নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আর নয় হত্যা স্বজন হারানোর নতুন কোন কাব্য
আর নয় গণতন্ত্রের নামে স্বৈরাচারী লম্ফ ঝম্ফ
নিরাপদ রাজপথ নিরপদ নগরী চাই
মানুষ হয়ে মানবের মত বাঁচিবার চাই
মুক্তি চাই কেওয়াস হট্টগুল থেকে
স্বাধীন বাংলার শান্তি চাই ।
রাজণীতির ব্যস্ত সমীকরণে স্বচ্ছতা চাই
মিথ্যার মৃত্যু চাই মিথ্যুকের অপসারণ চাই
বিশৃংখলা নয় সুশৃঙ্খল শান্তি ও সহমর্মিতার রাজনীতি চাই
মানুষের অধিকার চাই মানুষে মানুষে ভেদাভেদ এর অবসান চাই ।
রাজপথ সিংহাসনের সংলাপ চাই
ক্ষমতার ক্ষমতাহীনের সন্ধি চাই ।
বিরোধীদল সরকারীদল নয়
দলে দলে কোন্দল আর নয়
জিঘাংসার রাজনীতির অবসান চাই
দলীয় সন্ত্রাস থেকে দেশবাসী মুক্তি চাই।
পরস্পরকে সমীহ করার শ্রদ্ধা করার মানসিকতা চাই
ঝগড়া বিবাদ কোন্দল নয় সংলাপ চাই ।
অর্থপূর্ণ কার্যকরী সফল সংলাপ চাই
প্রহসন নয় মানুষের কষ্ট লাঘব চাই
শান্তি প্রতিষ্ঠার গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ চাই
সংলাপ চাই, সংলাপ চাই ।
সুজল সুফলা শস্য শ্যমলা আমাদের এই বাংলায়
শান্তির ঐক্যের প্রগতির গণতন্ত্রের
সংলাপ চাই, সংলাপ চাই ।
----------------------------------------------------------
উৎসর্গ নান্দনিক অভিনেতা হুমায়ূন ফরীদি
২০ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।এটা মনে হয় কবিতা নয়আবার কবিতাও।
২| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪৬
অদৃশ্য বলেছেন:
সেলিম ভাই
আপনাকে অনেকদিন থেকেই কথাটি বলতে চাচ্ছিলাম, বলা হয়ে ওঠেনি... আপনার নিক পিকটা আমার খুবই প্রিয়... ওই ছবিটার কারনেই আপনার প্রতি আলাদা একটা নজর ছিলো...
হুমায়ূন ফরীদিকে আমিও অত্যন্ত পছন্দ করতাম... তার ব্যক্তিত্ত্ব আমাকে আকর্ষন করে... তার কন্ঠে মাদকতা ছিলো...
______
আপনার মতো আমিও বলি... সংলাপ চাই, পরিচ্ছন্ন সংলাপ...
শুভকামনা...
২০ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক অনেক ধন্যবাদ। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এ ই সংলাপ এখণ সবচেয়ে দরকারী ।
৩| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রহসন নয় মানুষের কষ্ট লাঘব চাই
শান্তি প্রতিষ্ঠার গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ চাই
২০ শে মে, ২০১৩ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৪| ২১ শে মে, ২০১৩ রাত ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল ভাই +++++++++++++++ দিয়ে গেলাম
২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
৫| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:৪৮
ঘুড্ডির পাইলট বলেছেন: উৎসর্গ নান্দনিক অভিনেতা হুমায়ূন ফরীদি
২২ শে মে, ২০১৩ সকাল ১০:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ইয়াপ । তাকেইউৎসর্গ করলাম।আল্লাহ উনাকে বেহেশতবাসী করুক ।
৬| ২২ শে মে, ২০১৩ বিকাল ৩:০৭
এরিস বলেছেন: +++++ দিলাম । কোন মন্তব্য নেই।
২২ শে মে, ২০১৩ বিকাল ৩:১৫
সেলিম আনোয়ার বলেছেন: +এ ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৩৭
পাকাচুল বলেছেন: সংলাপ হতেই হবে।+++