নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রাণের দাবী একই দাবী

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯



ছবি-নেট

এ আমার প্রাণের দাবী

একার দাবী দশের দাবী

দেশের দাবী সবার দাবী

আকাশের দাবী বাতাসের দাবী

প্রাণের দাবী প্রাণের দাবী

রাজাকারের দল কোথায় যাবি?

একই দাবী একই দাবী

ফাঁসির মঞ্চে যাবিই যাবি?







হায়েনার দল আমাদের এ ছাপ্পান্ন হাজার বর্গমাইল

স্বদেশ মাতৃকা পবিত্র জন্মভূমি

তার প্রতিটি ইঞ্চি ক্ষত বিক্ষত করেছিস তুই রাজাকার খুনি।



রক্ত পিপাসু ড্রাকুলার মতন

রক্তের বান তুলেছিস ;

সেই রক্তের ঋণ শোধের সময় এসেছে আবার

একে একে সকল পাপীষ্ঠ রাজাকার

ফাঁসির কাষ্ঠে ঝুলবি

তুলবি পটল তুলবি ;



আমার প্রাণে লাগলো নাচন

দেশবাসীর মনে সুখের কাঁপন

অবশেষে তুই ঝুলবি;

ফাঁসির কাষ্ঠেই ঝুলবি ।





ক তে কামরুজ্জামান

তুই রাজাকার তুই রাজাকার

ঝুলবি এবার ঝুলবি

ফাঁসির কাষ্ঠে ঝুলবি।

প্রাণের দাবী একই দাবী

কামরুজ্জামান তু্ই ফাঁসির কাষ্ঠে ঝুলবি।



----------------------------------------------------

উৎসর্গ :

স্বধীনতার চেতনা ধারণ কারী বাংলার জনতা।সকল ব্লগার অনলাইন রাজপথ কাপানো তরুণের দল।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৫০

রহস্যময়ী কন্যা বলেছেন: +++++++++++ ভাইয়া

০৯ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক অনেক অনেক ধন্যবাদ্ আর নিরন্তর শুভকামনা।

২| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন:
শকুনের দল তোরা এদেশে গনহত্যা করেছিস
দেশমাতাকে অপমান করেছিস !

আমার ভাইয়ের ঢেলে দেয়া রক্ত বৃথা যেতে পারে না
শত মায়ের ক্রন্দন বিফল হতে দেব না ।

৩| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:১০

জুন বলেছেন: আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না
একমত
+

১০ ই মে, ২০১৩ সকাল ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সকল ঘৃণিত কর্মের শাস্তি পেতে হয়।সাভার ট্রাজেডিও গনহত্যা। ৫-৬ মে যা হলো স্বৈরাচারএরশাদ কেও এখন ভালই মনে হচ্ছে। সকল অমঙ্গল দূরীভূত হোক। জনতারউপর দুঃশাসন বন্ধ হোক ।

৪| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যুদ্ধাপরাধীদের শাস্তি নিশ্চিত হোক।

১০ ই মে, ২০১৩ বিকাল ৩:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কমেন্টে ধন্যবাদ কবি।

৫| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:২৩

প্রীতম ব্লগ বলেছেন: রাজাকারবাদ, নাস্তিক্যবাদ ও মৌলবাদ নিপাত যাক।

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।সহমত।সহমত্ কমেন্টে ধন্যবাদ।

৬| ১০ ই মে, ২০১৩ বিকাল ৫:২৯

চলতি নিয়ম বলেছেন: ক তে কামরুজ্জামান
তুই রাজাকার তুই রাজাকার
ঝুলবি এবার ঝুলবি
ফাঁসির কাষ্ঠে ঝুলবি।
প্রাণের দাবী একই দাবী
কামরুজ্জামান তু্ই ফাঁসির কাষ্ঠে ঝুলবি।

+++

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত ।কবিতা পাঠে ধন্যবাদ।ভাল থাকবেন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.