নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মা

১২ ই মে, ২০১৩ সকাল ১১:০৯



ছবি-নেট





মায়ের আঁচল মধুর অতি

মায়ের কোলে কত স্মৃতি

মায়ের বোলে পরম প্রীতি

মায়ের কাছে নাই যে ভীতি।





মায়ের চরণতলে বেহেশত খুঁজে পাই

মায়ের বকুনিতে মধুমাখা তাই।

আকাশ বাতাস চন্দ্র তারায়

মায়ের তুল্য নাই কিছু নাই।





মায়ের পবিত্র মুখে স্রষ্টা তুমি আছ মিশে

মায়ের বুকের দুধের মাঝে ,স্রষ্টা তোমায় পেয়েছি খোঁজে।



মায়ের গর্ভই প্রথম নিবাস সবার

মাকেই ভাবি তাই পৃথিবী আমার।



শ্রদ্ধা ভরে স্মরি তোমায় মমতাময়ী মা;

মাগো আমার মা;

এই ভূবনে কারো সাথেই হয় না যে তাই তোমার তুলনা।

-----------------------------------------------------

উৎসর্গ: বিশ্বমাতৃ দিবসে পরম শ্রদ্ধেয় সকল মা কে।



মন্তব্য ৬৭ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:১৪

এহসান সাবির বলেছেন: ১ম ভালো লাগা রইলো

১২ ই মে, ২০১৩ সকাল ১১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।

২| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন: ২ য় ভালো লাগা রইল

১২ ই মে, ২০১৩ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ। শুভকামনা রইলো।মাতৃদিবসে মায়ের প্রতি পরম শ্রদ্ধা থাকলো ।

৩| ১২ ই মে, ২০১৩ সকাল ১১:২৮

রহস্যময়ী কন্যা বলেছেন: কবিটায় ভালোলাগা এবং ++++++++++++

১২ ই মে, ২০১৩ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা রইলো।

৪| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:১১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর

মা

মা নামটিতেই যেন দুনিয়ার সব মধু, সব সুখ

১২ ই মে, ২০১৩ দুপুর ১২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত । মায়ের তুলনা নাই্ । মা সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দেন। ঝড় ঝঞ্ঝাটের পরোয়া করেন না।

৫| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:০১

বাংলাদেশী দালাল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।

আর পোস্টে ভাল লাগা। ++++

১২ ই মে, ২০১৩ দুপুর ১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আগের কমেন্টের কিছুই বুঝলাম না। মা নিয়ে কবিতায় কেমন কমেন্ট হলো। যাই হোক কমেন্টে ধন্যবাদ।

৬| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৪৬

আদনান মাননান বলেছেন: Click This Link

১২ ই মে, ২০১৩ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ক্লিক করেছি। কমেন্টে ধন্যবাদ।

৭| ১২ ই মে, ২০১৩ দুপুর ১:৫৪

এরিস বলেছেন: মায়ের জন্যে ভালবাসা সবার উপরে। মাকে চাই। প্রিয় কবির কবিতায় ভালোলাগা রেখে গেলাম।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। শুভকামনা থাকলো। মাকে নিয়ে কবিতা তাই বাচপান মার্কা করেই লিখলাম। মায়ের কাছে শিশু শিশুই ।

৮| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: মা দিবসে মাতৃ স্বাস্থ্য ,নিরাপত্তা মাতৃ সেবা সহ সকল মাতৃ অধিকার নিশ্চিৎ করার দাবী জানাই

৯| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪২

অনীনদিতা বলেছেন: মায়ের জন্যে ভালবাসা সবার উপরে। ভালো লাগা রইলো :)

১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।শুভকামনা থাকলো নিরন্তর্ । নি সন্দেহে সবার ওপরে মা।
ধর্মে ও বলে ধর্মহীনে ও বলে।

১০| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: মধুর আমার মায়ের হাসি
জগত মাঝে তাই
এমন মায়ের মমতা ছবি
আর যে কোথাও নাই

১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সহমত সুপ্রিয় ব্লগার। সবার উপর মায়ের মর্যাদা প্রতিষ্ঠিত হোক ।

১১| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৫

মৃন্ময় বলেছেন: কবিতায় ভালোবাসাময় ভালোলাগা রেখে গেলাম,
পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক....।

