নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসো

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:১৩







মানুষে মানুষে কেন এত ভেদাভেদ ?

কেন এত বিভাজন?

কেন তারা সব মারমুখী আজ ই

কেনইবা এ রণাঙ্গন।



কেনই বা আজই শত্রু শত্রু খেলা

মানুষে মানুষে প্রেম প্রীতি নাই আছে শুধু অবহেলা ।



নিজেরে ভাবি মানুষ যদি

অন্যেরে ভাবি কি?

তারাও মানুষ রক্তে মাংসে

কভু কি ভেবেছি?



স্রষ্টা যদি রুষ্ট হয়ে পাঠায় মহাসেন

তবেই শুধু মানবতা জাগে দুঃখ মনে ক্যান ?



মানবেরে সৃজিছে শ্রেষ্ঠ করে স্রষ্টা সে সুমহান

মানুষের দল ভালবাস তাই মানবেরে সপে দিয়ে মন প্রাণ।



মানুষে মানুষে ভালবাসা চাই বন্ধুত্ব চাই সম্পর্ক চাই ,চাই সুখের নীড়

মানব জনম তবেই ধন্য স্বার্থক যুধীষ্ঠির ।



হানাহানি আর যুদ্ধ খেলায় জিতে না কোন জন,

মানব মৃত্যু মানব হত ডেকে আনে যেন বিভীষিকা প্রলয় ক্ষণ ।



শুন এ আহবান;

মানুষ হয়ে মানুষেরে বেসে ভাল হও পূণ্যবান।

তাই বলি ভালবসো শুধু ভালবাসো সপে দিয়ে মন প্রাণ

মানুষে মানুষে বিভেদ মিটিয়ে গেয়ে ওঠ ঐক্য তান।

------------------------------------

উৎসর্গ-সামুর সকল ব্লগার ও সুহৃদ সানিয়া আক্তার



ছবি- নেট

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১:২৫

নিয়েল হিমু বলেছেন: শুধুই ভাল লাগা জানিয়ে গেলাম । আর কিছু বলার নাই ।

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার।১ম কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

উৎসর্গ পত্রে এই সানিয়া আক্তার কে জাতি জানতে চায়

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: একজন মানুষ।যিনি আমাকে দৈনিক ৫ টি করে কবিতা পোস্ট করা অনুরোধ করেছে।সুদুর লন্ডণ থেকে ।আমার অজানা সেই বন্ধুকে তাই এই উৎসর্গ দিনে ৫ টা পোস্ট করা তো সম্ভব নয় আশা করি তিনি বুঝবেন । :)

৩| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৪০

রহস্যময়ী কন্যা বলেছেন: সানিয়া আক্তার কিডা????????

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: একজন মানুষ হিসেবেই জানি।

৪| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৪২

স্বপনবাজ বলেছেন: মনের আশা পুর্ন হোক

১৪ ই মে, ২০১৩ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনায়। সামুর অনর্থক ক্যাচাল বন্ধ হোক। সবার মধ্যে মিল হয়ে যাক্ ।

৫| ১৪ ই মে, ২০১৩ দুপুর ২:৫০

মৃন্ময় বলেছেন: উৎসর্গ-সামুর সকল ব্লগার ও সুহৃদ সানিয়া আক্তার

হ্যার মইধ্যে আমিও আছি তাই খুশি লাগতেছে।

কবিত্য় ভালোলাগা........

ভালো থাকুন কবি।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:০৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: চমৎকার , ভালো লাগলো ।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মন্ত্রী সাহেব । আমার পোস্টে সামু মনেহয় লাইক বাটন ইনএকটিভ করে দিয়েছে।শুভকামনা থাকলো নিরন্তর।

৭| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:২৮

এরিস বলেছেন: নিজেরে ভাবি মানুষ যদি
অন্যেরে ভাবি কি?
তারাও মানুষ রক্তে মাংসে
কভু কি ভেবেছি?
ভালোলাগা রেখে গেলাম।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। ব্যতিক্রমী ভালবাসা নিয়ে কবিতা লিখেছে।শান্তিপ্রিয় সকল ব্লগার কমেন্ট করার কথা ।

৮| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাললাগলো কবি।


++++++


উৎসর্গ করাতে ধন্যবাদ।
:)

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনাকেও ধন্যবাদ ভাল থাকবেন সবসময় ।

৯| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৮

সোনালী ডানার চিল বলেছেন:
বেশ ভালো লাগলো কবি।
কবিতায় ++++++
আমরা সবাই সুদিনের প্রত্যাশী.................

