নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ংবদা হয়ত তুমি

০৯ ই মে, ২০১৩ রাত ৯:২২



ছবি নেট







প্রিয়ংবদা হয়ত তুমি এই মুহুর্তে দূর আকাশে উড়ছ

আমার থেকে অনেক দূরে হওয়ায় হাওয়ায় ভাসছ।



তোমার এই চলে যাওয়া চির প্রস্থান নয়তো?

আবার তুমি আসবে ফিরে আমার কাছেই হয়তো ।



যাচ্ছ দূরে সঙ্গী করে কাছের অতি সেই তো

যদিও আমি অনেক দূরে তবু তোমার মনেই রই তো !



আবার তুমি আসবে ফিরে ভাবছি বসে তাইতো,

তোমার প্রেমেই সিক্ত হব হয়তো কভু হয়তো।



আবার আমি বোকার মতন করব কিছু হয়তো

সেটি ভেবে প্রাণ খোলা হাসি হাসবে আবার তাইতো।



ভাসছ হাওয়ায় ভাসছ

স্বপ্নপুরীর অন্যলোকে ভীরু মনে চলছ।



তুমি একা তিনিও একা আমিও একা বড্ড

আমার ফেলে গেলে কি চলে করতে আমায় জব্দ?



প্রিয়ংবদা তুমিহীনা এখন আমি আছি ভীষণ কষ্টে

এত ব্যথা কেন লিখা আমার এ অদৃষ্টে ?



যেখানেই যাও যেখানেই থাক; থাকো পরম সুখে

তোমার সুখ ই চাইবো আমি থাকি না যতই দুখে!



প্রিয়ংবদা বাহিরপানে যাচ্ছ। ভাসছ হাওয়ায় ভাসছ

যতদূরেই যাওনা তুমি মোর হৃদয়পানেই থাকছ।



------------------------------------------

উৎসর্গ :- আমার অতি প্রিয় একজন ।তার শুভযাত্রা কামনায়

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগা কবিতার ফসল
হে কবি
আবার কি দূর হবে সামুর ব্যঙ্গ ছবি

০৯ ই মে, ২০১৩ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: জানি না হবে কিনা
হতেও তো পারে দেখি না হয় কিনা।

২| ০৯ ই মে, ২০১৩ রাত ৯:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

চলে যাওয়া মানেই ফিরে আসাকে উদযাপনের উপলক্ষ্য সৃষ্টি।
কবিতায় ভালোলাগা।।

০৯ ই মে, ২০১৩ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কবি ।আগমনী উদযাপনের অপেক্ষায়

৩| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:০৩

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

০৯ ই মে, ২০১৩ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো

৪| ০৯ ই মে, ২০১৩ রাত ১০:৪৫

রহস্যময়ী কন্যা বলেছেন: ছবিটা অনেক বেশি সুন্দর
কবিতায় ভালোলাগা

০৯ ই মে, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ০৯ ই মে, ২০১৩ রাত ১১:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++

১০ ই মে, ২০১৩ সকাল ৭:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা থাকলো।

৬| ১০ ই মে, ২০১৩ রাত ১২:০০

এরিস বলেছেন: বাব্বাহ। অনেক ভালবাসে কবি...! :) আনোয়ার ভাই, পিকচার সোর্সের নিচে আরও একটু গ্যাপ করে তারপর কবিতাটা দিন। ছবি, ছবির সোর্স এবং কবিতার শুরুটা একসাথে। কমার্শিয়াল লাগছে কেমন যেন। অধিকার খাটিয়ে বলে ফেললাম। ক্ষমা করবেন। :) কবিতায় +++++।

১০ ই মে, ২০১৩ সকাল ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আর একটু গ্যাপ দেয়া হলো।

৭| ১০ ই মে, ২০১৩ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয়ংবদা হয়ত তুমি এই মুহুর্তে দূর আকাশে উড়ছ
আমার থেকে অনেক দূরে হওয়ায় হাওয়ায় ভাসছ।

তোমার এই চলে যাওয়া চির প্রস্থান নয়তো?
আবার তুমি আসবে ফিরে আমার কাছেই হয়তো ।


বেশ সুন্দর!!!


