নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
Life Is Beautiful-১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ইতালিয়ান কমেডি ড্রামা ফিল্ম।রবার্তো বেনিনি পরিচালিত ও অভিনিত চমৎকার ছবি।রবার্তো বেনিনি অভিনয় করেছেন কেন্দ্রিয় গুইডো অরিফিস চরিত্রে।এই ছবির প্রাণ গুইডো একটা বইয়ের স্টলের মালিক।ভাগ্যের নির্মম পরিহাসে তাকে স্বপরিবারে নাজি কনসেন্ট্রেশন কেম্পে বন্দিত্ব বরণ করতে হয়।তার ছেলে যশুয়াকে তিনি আগলে রাখেন অত্যন্ত সুকৌশলে।ছেলের বন্দীজীবনকে লোভনীয় গেইমে পরিণত করেন কিভাবে ছবিটি দেখলেই তা উপলব্ধি করা সম্ভব হবে।Roberto Benigni স্মরণীয় পারফরমেন্সের জন্য ৭১ তম একাডেমি এওয়ার্ড লাভ করেন।অন্য দুটি কেটাগরিতেও এই ছবি একাডেমি এওয়ার্ড জয় করে।ছবিটির রেটিং ছিল ৮.৫/১০।
কাস্টিং
রবার্তো বেনিনি -গুইডো অরিফিস চরিত্রে
নিকোলেটা ব্রাসি-ডোরা চরিত্রে
জিওর্জিয় সেন্টারিনি-যশুয়া চরিত্রে
প্লট
১৯৩৯ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালীন ঘটনার পটভূমিতে নির্মিত।গুইডো অরিফিস একজন আমুদে এবং ক্যারিশমেটিক তরুণ জিউস যিনি নগরীতে চাকুরী খুজছেন।তিনি এক স্কুল শিক্ষিকার ডোরার প্রেমে পড়লেন।প্রথম দর্শনেই প্রেম! তারপর দূর্দান্ত ক্যারিশমায় নায়িকার হৃদয় চুরি। জটিল প্রেম কাহিনি।ডোরা একজন ধনাঢ্য এরোগেন্ট সিভিল সার্ভেন্টের মাংগীতা ।একে বারে ঘোড়ায় চড়ে বরকে ,নায়িকার মাকে নাজেহাল করে বিয়ের মঞ্চ থেকে গুইডো একপ্রকার ছিনিয়ে নেন প্রিয়তমা ডোরাকে।
তারা বিয়ে করে এবং তাদের ঘরে জন্ম নেয় যশোয়া।
কমেডি রোমাঞ্চের মধ্যে এগিয়ে যেতে থাকা ছবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজী বাহিনির কনসেন্ট্রশেন ক্যাম্পে আটকা পরেন গুইডো। স্বপরিবারে। সেখানে অত্যন্ত বুদ্ধিমত্তা দিয়ে মমতা দিয়ে গুইডো তার ছেলে যশুয়ার বন্দী জীবনের নিষ্ঠুরতাকে একটা লোভনীয় খেলা বানিয়ে ফেলেন।
সেই খেলায় যে জীতবে সে পাবে লোভনীয় পুরস্কার একটি ট্যাংক!!খেলায় অনেক শিশুই অংশ নিচ্ছে। খেলার নিয়মটা একটু কঠিন। শিশু যশোয়া একবারও কাঁদতে পারবে না,মার কাছে যাবার বা মাকে কাছে পাবার জন্য কোন আবদার করা যাবে না, এমনকি সে যে ক্ষুধার্ত এ কথাও বলতে পারবে না। এইসবের যেটাই
করুক পয়েন্ট নষ্ট হবে।আর শান্ত থেকে যারা ক্যাম্পগার্ড থেকে লুকিয়ে থাকবে তারা
বোনাস পয়েন্ট লাভ করবে। যে সবার আগে একহাজার পয়েন্ট অর্জন করতে
পারবে সেই পাবে আকর্ষণীয় পুরস্কার ট্যাংক!!
