নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার আগমনে

১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৪





অনেকদিন পর তুমি এলে

মনটা নির্মল আনন্দে ভরে উঠল

ভাললাগলো যেনে তাই মনে রেখেছে আমায়

হয়তোবা কাব্যছ্ছলে তোমাকে ডাকবো না আর

পাছে দুর্নাম রটে যায় ;

পাছে ভালবেসে ফেলি আবার,

আবার ফেলি নিছক বিড়ম্বণায়।





মানুষ এখন অবজ্ঞা ডরে না

ভয় ডর সব বাস করে নিবিড় প্রেমে নিখাদ ভালবাসায় ;



ভালবাসার ঐশ্বর্য কাঙালেরা সইবে কি করে!

কবিতার সৌন্দর্য পাষানীর মনে ভাল লাগবে কেমন করে?

আজ সব পাষানী আর কাঙালীর মিলন মেলায় তোমাকে দেখে চমকে উঠি!

আর জেনে রেখো এই কথাটি আমি এখনো নিত্য কবিতার পিছু ছুটি।



তুমি কবি কবিতা ভালবাসা সব পেয়েছিলে

ধারণ করতে পারনি নিস্ব হয়েছো,

বিনিময়ে কি পেয়েছো ?

পাছে লোকে কিছু বলের কবল থেকে রক্ষা

আর প্রেম হীনার তকমা।





তারপরও ভাললাগা তোমার আগমনে

তারপরও সুখ তোমার স্মৃতি মন্থনে।

-------------------------------------------------------------

উৎসর্গ নান্দনিক অভিনেতা মরহুম হুমায়ূন ফরীদি আর যার আগমনে লিখলাম।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭

আসাদুজ্জামান আসাদ বলেছেন: ধন্যবাদ ভালো লাগবো।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ। শুভকামনা থাকলো ।

২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫২

অনির্বাণ রায়। বলেছেন: ভালো লাগলো

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে নিরন্তর শুভকামনা থাকলো ।

৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩

স্বপনবাজ বলেছেন: সুন্দর!

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাঠে ধন্যবাদ কবি। কমেন্টে শুভকামনা নিরন্তর।

৪| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮

রুপম শাহরিয়ার বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৮

রাইসুল সাগর বলেছেন: বাহ। ভালো ভালোতো কবিতাটা। শুভকামনা জানিবেন সব সময়।

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০১

রোকেয়া ইসলাম বলেছেন: দারুন......... এক কথায় অপূর্ব।
খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা কবিতা ।

ভাল থাকবেন .....শুভকামনা রইলো

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কেমন আছেন?নিরন্তর শুভকামনা ।

৭| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
মরহুম হুমায়ূন ফরীদি আত্মার মাগফেরাত কামনা করি

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: হুমায়ূন ফরীদির জন্মদিন ২৯ মে ।পরবর্তী সকল কবিতা শুধু তার জন্যউৎসর্গ করা হবে ।

৮| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

বাংলাদেশী দালাল বলেছেন: হয়তোবা কাব্যছ্ছলে তোমাকে ডাকবো না আর
পাছে দুর্নাম রটে যায়


সেলিম ভাই!
কিসের যেন গন্ধ পাই।

++++

১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কিসের গন্ধ? প্রেম প্রেম?
কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৯| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

মামুন রশিদ বলেছেন: হুমায়ুন ফরিদীর জন্য শ্রদ্ধা ।



কিন্তু কার আগমনে লিখলেন খোলাসা করলে জাতি বিশাল টেনশান থেকে রক্ষা পাইতো ।

১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: খোলাসা না করি ।পরীর দেশের রজকন্যা হবেন ।

১০| ১৯ শে মে, ২০১৩ রাত ৮:৩০

আমিভূত বলেছেন: হয়তোবা কাব্যছ্ছলে তোমাকে ডাকবো না আর
পাছে দুর্নাম রটে যায় ;
পাছে ভালবেসে ফেলি আবার,
আবার ফেলি নিছক বিড়ম্বণায়।

কবিতায় ভালো লাগা :)

১৯ শে মে, ২০১৩ রাত ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:১০

অনীনদিতা বলেছেন: অনেক সুন্দর একটা কবিতা ।

ভাল থাকবেন .....শুভকামনা রইল।

১৯ শে মে, ২০১৩ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' অনেকদিন পর তুমি এলে
মনটা নির্মল আনন্দে ভরে উঠল ''
ভাই আমাকে কিছু বললেন ?
আসলেই অনেক দিন পরই এলাম । :P :P :P :P

১৯ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনার উপর যে পরিমান গোস্বাআমার হইছে উহা পাহাড়ের মাথায় চড়ালে পাহাড় বসে পড়বে।

আপনাকে কিছু বললাম্

১৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেন রে ভাই ? সেদিন ওতো কালোপরীর বাড়িতে আড্ডা দিলাম ।
আর পরী এমন কঞ্জুস একটু রঙ চা খাইয়ে বিদায় করলো !
তার চেয়ে আমার বাড়িতেই আসুন , দুজনে জাবর কাটি । =p~ =p~

১৯ শে মে, ২০১৩ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: চলেন কি খাওয়াবেন? সেইটা বলেন।আমার কত জিদ ওটা কালোপরী বুঝতে পারে নাই।

১৪| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
==============================
তারপরও ভাললাগা তোমার আগমনে
তারপরও সুখ তোমার স্মৃতি মন্থনে।
==============================

:(




মরহুম হুমায়ূন ফরীদি আত্মার মাগফেরাত কামনা করি ।

১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: সে ফিরে আসায় আপনাকে অভিনন্দন B-) :)

১৯ শে মে, ২০১৩ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।শুভকামনা নিরন্তর ।

১৬| ২০ শে মে, ২০১৩ রাত ১২:২৮

তারছেড়া লিমন বলেছেন: দারুন হয়েছে সেলিম ভাই............আর তার আগমন যেন বারবার হয় এই কামনাই করি...........তাহলে দারুন কিছু কবিতা পাব। ;) ;) ;) ;) ++++++++++++++++

২০ শে মে, ২০১৩ রাত ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।নিরন্তর শুভকামনা ।

১৭| ২১ শে মে, ২০১৩ রাত ১:২৭

রাইসুল নয়ন বলেছেন: তারপরও ভাললাগা তোমার আগমনে
তারপরও সুখ তোমার স্মৃতি মন্থনে।

২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কাবতা পাঠে ধন্যবাদ ।

১৮| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন: হুমায়ুন ফরিদিরে আমারও ভালো লাগে ।

২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ।বংলাদেশ তার মত অভিনেতাকে নিয়ে গর্ব করতে পারে।একজন মানুষ হিসেবে তিনি ছিলেন অসাধারণ।

১৯| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:১৯

এরিস বলেছেন: অসাধারণ মানুষগুলো বারবার আসুক।

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:২২

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। মন ভাল করা মানুষ বারবার চলে আসুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.