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ।সুদিন আসুক ।শুবকামনা থাকলো ।

১০| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৩

আমি বাঁধনহারা বলেছেন:




খুব ভালো লাগলো:+++++++++++

হারিয়ে যাক সব দুঃখ-বিরহ আর ক্রন্দন
মানুষে মানুষে তৈরী হোক মৈত্রীর বন্ধন।।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বাধনহারা ভাই..নিরন্তর শুভকামনা থাকলো ।




ভালো থাকবেন
আর মনে রাখবেন!!!!

১১| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো, কবি।

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কবি কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মেহেদী হাসান মানিক বলেছেন: কবিতায় ভাল লাগা

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০

সেলিম আনোয়ার বলেছেন: কাব ধন্যবাদ শুভকামনা থাকলো ।

১৩| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

বনলতা মুনিয়া বলেছেন: ভালো লাগলো

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ শুভকামনা ।

১৪| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:০০

সায়েম মুন বলেছেন: কিছুটা পুরাতন সুগন্ধমাখা। ভাল লাগলো।
সকল ব্লগার কে চিনলাম কিন্তু সানিয়া আক্তারকে তো চিনলাম না।

১৪ ই মে, ২০১৩ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: কবি আমিও চিনি নাই....কবিতাপাঠে নিরন্তর শুভকামনা । ভাল থাকবেন সবসময়।

১৫| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:২৫

জুন বলেছেন: নিজেরে ভাবি মানুষ যদি
অন্যেরে ভাবি কি?
তারাও মানুষ রক্তে মাংসে
কভু কি ভেবেছি?


ভাললাগলো লাইন কটা সেলিম ।ভালো উপলব্ধি ।
+

১৪ ই মে, ২০১৩ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো।

ভালো উপলব্ধি সবার হলেই হয়।

১৬| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।

১৪ ই মে, ২০১৩ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ভাললাগায় ধন্যবাদ।কমেন্টেও।ভাল থাকবেন সবসময়। নিরন্তর শুভকামনা থাকলো। :)

১৭| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৭

রুপম শাহরিয়ার বলেছেন: সকালে ঘুম থেকে উঠেই এমন কবিতা পড়তে কার না ভালো লাগে?
ভালো লাগল কবিতাটি পড়ে।

১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ কমেন্টে ।কবিতা ভাললেগেছে বলে ভাল লাগলো ।আসলে কবিতাটি সকল ব্লগার দের উ্দ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।সেই মোতাবেক অনেকেরই পাঠ ও কমেন্ট করার কথা কিন্তু সেরকমটি হয়নি।

নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: পাকনামি করতে চাই না তবে

স্রষ্টা যদি রুষ্ট হয়ে পাঠায় মহাসেন
তবেই শুধু মানবতা জাগে দুঃখ মনে কেন্ ?


এখানে কেন না লিখে ক্যান লিখলে মনে হয় আরেকটু ভালো লাগবে । :)

১৫ ই মে, ২০১৩ রাত ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আপনার কথার অমর্যাদা কেমনে করি? কেন্ কে ক্যান বানিয়ে দিলাম ।

১৯| ১৫ ই মে, ২০১৩ রাত ১১:০০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল +

১৬ ই মে, ২০১৩ ভোর ৬:৫২

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো।

২০| ১৬ ই মে, ২০১৩ সকাল ৯:২৫

রোকেয়া ইসলাম বলেছেন: মানুষে মানুষে ভালবাসা চাই বন্ধুত্ব চাই সম্পর্ক চাই ,চাই সুখের নীড়
মানব জনম তবেই ধন্য স্বার্থক যুধীষ্ঠির ।
অনেক সুন্দর কথামালা......
ভালো লাগা জানিয়ে গেলাম।

২১| ১৮ ই মে, ২০১৩ সকাল ১১:০৬

shfikul বলেছেন: ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.