একজন বাবা কিভাবে ভয়ানক বন্দীদশাকে তার শিশুর জন্য খেলায় পরিণত করে ফেলতে পারে তারই নিখুত চিত্রায়ণ ছবিটি ।একজন হৃদয়বান প্রেমিকের অসাধারণ প্রেমকাহিনি ,একজন মহান বাবার পুত্র স্নেহের তীব্র আবেদনে নির্মল আনন্দ বেদনার অসাধারণ ছবি।
জীবনটা সত্যিই সুন্দর ! যে জীবন প্রিয়ার জন্য উৎসর্গকৃত, যে জীবন সন্তানকে পরমস্নেহে আগলে রাখে শত ঝঞ্জায় এমনকি যে জীবনের মৃত্যুও ঘটে ভালবাসার জন্য সন্তানের জন্য সেই জীবন সুন্দর না হয়ে পারে? SO, Life Is Beautiful।আবেগ ভরা ছবি।চোখে অশ্রু চলে আসবে!নায়কের অসাধারণ অভিনয় মনে থাকবে চিরদিন।নাটকিয় কহিনি ও অপূর্ব দৃশ্যায়নে মুগ্ধ হওয়ার মত ছবি।
ছবিটি নিঃসন্দেহে অলটাইম গ্রেইট মুভির তালিকায় উপরের দিকে থাকবে। ।
বাণিজ্যিকভাবে ছবিটি দারুণ সফলতা লাভ করেছিলো।দেখে ফেলতে পারেন অসাধারণ এক মুভি।হয়তোবা ইতিমধ্যে ছবিটি দেখে ফেলেছেন ।এটি আমার প্রিয় মুভি।
Life is compromise & Love is sacrifice
মুভিলিংক
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কি বলেন এটাতো কমেডি?
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
স্বাধীন জামিল বলেছেন: রবার্তো বেনিনি, বেনজিনি না।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম?ব্লগে সুস্বাগতম।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
আই লাভ ইউ, ম্যান বলেছেন: চমৎকার একটা মুভি
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার সবচেয়ে প্রিয় মুভির একটি,,যেটি বারবার দেখা যায়।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো।
মুভটা যদিও দেখি নাই। দেখবো।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন।না দেখে থাকলে বিশাল মিস হয়েছেএই ছবিটা মুভিভক্তরা কয়েকবার দেখেছেন।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো রিভিউ। কয়েকবার দেখা।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: প্রহরী কবি কেমন আছেন।আমিও কয়েকবার দেখেছি।সিনেমাটি অদ্ভুত ভাললাগারএ টু জেড সবার ভাল লাগবে।ধন্যবাদ।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
+++
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ +এর জন্য।শুভকামনা থাকলো নিরন্তর।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দেখি নাই।
দেখি খুজে পাই কিনা।।
০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন কবি এই মুভি এতই ভাললাগার যে ভাষায় প্রকাশ করতে পারিনিআপনার অনভূতিতে হিট করবে বাজি!
৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮
আমিভূত বলেছেন: আজও দেখিনি অথচ সংগ্রহে আছে অনেকদিন থেকেই ,গানটা অনেক ভালো লাগে ,প্রায়ই শুনি
মুভি রিভিউ পড়লাম এবার দেখব
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন ঝটপট।ব্যাপক বিনোদন,,,ব্যাপক বেদনা..বেপক প্রেম
শুভকামনা রইলো।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪
এহসান সাবির বলেছেন: অদ্ভুত সুন্দর মুভি। পোস্টে ++++
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।শুভকামনা থাকলো।ডোরা চরিত্রের অভিনয় শিল্পী বাস্তব জীবনে গুইডো চরিত্রের অভিনেতার সহধর্মীনী।
১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪
ফ্রাস্ট্রেটেড বলেছেন: খুবই চমৎকার সিন্মা।
আপনার পোস্টও খুব সুন্দর হয়েছে
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।
১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
বইয়ের পোকা বলেছেন: এখনো চোখে লেগে আছে সিনেমার দৃশ্যগুলো।
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সেলিম আনোয়ার বলেছেন: যারা বাচ্চাদের খামখেয়ালীতে দুরন্তপনায় বিরক্ত তাদের জন্য এই ছবি নতুন বার্তা শিক্ষা দিবে।..নিরন্তর শুভকামনা থাকলো।
১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: চমৎকার একটা মুভি
সেরা কয়েক্টার মধ্যে
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।শুভকামনা থাকলো।
১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩
সোনালী ডানার চিল বলেছেন:
আমার খুব প্রিয় একটা মুভি নিয়ে লেখায় ++++++++++++
শুভকামনা আপনার জন্যে........
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কবি ধন্যবাদ।ওল্ড ইজ গোল্ড।
১৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
সায়েম উর রহমান বলেছেন: "How many points did we get today?" .. Very very touchy movie .. in fact the best movie I have ever seen ...
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
সেলিম আনোয়ার বলেছেন: ১০০০ পয়েন্ট হতেই হবে নাহলে ট্যাঙ্ক টা হাতছাড়া!!শুভকামনা থাকলো।
১৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
ঘুড্ডির পাইলট বলেছেন: আমারও প্রিয় একটা মুভি ।
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি আমি কিন্তু একশন মুভির পোকা।ছোট বেলায় আমার প্রিয় নায়ক ছিলেন ব্রুসলি।কিছু ছবি থাকে যেগুলো সীমাহীন আবেদন সৃষ্টি করে একশন মুভিও ফেল।এটা সেইরকম একটা ছবি।
১৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
আমি তুমি আমরা বলেছেন: এখনো দেখা হয় নাই। দেখতে হবে।
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন।ছবি লা জবাব!!
১৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
টানিম বলেছেন: আমারও প্রিয় মুভি এটা ।
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: এই রকম ছবি খুব কম আছে।শুভকামনা থাকল নিরন্তর।
১৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
শিপু ভাই বলেছেন:
আমি কিছুক্ষন আগেই দেখা শুরু করছি। তাই রিভিউ পুরাটা পড়লাম না!!!
ঘুড্ডি আর তামিম হাতিরঝিল গিয়া আমারেও যাইতে কইতাছে। মুভি দেখা আপাতত অফ রাইগা ঘুরতে যাইতাছি!!!
০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আমি ভাবটাম এই ছবিটা আমি রিমেক করতাম তাহলে গুইডো চরিত্রে অবশ্যই হুমায়ূন ফরীদিকে কাস্ট করতাম।ডোরা চরিত্রে ????প্রিতী জিনতা
২০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
বোকামন বলেছেন:
যেন উৎসর্গ করার মাঝেই জীবন খুঁজে পায় সুন্দরের ঠিকানা ....
সুন্দর সেটা কি ! বেচে থাকা কষ্টের কিংবা সুখের ... পাশে থাকুক আপনজন ...
আপনজনের সান্নিধ্য পথ চলার প্রেরণা ......
রবার্তো বেনেনি ..... !!!!!!!!
(অবাক বিষয় উনি “পিনোচ্চিয়ো’ র জন্য রাজ্জি ....)
আপনার রিভিউ ভালো লাগলো সম্মানিত লেখক.....
শুভকামনা
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনার মন্তব্য ভাল লাগল।নিরন্তর শুভকামনা।
২১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪
তরুন তুর্কী বলেছেন: ছবিটা দেখি নাই, কিন্তু এখন তো দেখতেই হবে !
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ফেলুন..ভাল লাগবে।
২২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ছবিটা দেখিনি। লেখায় প্লাস+++++++
২৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
রোমেন রুমি বলেছেন: সাধারণ মুভি ।
পোস্টের জন্য +++++
২৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সেই একখান এপিক মুভি এইটা ...
প্লাস লন ।
এ বিউটিফুল মাইন্ড দেখছেন তো ??
২৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯
ত্রিভকাল বলেছেন: ভালো বর্ণনা করেছেন। তাই প্লাস দিতে ভুলবো না।
২৬| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬
স্পাইসিস্পাই001 বলেছেন: জীবনটা সত্যিই সুন্দর ! যে জীবন প্রিয়ার জন্য উৎসর্গকৃত, যে জীবন সন্তানকে পরমস্নেহে আগলে রাখে শত ঝঞ্জায় এমনকি যে জীবনের মৃত্যুও ঘটে ভালবাসার জন্য সন্তানের জন্য সেই জীবন সুন্দর না হয়ে পারে?
চমৎকার.......+++
ধন্যবাদ ভ্রাতা ..... ভাল থাকবেন......
২৭| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
শিপু ভাই বলেছেন:
ছবিটা দেখার সময় কতবার চোখ ভিজেছে!!! ছবি শেষে আধাঘন্টা কথা বলতে কষ্ট হয়েছে!!!
অসাধারন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমার একটা শিক্ষাও হয়েছে- আমার ছেলেকে আমার আরো বেশি সময় দেয়া উচিত!!!
২৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬
সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই বলেছিলাম না।অসাধারণ মুভি।ভাল লাগবে।
২৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭
সেলিম আনোয়ার বলেছেন: ত্রিভকাল পাঠে ধন্যবাদআর শুভকামনা থাকলো।
৩০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯
সেলিম আনোয়ার বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সেই একখান এপিক মুভি এইটা ...
প্লাস লন ।
এ বিউটিফুল মাইন্ড দেখছেন তো ??
হ্যা দেখেছি।চমৎকার মুভি।নায়কটাওআমার প্রিয়।
৩১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: রোমেন রুমি বলেছেন: সাধারণ মুভি ।
পোস্টের জন্য +++++
????????
৩২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ জনৈক গণ্ডমূর্খ।নিরন্তর শুভকামনা থাকল।
৩৩| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯
স্পাইসিস্পাই001 বলেছেন: গতকাল মুভিটা দেখলাম ....... ছেলেটার জন্য খুব কষ্ট হয়েছে.... মাঝে মাঝেই চোখটা ভিজে যাচ্ছিল .....
ধন্যবাদ ....।
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আমার সবচেয়ে প্রিয় মুভি এটা।হার্ট টাচিং।
৩৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
গৃহ বন্দিনী বলেছেন: অনেকদিন ধরে দেখব দেখব করেও দেখা হচ্ছিল না মুভিটা । টরেন্ট লিংক টা দিলে ভাল হত ।
রিভিউতে প্লাস।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
কালোপরী বলেছেন: দুঃখ দুঃখ মুভি