সুন্দর আরেকটি কবিতায় অনেক অনেক ভাললাগা জানবেন কবি।



কবিতায় ++++++++++++++++++++

১০ ই মে, ২০১৩ সকাল ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কবি অনেক ধন্যবাদ।ভাল থাকবেন সবসময় এ ই কামনা থাকলো ।

৮| ১০ ই মে, ২০১৩ সকাল ৯:১২

জুন বলেছেন: সুন্দর কবিতা নামটিও সুন্দর।

যেখানেই যাও যেখানেই থাক; থাকো পরম সুখে
তোমার সুখ ই চাইবো আমি থাকি না যতই দুখে!


আপনার অতি প্রিয় একজনের শুভযাত্রায় আমারও শুভেচ্ছা রইলো ।

১০ ই মে, ২০১৩ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সু প্রিয় ব্লগার কমেন্টে আর শুভকামনায় ধন্যবাদ ।আপনিও ভালো থাকুন সবসময়।এই শুভকামনা থাকলো ।

৯| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:০৩

আহসান জামান বলেছেন:
পাঠ্যসুখ, ভালো থাকবেন।

১০ ই মে, ২০১৩ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ পাঠে ও কমেন্টে। আর নিরন্তর শুভকামনা।

১০| ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৩১

নীল-দর্পণ বলেছেন: যেখানেই যাও যেখানেই থাক; থাকো পরম সুখে
তোমার সুখ ই চাইবো আমি থাকি না যতই দুখে!

+ :)

১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো সুপ্রিয় ব্লগার ।

১১| ১০ ই মে, ২০১৩ রাত ৮:২৬

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল

১০ ই মে, ২০১৩ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

১২| ১০ ই মে, ২০১৩ রাত ১০:০৩

বৃতি বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা থাকল ।

১০ ই মে, ২০১৩ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

১৩| ১০ ই মে, ২০১৩ রাত ১০:৫৪

সায়েম মুন বলেছেন: কে সেই জন জাতি জানতে চায়।

১০ ই মে, ২০১৩ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: পরীকূলের রানী সে যে পরীর দেশে বাস
সে ই জনের নাম বলতে মানা জানালে তা হবে সর্বনাশ।


কবি কমেন্টে ধন্যবাদ

১৪| ১১ ই মে, ২০১৩ রাত ১:৫৬

স্বপনবাজ বলেছেন: আপনার প্রিয়জনের জন্য একরাশ শুভকামনা উপহার দিলাম !
লিখায় ভালোলাগা !

১১ ই মে, ২০১৩ সকাল ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি কবিতা পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকল।। ভাল থাকবেন সবসময়।

১৫| ১১ ই মে, ২০১৩ রাত ২:০১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কবিতা ভালো লাগলো । দেরীতে করে পড়ার জন্য দুঃখিত ।

১১ ই মে, ২০১৩ সকাল ৮:০৫

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে্ ।মন্ত্রী মহোদয়।নতুন কোন কিছু লিখলে তাড়াতাড়ি পড়বেন। কবিতা পাঠে ধন্যবাদ।অন্যমন্ত্রীদের মত আপনার যাতে মাথা খারাপ না হয় এ ই শুভকামনা থাকলো । :)

১৬| ১১ ই মে, ২০১৩ সকাল ৮:৩৭

লাবনী আক্তার বলেছেন: যতদূরেই যাওনা তুমি মোর হৃদয়পানেই থাকছ।


ভাল লাগল।

১১ ই মে, ২০১৩ সকাল ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ

১৭| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
নাহ দূরে যেতে নেই

১২ ই মে, ২০১৩ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: দূরে যেতে নেই তবু চলে যায়
বিষন্ন এ হৃদয় ভরা বেদনায়।
সুখের পেয়ালা হেরী
তব এ জ্বালা সইতে নাহি পারি।

কমেন্টে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.