নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষা

০৮ ই মে, ২০১৩ সকাল ৭:১৯



যে দেশে মানুষ হারিয়ে যায়

অজানা কোন দেশে,

যেখানে শুধু দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে আসে;

যে দেশে মানুষের ক্রন্দন পাথর চাপা পরে

যে দেশে মানুষের দল নির্মম ভাবে মরে

যে দেশে নিষ্পাপ শিশুরা মায়ের আচল খুজে মরে !

যেদেশে শুধু তীব্র চিৎকারে হাহাকার রব ওঠে;

যেদেশে শ্রমিকের দল

পদপিষ্ট হয় প্রভুর নিষ্ঠুর কষাঘাতে।

যে দেশে রাজণীতি মানে শুধু মিথ্যে কথা,

যেখানে খবর মানেই হলুদ সাংবাদিকতা ।

যে দেশে যুদ্ধাপরাধের বিচার চাইলে নাস্তিক অপবাদ জোটে

যেখানে ধারমিকেরা ধর্ম কিতাব পোড়ানোর দায়ে।

যে দেশে রক্ষক কেবলই ভক্ষক

যে দেশে নারীরা ডুকরে কেঁদে ওঠে

পুরুষ বেশি পুশুরা যেখানে তাদের অধিকার লয়ে নিত্য প্রবঞ্চনে।

এভাবে আর কতদিন এই বাংলাদেশে

৫২,৭১,৯০ শেষে এই ২০১৩ তে এসে

আজও এখানে লাশের গন্ধ,বারুদের গন্ধ ক্রন্দন রোল নিত্য ভেসে আসে ।

বাংলার মানুষ এভাবে বল কাঁদবে কতকাল

চোখের অশ্রু ফুরিয়ে এলেও ফুরায়না বিষমকাল।

বিভেদে বিভেদে বাংলার মানুষ থাকলো চিরকাল

সে ই সুযোগে হায়েনার দল চালছে নিঠুর চাল।

তাকিয়ে আছি এ বাংলায় আসবে সুদিন কবে

বাংলামায়ের সন্তানেরা যেদিন সুখের পরশ পাবে।



মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৪৯

এরিস বলেছেন: আমাদের সবার সব অভিযোগ, আক্ষেপ এই একটি মাত্র কবিতা... অনেক ভালো লাগা জানবেন। এমন কবিতা লেখার প্রেক্ষাপট পাল্টে যাক খুব শীঘ্রই। বাঁচতে চাই, বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই।

০৮ ই মে, ২০১৩ সকাল ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

২| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

লাইক বাটন কাজ করছেনা তবে ++++++++++++

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।কান্ডারী ভাল থাকবেন সবসময়।সকাল বেলা ঘুম থেকে উঠে মনটা খুব খারাপ হয়ে যায় সে ই প্রেক্ষাপটে এই কবিতা লিখা

৩| ০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

লাইক বাটন কাজ করছেনা তবে ++++++++++++

০৮ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।ধন্যবাদ।লাইক বাটনের কি হলো?

৪| ০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৫

এরিস বলেছেন: Pc diye na parle mobile diye log in kore like dibo.. Samu k valo lagar kache jitte dibona kichhutei.. X(

০৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। এরিস।আপনার লাইক কে আমি সুপার লাইকের মত স্বাগতম জানালাম।

৫| ০৮ ই মে, ২০১৩ রাত ৮:৪৯

কালোপরী বলেছেন: দুঃখ দুঃখ কবিতা পড়তে ভাল লাগে না

০৮ ই মে, ২০১৩ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: আনন্দ নাই প্রাণে তাই আমি এ দুঃখ গানে।

৬| ০৮ ই মে, ২০১৩ রাত ৯:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:

সত্যি কিছু কথা বললেন ভাই।

কবিতায় ++++++++++++++

২য় ভালোলাগা রেখে গেলাম।

০৮ ই মে, ২০১৩ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: কবি কেমন আছেন। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

৭| ০৯ ই মে, ২০১৩ রাত ৩:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: আছি ভাল ভাই।

আপনি কেমন আছেন??

১০ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: আমিও ভালআছি কবি। অনেক হতাশা থেকে কবিতাটি লিখেছি।শেষে ভালর প্রতীক্ষায় শেষ করেছি

৮| ১০ ই মে, ২০১৩ সকাল ৮:৫৮

জুন বলেছেন: বাংলার মানুষ সারাজীবন কাদবে বলেই আমার বিশ্বাস সেলিম আনোয়ার। কারন আমাদের সে রকম স্টেটসম্যান অর্থাৎ লিডার ইহজীবনে আসার কোন লক্ষন নেই।আমরা এক অভিশপ্ত জাতি ইদানীং আমার মনে হয়।
অনেক দুঃখের সাথেই কথাগুলো বল্লাম ।
+

১০ ই মে, ২০১৩ সকাল ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত । বাংলার মানুসএমনটাই ।তাই তারা পরিবর্তনের পক্ষে ভোট দেয়।কারণএতে কিচুটা হলেও সস্তি মেলে ।ক্ষমতার পালা বদল হয়। জনগন সরকার পরিবর্তনের ক্ষমতাউপভোগ করেআর কিছু পরিবর্তন হয় না।নতুন বোতল পুরাণ মদ।

৯| ১০ ই মে, ২০১৩ দুপুর ২:১১

ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতায় ভাল লাগা!

সমৃদ্ধির স্বপ্নে ++++++++++

১০ ই মে, ২০১৩ দুপুর ২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৩৬

মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: সুখের পরশ পাবার অপেক্ষায় থাকলাম --- সুন্দর ভাবনা আর লেখার জন্য ধন্যবাদ +++++

১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবি অনেকদিন পর আমার ব্লগে।সুস্বাগতম।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করা জন্য। ভাল থাকবেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.