১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সহমত।

আমার জননী
সবার চেয়ে দামী ।

১২| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৫

পাকাচুল বলেছেন: আমরা তো আর কবিতা লিখতে পারি না, তাই মায়ের জন্য কিছু একটা উপহার নিয়ে যাবো ভাবছি।

''নিরাপদ মার্তৃত্ব নিশ্চিত করতে হবে''-- মা দিবসের এটাও একটা অঙ্গীকার হতে হবে।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সহমত সুপ্রিয় ব্লগার। নিরাপদ মাতৃত্ব চাই। ভাল থাকবেন সবসময় । এই শুভকামনা থাকলো্

১৩| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:১৮

পাকাচুল বলেছেন: পোস্টে প্লাস।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। সুপ্রিয় ব্লগার ।

১৪| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪

বাংলাদেশী দালাল বলেছেন:
আগের কমেন্ট টা ভুলে ক্রস পোস্ট হইছিলো ভাই।

ভুলের জন্য দুঃখিত।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কাউকে ওভাবে বলতে নেই। তাহলে অন্যরাও মুখ খারাপ করবে।ব্লগার দেশের শ্রেষ্ঠ সন্তান ।তাদের অনেক শ্রদ্ধার চোখে দেখতে হবে। কে উ ভুল করলে তাকে সুন্দর ভাবে বলেন বুঝবে ।তা না হলে বিদ্রোহ করে বসবে।

আপনার প্রতি নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৬

আমিভূত বলেছেন: শ্রদ্ধা ভরে স্মরি তোমায় মমতাময়ী মা;
মাগো আমার মা;
এই ভূবনে কারো সাথেই হয় না যে তাই তোমার তুলনা।

লেখায় ভালোলাগা । আল্লাহ্‌ আমাদের সবার মায়েদের ভালো রাখুন ।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আমিন।
মায়ের ভালবাসায় শিক্ত হয়নি এমন কেউ নেই।

মা অতুলনীয়।তিনি সন্তানের কাছে কিছু চান না্ ।

কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

১৬| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৪২

বাংলাদেশী দালাল বলেছেন:
সমঝোতার খোঁচা খুচি ছিল সেলিম ভাই সিরিয়াস কিছু না।

আপনার মূল্যবান প্রতি-মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ।আমি চাই সব ব্লগার সৌহার্দ্য পূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করবে।এবং এ থেকে অন্যরা শিক্ষা নিবে। এবং এমন একদিন আসবে যেদিন একজন নন ব্লগারও নিজেকে ব্লগার পরিচয়ে পরিচিত করতে চাবে।

নিরন্তর শুভকামনা থাকলো ।

১৭| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

নীল-দর্পণ বলেছেন: মিষ্টি কবিতা :)

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।সুপ্রিয় ব্লগার নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ১২ ই মে, ২০১৩ রাত ৮:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ সুন্দর লিখেছেন ।

১২ ই মে, ২০১৩ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৯| ১২ ই মে, ২০১৩ রাত ৯:১৪

রোকেয়া ইসলাম বলেছেন: মায়ের চরণতলে বেহেশত খুঁজে পাই
মায়ের বকুনিতে মধুমাখা তাই।
আকাশ বাতাস চন্দ্র তারায়
মায়ের তুল্য নাই কিছু নাই।

সত্যি অসাধারন.........
অনেক অনেক সুন্দর হইছে কবি। অবশ্য আপনার সব লেখাই অনেক ভাল তবে মাকে নিয়ে লেখা এই কবিতা অন্য রকম সুন্দর। তাই প্রিয়তে নিলাম।
মা দিবসে সবার মায়ের প্রতি রইল আমার হজার সালাম।

১২ ই মে, ২০১৩ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। সারাবিশ্বে মায়ের অধিকার প্রতিষ্ঠিত হোক। নিরন্তর শুভকামনা থাকলো ।

২০| ১২ ই মে, ২০১৩ রাত ৯:১৯

একজন আরমান বলেছেন:
সকল মায়েদের জন্য শুভকামনা।। :)

