: কদম ফুলের রানি
একটি কদম ফুল দাওতো আমায়
রঙিন স্বপ্ন বুনি।


ভাল্লাগছে :)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কদম ফুল আমারও ভাল লাগে।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

স্বপনবাজ বলেছেন: ভালোলাগা !

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: karu reply ditey parchhina ..khub birokto lagchhey sobaikey onek suvechha o dhonnobad

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সেলিমএখনতো পারছো।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

অন্ধকার রাজপুত্র বলেছেন: ভালো লাগলো আনোয়ার ভাই। শুভ দুপুর। রিপ্লাই দিতে হবে এমনটা কোন কোথা নেই । ফেসবুকে আমার সাথে যোগ দিয়েন :) :) :) http://www.facebook.com/roxterjojo

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: deshey akhon digital joruri obostha cholchhey

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: চমতকার ।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

সোনালী ডানার চিল বলেছেন:
প্রথমটায় ভালোবাসার প্রকাশ অনেক সুন্দর,
আর সততা বিন্যাসের ভঙ্গীতেও ভালোলাগা!!!!

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে..ধন্যবাদ

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

কালোপরী বলেছেন: প্রিয়
কদম রানী
একবার পা ফেল
হৃদয় রাজত্বে
এই করছি মিনতি





:)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: :) :) :P

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ঘুড্ডির পাইলট ,সোনালী ডানার চিল,কালোপরী ..comment korar jonno abong kobita pathey dhonnobad..shuvokaomona thaklo

১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
৮ম প্লাস, কবি।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: :)

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

অনীনদিতা বলেছেন: সুন্দর কবিতা:)

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: চাতকের প্রাণের চাওয়াটি
বিফল হবে কি?

প্রাণভোমরা গাই্ছে যে গান
শুনছো তুমি কি?

২০| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

ফালতু বালক বলেছেন: মাইয়ার হাতে
কদম ফুল
পোলা করলো
কি ভুল?

সেলিম ভাইইইইইইইই
[ দুষ্টামী করছি]

কবিতায় ++++
ভালো লিখছেন, খুব।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ধইন্যা
কোথায় গেল কইন্যা

২১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয়,অনীনদিতা,ফালতু বালক..সবইকে কবিতা পাঠে ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা ভাল থাকবেন সবসময়।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


+++++++++++++++++

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ.শুভকামনা।কেমনআছেন কান্ডারী?

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৩

কালোপরী বলেছেন: চুপিচুপি উঁকি দেয়া ভালু না :P :P :P

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কেউ জান বে যে :P

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

কালোপরী বলেছেন: ভয় করি না আমি কোন কিছু ;) ;) :P



অফিস যামু :(

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: পিয়ারছে ডর লাগতা হে ইয়ার... #:-S

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

কালোপরী বলেছেন: :| :| :| :|



হায়রে বীরপুরুষ !!!!!!

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: #:-S

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লাগলো.

ইদানিং পুরোদস্তুর কবি হয়ে যাচ্ছেন

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কার জন্যে?বলেন কার জন্যে এই সব কবিতা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.