নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজ ও মৃত্যুর মিছিল,
রক্তাক্ত রাজপথ রক্তাক্ত হৃদয়,
শকুন এর হিংস্র থাবায় রক্তাক্ত এই দেশ
যে শ্রমিকের ঘামে রক্তে গড়া প্রাসাদ
তারে মৃত্যু দিলে, জীবনটাই কেড়ে নিলে;
নিদারুণ অসতর্কতায় চরম লোভে ।
বাহ কি সুবিচার !এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে?
যারা ঘাম দেয় শ্রম দেয় অবশেষে প্রাণ ও দেয়
তাদের কাছে তোমাদের কি চাওয়া- পাওয়ার আর কিছু বাকী আছে ?
অযতনে মৃত্যু দানিলে অবহেলে মুক্তি দিলে!ধরণী থেকে!
বিষাক্ত বাতাস পাপীষ্ঠ আবাস অবহেলে
দূর অজনায় লাশের মিছিলে;
ভগ্ন হৃদয় প্রিয় হারার ক্রন্দনে
আকাশে বাতাসে হাহাকার শ্লোগানে,
মাতৃভূমি বাংলা আমার সন্তান হারার আকুতি প্রাণে ।
স্বদেশ ভূমি এ কি রূপ তোমার ?
যেদিকে তাকাই লাশের পাহাড়!
রক্তপিপাসু ড্রাকুলার দল রক্তউৎসব করে
তাদের বিচার নাই ;তাদের কালো হাতে হাতকড়া ওঠে না কখনো;
মৃত্যু ও হয় না তাদের, বরঞ্চ তারা নতুন নতুন মৃত্যু ডেকে আনে
আর যারা দেশগড়ার কারিগর, তারা মৃত্যুপুরীর সাদা কাফনে কফিনে।
-------------------------------------------
গভীর সমবেদনা জানাই তাদের যারা আজ হতাহত কিংবা নিহত।শ্রদ্ধা জানাই যারাআজ বিপন্নের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন শত ব্যস্ততার মাঝে ও।দেশের হাজার খানেক পরিবার আজ চরম দুঃখ জনক হৃদয়বিদারক পরিস্থিতির সম্মুখিন।দেশের সকল সুনাগরিকের আজ দুঃখের সীমা পরিসীমা নেই।মহান আল্লাহ তাদের সহায় হোন।তাদের মনে সান্তনার প্রলেপ দিন।সেই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিদের ধিক্কার জানাই যাদের দায়িত্বে অবহেলার কারণে আজ এই শোক নেমে এল।সেই সব পাপীষ্ঠ লোকের দৃষ্টান্ত মূলক বিচার হোক। আর যেন কেউ এহেন দায়িত্বহীনতার স্পর্ধা না দেখায়।
-------------------------------------------------------------
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: দৃষ্টান্ত মূলক বিচার। নিদারুণ যন্ত্রণা দায়ক শাস্তি চাই।
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
আর কতদিন চলবে এভাবে???
শুধু গলাবাজি আর গলাবাজি।
মানুষের কোন মূল্য নেই এই দেশে।
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: মনে হয় দেশ ছেড়ে চলে যাই।লম্পটে ভরে গেছে দেশ। বোম্বেটের দল সব শেষ করে দিল।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
সুপান্থ সুরাহী বলেছেন:
ভীষণ মন খারাপ করে বসে আছি...
আমাদের নিয়তি কি এমনই?
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: এভাবে চলতে থাকলে হয়তো আমরাও একদিন এভাবেই! তাই প্রতিবাদ করতে হবে।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৩
টানিম বলেছেন: :-< :-< :-< :-< :-< :-< :-<
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন:
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
রেজওয়ান তানিম বলেছেন: জানি না আর কত লাশ দরকার ওদের টাকার পাহাড় গড়তে
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আমারওএকই প্রশ্ন?
৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
সায়েম মুন বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
সেলিম আনোয়ার বলেছেন:
৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২২
মৃন্ময় বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন:
৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪
প্রিন্স হেক্টর বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাবতে পারেন ?হাজার খানেক লোক মারা যেতে পারে।কত বড় ট্রাজেডি।
৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: মাতৃভূমি বাংলা আমার সন্তান হারার আকুতি প্রাণে ।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: এটা নাকি যুবলীগের একনেতার মালিকানাধিন।হরতাল ব্যর্থ করতে হবে তাই জোর করে শ্রমিকদের নিরাপত্তাহীন অফিসেই ঢুকতে হলো।কতটা দুঃখজনক!
১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪
তুহিন সরকার বলেছেন: সাভার দুর্ঘটনায় আমরা শোকাহত!
মানবতার ডাকে এগিয়ে আসুন।
নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।যারা তাদের সহায়তায় এগিয়ে এসেছে তাদের কে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি।যারা বিপন্ন আল্লাহ তাদের সহায় হোন।
১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০২
এসএমফারুক৮৮ বলেছেন: এভাবে প্রতিটি মর্মান্তিক ঘটনা ঘটার পর চারিদিকে হৈচৈ পড়ে যায়। অথচ এমন ঘটনা গুলো যাতে আর না ঘটতে পারে, তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায় না।আমরা দেখতে চাই, একমাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলা হয়েছে।
যে আইন ভেঙ্গে বিল্ডিংটি তৈরি করেছিল তার শাস্তি হোক।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: খুব দুঃখজনক।রাজনীতি বিদেরা দেশের মানুষের কথা ভাবে ।সরকার বিরুধীদল কেউ না।তারপরও হরতাল প্রত্যাখান করা ছিল ইতিবাচক সিদ্ধান্ত। এদের রাজনৈতিক কর্ম সূচী জনতার জীবন দিয়ে হলেও সফল করতে হবে কেন? গনতন্ত্রে জনতাই সকল ক্ষমতার উৎস কথাটা কতখানি সত্য ।এই দেশে।
১২| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাবুনতো মৃত্যু কতটা কষ্টের কতটা বেদনাদায়ক নির্মম।শ্রমিকের মৃত্যু হলো জনতার মৃত্যু হলো।এর কোন বিচার হবে কি?নাকি তারা পুরস্কৃতই হবেন।ক্ষতিপূরণ বাবাদ খুনি মালিক বড় অংকের লোন পাবেন।বিচিত্র এই দেশের রাজনীতিবিদেরা।
১৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
জুন বলেছেন: যারা ঘাম দেয় শ্রম দেয় অবশেষে প্রাণ ও দেয়
তাদের কাছে তোমাদের কি চাওয়া- পাওয়ার আর কিছু বাকী আছে ?
শেষ পর্যন্ত তাদের জঠর ভরবে এমন কিছু বোধ হয় এই দুনিয়ায় আল্লাহ্ মাফ করুক তৈরী হয়নি সেলিম আনোয়ার।অনেক মর্মস্পর্শী আপনার কবিতায় ভালোলাগা ।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।আপনার কমেন্টে দারুণ প্রীত হলাম।কবিতার চেয়ে ঘটনা অনেক বেশি বেদনার।চারিদিকে শুধু হাহাকার।
১৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।আর কত!আর কত অবহেলা! আর কত মৃত্যু।আর কত যন্ত্রণায় বাংলার জনতা।
১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যে শ্রমিকের ঘামে রক্তে গড়া প্রাসাদ
তারে মৃত্যু দিলে, জীবনটাই কেড়ে নিলে;
নিদারুণ অসতর্কতায় চরম লোভে ।
বাহ কি সুবিচার !এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে?