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকল ।

২১| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩১

বনলতা মুনিয়া বলেছেন: মায়ের গর্ভই প্রথম নিবাস সবার
মাকেই ভাবি তাই পৃথিবী আমার।

শ্রদ্ধা ভরে স্মরি তোমায় মমতাময়ী মা;
মাগো আমার মা;
এই ভূবনে কারো সাথেই হয় না যে তাই তোমার তুলনা।
:) :)

দারুন লিখেছেন :)

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২২| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: বিশেষ দিনের বিশেষ কবিতা। খুব ভালো লাগল।

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো সুপ্রিয় ব্লগার ।

২৩| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ইশ্বরের দয়ায় বিশ্বাস রাখি,
পৃথিবীতে মমতাময়ী মা কে পেয়েছি বলে।
নিঃস্বার্থ ভালোবাসা শব্দটি পৃথিবিতে আছেও এই মায়ের কারনে।
পৃথিবীর সকল মায়ের জন্য শুভকামনা।
মায়েরা ভালো থাকুক।

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ কবি।নিরন্তর শুভকামনা থাকলো ।

২৪| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: বিশেষ দিনের বিশেষ কবিতা। খুব ভালো লাগল।

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ।সুপ্রিয় ব্লগার নিরন্তর শুভকামনা থাকলো ।

২৫| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৬

নিয়েল হিমু বলেছেন:
মায়ের কাছে নাই যে ভীতি।

ভাল লাগা জানবেন ++++

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার অনেক দিন পরআমার ব্লগে।সুস্বাগতম । ভাল থাকবেন নিরন্তর ।ধন্যবাদ।

২৬| ১২ ই মে, ২০১৩ রাত ৯:৫০

সোহাগ সকাল বলেছেন: আগের মতই ভালো লিখেছেন।

১২ ই মে, ২০১৩ রাত ১০:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময় ।

২৭| ১২ ই মে, ২০১৩ রাত ১১:৪৬

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

১৩ ই মে, ২০১৩ ভোর ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।ভাল থাকবেন সবসময়।

২৮| ১৩ ই মে, ২০১৩ রাত ১:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
সকলের মা বেচে থাকুক ভালোবাসায়।

দারুণ কবিতা।
১৬তম ভাললাগা রইলো কবি।

১৩ ই মে, ২০১৩ ভোর ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কবি,কবিতা পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।ভাল থাকবেন সবসময় ।

২৯| ১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: মাকে নিয়ে সুন্দর কবিতা

১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ। শুভকামনা থাকলো ।

৩০| ১৩ ই মে, ২০১৩ দুপুর ১২:২৪

সায়েম মুন বলেছেন: অনেক ভাল লাগলো কবি।

১৩ ই মে, ২০১৩ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি কেমন আছেন? কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৩১| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯

মাগুর বলেছেন: শ্রদ্ধা ভরে স্মরি তোমায় মমতাময়ী মা;
মাগো আমার মা;
এই ভূবনে কারো সাথেই হয় না যে তাই তোমার তুলনা।

অসাধারণ লিখেছেন ভাই।
+++++++++

১৩ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৩২| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:৩৬

জুন বলেছেন: আমার কিশোরী বয়সে আমার মা ক্যান্সারে মারা যান। এজন্য এ বিষয়ক কোন লেখা আমি পড়তে চাই না সেলিম।
+

১৪ ই মে, ২০১৩ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।আপনি দীর্ঘজীবন লাভ করুন। আমাদেরকে মাতৃস্নেহ বিলিয়ে যাবেন সবসময়। নিরন্তর শুভকামনা থাকলো আপনাকে।

৩৩| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৫০

মোঃ নুর রায়হান বলেছেন: ভালো লেগেছে।

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৩৪| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:১৯

লীলা চক্রব্ত্তী বলেছেন: "তোমার গর্ভেই প্রথম নিবাস " অপূর্ব কথা। বিশ্ব্ব-মাতৃ দিবসে স্মরণ যোগ্য একটি উক্তি। ভাল লাগল।

৩৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩২

রুদ্র জাহেদ বলেছেন:
শ্রদ্ধা ভরে স্মরি তোমায় মমতাময়ী মা;
মাগো আমার মা;
এই ভূবনে কারো সাথেই হয় না যে তাই তোমার তুলনা।

মাকে নিয়ে দারুণ কবিতা।অনেক অনেক ভালো লাগা রইল প্রিয় কবি-ব্লগার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.