নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কারো হাতে স্বজনের ফটো
কারো হাতে স্বজনের নাম;
কারো হাতে শাবল খন্তি
কারো বা গায়ে ঘাম।
কারো চোখ ফেটে পানি আসা,
কারো চোখে রাজ্যের দুরাশা,
ঘোর হতাশা ;
কারো চোখে সুনিশ্চিত প্রিয় হারানোর ভীতি
কারো বা সব হারিয়ে জীবনের প্রায় হয়ে এলো ইতি।
আর অপেক্ষা প্রহর !সীমাহীন অনিশ্চয়তায়; পিতার, মাতার, স্ত্রীর, স্বামীর, সন্তানের,
আত্নীয়ের, প্রতিবেশীর, মানুষের, জীবিতের, আহতের, লাশের অপেক্ষা
চারিদিকে শব্দ ;
টর্চ লাগবে,ছেনি লাগবে
কখনো ভেসে আসে চিৎকার ।
সে কি আকুতি বাঁচিবার !
বাঁচাও!আটকে গেছে হাত,মৃত্যুপুরী থেকে আমায় নিয়ে যাও !
স্বনিয়োজিত উদ্ধারকর্মী কেউ আটকে গেছেন নিজেই ধ্বংস স্তূপে
তার অপেক্ষা কখন মুক্ত হওয়া যাবে
বাঁচাতে এসে নিজেই বিপাকে;
মাছ ব্যবসায়ী অখতার হোসেন দাঁড়িয়ে আছে তরমুজ হাতে
উদ্ধার কর্মীরা বিনামূল্যে তার তরমুজ খেয়ে যাবে সেই অপেক্ষাতে!
হাজার হাজার পায়ের ধূলোয় ঢেকে গেছে যেন সবুজ মাঠের আকাশ!
লাশের গন্ধে ভারী হয়ে গেছে কেমন আজকের সারা বাতাস।
-------------------------------------------------------------------
সবাই ধ্বংস স্তূপে আটকে পড়া এবং সেথান থেকে অসুস্থ অবস্থায় ফিরে আসা মানুষের সাহায্যে এগিয়ে আসুন।সাহায্যের হাত বাড়ান।
-------------------------------------------------------------------
উৎসর্গ -জানা ,মোস্তফা কামাল পলাশ,ত্রিশোনকু,শিপু ভাই,ঘুড্ডির পাইলট স্বপনবাজ
কান্ডারী অথর্ব আমিনুর রহমান,কাল্পনিক ভালোবাসা,তামিম ইবনে আমান,বাংলার হাসান, সবুজ সহ সবাই যারা প্রত্যক্ষভাবে সাভার ট্রাজেডির বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন।
ছবি-নেট
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সেলিম আনোয়ার বলেছেন: এ ধরণের ঘটনা যেন আর না ঘটে।শুভকামনা।মানুষের কষ্টে সবাই যেন ছোটে আসে সাহায্যের হাত বাড়িয়ে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এ দুর্যোগ আর না হোক।
মানুষের নিশ্চিত জীবন হোক।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কবি। মানুষের জীবনের নিরাপত্তা চাই
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
মানুষের জীবনের নিরাপত্তা চাই ।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।সকল মানুষের জীবনের নিরাপত্তা চাই
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Utsorger sobaike salut .
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১
সেলিম আনোয়ার বলেছেন: আমি দশ ডলার সাহায্য দিয়েছিআপনারাও সামর্থ্য অনুযায়ী সাহায্য দিন।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শের শায়রী বলেছেন: চমৎকার লিখেছ কিন্তু আল্লাহ র কাছে বলি এই ধরনের বিষয় নিয়ে যেন আর লিখতে না হয়।
ভাল থাক ভাই
৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভন ভাই কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময়।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬
ফারজানা শিরিন বলেছেন: ভালো থাক ভালো জনেরা ।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০২
সেলিম আনোয়ার বলেছেন: ফারজানা শিরিন ধন্যবাদ শুভকামনা থাকলো
১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
শের শায়রী বলেছেন: চমৎকার লিখেছ কিন্তু আল্লাহ র কাছে বলি এই ধরনের বিষয় নিয়ে যেন আর লিখতে না হয়।
ভাল থাক ভাই
আমিন
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী । ভাল থাকবেন সবসময়।নিরন্তর শুভকামনা।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
সবাই ধ্বংস স্তূপে আটকে পড়া এবং সেথান থেকে অসুস্থ অবস্থায় ফিরে আসা মানুষের সাহায্যে এগিয়ে আসুন।সাহায্যের হাত বাড়ান।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।ছলুন সবাই মিলাই হাত..দুঃখ কষ্ট নিপাত যাক।
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
জুন বলেছেন: কখনো ভেসে আসে চিৎকার ।
সে কি আকুতি বাঁচিবার
আমি মনে হয় সেই আকুল আর্তনাদ এখনো শুনতে পাই।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: হয়ত অনেকদিন এই আর্তনাদ ভেসে আসবে।এই ব্যথা সহজে ভুলার নয়।
সুপ্রিয় ব্লগার আপনাকে অনেক ধন্যবাদ।
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
এরিস বলেছেন: লাশের গন্ধে ভারী হয়ে গেছে কেমন আজকের সারা বাতাস। এমন দিন আর চাইনা।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: সহমত এরিস তবে আমি আশংকিত দোষীদের বিচার না হলেএমন ঘটনার পূনরাবৃত্তি হতে পারে ।
©somewhere in net ltd.
১| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন:
অসাধারণ লিখেছেন।
তবে, এ ধরনের কবিতার পাঠক আর হতে চাই না.........