এটা নির্ঘাত খুন। খুনীদের ফাঁসি চাই।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সহমত।আমিও সমব্যথী।সমবেদনা সবারপ্রতি।
১৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
মঈনউদ্দিন বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সমবেদনা। রইলো
১৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ওখানে লাশগুলোতে প্রচন্ড গরমে পচন ধরছে । লাশ পচা গন্ধে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে । আমরা অধর চন্দ্র স্কুলে বরফ সরবরাহ করছি । আরও বরফ লাগবে । আর দূর্ঘটনা স্থলে গন্ধ দূর করতে বিশেষজ্ঞ পরামর্শ চাইছি ।
Click This Link
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: বডি স্প্রে ব্যবহার করা যেতে পারে।
১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬
পেন্সিল চোর বলেছেন:
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন:
১৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
যারা দেশগড়ার কারিগর, তারা মৃত্যুপুরীর সাদা কাফনে কফিনে।
কবিতায় +++++++++
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সহমত
২০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সোহরাব হোসাইন বলেছেন: জনগনের হাতে ছেড়ে দেওয়া হোক । তাদের বিচারই আসল বিচার !
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: তেমনটি হলে ই ভাল ছিল
২১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'সেই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিদের ধিক্কার জানাই যাদের দায়িত্বে অবহেলার কারণে আজ এই শোক নেমে এল।সেই সব পাপীষ্ঠ লোকের দৃষ্টান্ত মূলক বিচার হোক। আর যেন কেউ এহেন দায়িত্বহীনতার স্পর্ধা না দেখায়।'''
সহমত ।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: মিছিলকারীদের ঢাক্কায় নাকি বিল্ডিং ধ্বসে গেছে..এত অশিক্ষিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশের জন্য মঙ্গল জনক হত
২২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
ফারজানা শিরিন বলেছেন: : (
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন:
২৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
এরিস বলেছেন: যারা ঘাম দেয় শ্রম দেয় অবশেষে প্রাণ ও দেয়
তাদের কাছে তোমাদের কি চাওয়া- পাওয়ার আর কিছু বাকী আছে ?
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: একই প্রশ্ন। উত্তর চাই
২৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সবাই প্ররথনা করুন।রানা প্লাজায় যারা চাপা পরেছে তাদের কেয়মত চলছে।বাচার আকুতি একজন মানুষের যখন মৃত্য সুনিশ্চিত কেমন হতে পারে ভাবেন তো। যারা জীবিত তারা কতটা অসহায়:মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।তাদের জন্য দোয়া করা দরকার এটা সবাই করতে পারেন।তারা যেন বেচে যায় তারা যেন সুস্থ হয়ে ওঠে।
২৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪
সানড্যান্স বলেছেন: সমবেদনা আর সাহায্য-আপাতত এই দুটো ছাড়া কিছু করতে পারতেছিনা।
শাস্তি চেয়ে কোন লাভ হবে কি?
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: আমার মনে হয় না ।রানা সাহেব সরকারী দলের লোক।তিনি ঝুকি নিয়ে হরতাল ব্যরথ করতে চাওয়ায় পুরস্কৃত হতে পারেন।তবে জনগণ তাকে প্রত্যাখাণ করবে।
২৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন: কষ্ট লাগে এইটা ভেবে যে কিছুদিন পরেই আমরা ভুলে যাব! ভুলে যাওয়াটাই নিয়ম!
আবার কখন কোথায় আকাশ ভেঙ্গে পড়বে তারই জন্য এইসব হাহাকার তোলা থাকবে!
আসলে কিছু বলার নাই সেলিম ভাই!
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। সত্য বলার মধ্যে তৃপ্টি আছে । আনন্দ আছে। এই যে যুবলীগের নেতা রানা তার সমালোচনা করছি বিচার চাচ্ছি অনেকেই তা পারছেনা।তাদের বিবেক আছে কিন্তু তারা স্বাধীন নয়।স্বাধীনতার আলাদা মজা ।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫
সোহাগ সকাল বলেছেন: খুনীদের বিচার চাই!