নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রেম -অপ্রেমের গল্প-১

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০৫

নতুন চাকুরী শুরুতে ই বদলী ।ঢাকার মানুষ সিলেটে বসবাস কোন আত্নীয় স্বজন নাই ।কোথায় থাকা? কোথায় খাওয়া । কঠিন ।চোখে সরষে ফুল দেখার মত ব্যাপার।বুকে সাহস আছে।মানুষ যা পারে সেটা আমারও পারা উচিৎ। মাসখানেক একটা হোটেলে থেকেই নবাবের মতন অফিস করছি ।আর বাসাও খুঁজছি ।একজনের সঙ্গে দেখা হয়ে গেল । ভদ্রলোক তার বাসা ছাড়বেন ।একটা কক্ষ ,এটাচ বাথ ।আমি রাজি থাকলে সেখানে থাকতে পারি। সোহেল সাহেব পরিপাটি পোষাক।শ্যামলামতন। দীর্ঘদেহী।বেশ হ্যান্ডসাম।তিনি বিবাহিত। একটা বেসরকারী প্রতিষ্ঠানে যব করছেন।দেখে খুব নম্র ভদ্র মনে হলো ।বাসা দেখে পছন্দ হলো । উঠে পরলাম নতুন বাসায় ।



বাসায় তার উদ্ভট আচরণে আমি অবাক হলাম।তার হিসেব জ্ঞানে মুগ্ধ হবেন যে কেউ।তিনি ফ্লোরে বেডিং বিছিয়ে ঘুমান।আমার খাট আনার পর ওটাতে ভাগ বসালেন।উনি পানি পান করেন জগে।প্রথমে বুঝিনি ব্যাপারটা কি?পরে বুঝলাম তিনি অযথা খরচ করেন না।গ্লাস একটা অযৌক্তিক খরচ। জগ ছোট হলে সেটা থেকে সরাসরি পানি খাওয়া সম্ভব!তবে পোষাকে তিনি খুব পরিপাটি।ভাল বেতনের চাকরি করেন।তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে মাস্টার্স করা। প্রেমের বিয়ে।তার ফ্যামিলি সেটা মেনে নেয় নি।কারো সঙ্গে তিনি খুব একটা কথা বলেন না।তার কথার সঙ্গী একমাত্র আমি।পাশের কক্ষগুলোতে তার অধস্তন কর্মচারীরা দল ধরে থাকেন।সংখ্যায় দশ হবেন।চুলো দুইটা।সিলিন্ডার দিয়ে সেগুলো চলে।বাড়ীটা দেখতে চমৎকার । জানালা দিয়ে তাকালে টিলা দেখা যায়।লাল রঙের শিলার স্তূপ মনে হবে প্রকৃতির মধ্যে লাল আভা ছড়িয়ে দিয়েছে ।আর অনেক ফল গাছও আছে।তবে ঢাকায় যা দেখিনি তা ওখানে আছে।সকাল বেলা দাতব্রাশ করে ছাদে পায়চারি করলে কাঠালভর্তি গাছটার দিকে তাকালে দেখা যাবে বৃহৎ আকার এক বাদর তাকিয়ে আছে।তারা ভেংচীও মারে।



বানরের ভেংচী মারা দেখার পর হাত মুখ ধূয়ে অফিসে গমন।ভেংচী মারা জীবন নিয়ে ভাবি। প্রিয়ার বিয়ের কথা বার্তা চলছে।একের পর এক পাত্রের লাইন।সুন্দরী স্মার্ট শিক্ষিতা মেয়ের আর যাই হোক প্রেমিক আর বরের অভাব হয়না।তখনো মাস্টার্স শেষ হয়নি। তার পেছনে প্রমিকের লাইন।সেই লাইন ধরালোকের একজন আমি। পোস্টিং সিলেট ।আর তিনি ঢাকায়। দিলদরিয়া মানুষ কাউকে না বলতে পারে না।বন্ধু বলতে অজ্ঞান।বান্ধবীদের সঙ্গে তার সখ্যতা নেই।তাকে ঘিরে জনা চারেক বন্ধু থাকবে।বন্ধুদের সঙ্গে তাস ,মারবেল কিংবা ডাংগুলি খেলবেন। দুপুর বেলা তার বন্ধুদের সঙ্গে লান্স করবেন নীলক্ষেতের একটা ছোট্ট হোটেল।খাবার ঘর। সেখানে।তাদের খাবার বেশ সুস্বাদু।খুব সম্ভবত কোন মেডিসিন দেয়া ।অন্তত ঘরের খাবারের স্বাদ সেই হোটেলে পাওয়া যায় ।যারা হলের পুষ্টিকর !খাবার খেয়ে অপুষ্টিতে রোগাপাতলা হয়েছেন।তাদের অনেকে ই সেখানে খাওয়া দাওয়া করেন।পুষ্টিপূরণ হোক আর না হোক রুচীপূরণ হয়।যাদের পকেট বিশাল তারা নিরব হোটেল মিতালী সোহাগ এ গিয়ে খেয়ে আসেন। তবে সেগুলো ঘরোয়া নয়। খাবার ঘর ঘরোয়া পরিবেশে খাওয়া। আর নামটাও সাহিত্যিক ;খাবার ঘর।



তার প্রেমকাহনের খবর ইথারে ভেসে আসে। সিলেটে তখন দারুণ একা আমি।তাকে ভালবেসে কত বড় পাপ করেছি আল্লাহই জানে।ভুল আমার ই প্রেমে পড়ার আগে জিজ্ঞাসা করা উচিৎ ছিল প্রিয়া আপনি কি কাউকে ভাল বাসেন? বা কাউকে কথা দিয়েছেন?



তারপরও বলি প্রেম কি আর যুক্তি মানে। প্রিয়া আমার প্রেমে পড়ার বাহানা কেন করবে?



তার চোখে অশ্রু ই বা গড়িয়ে পড়বে কেন? আমার জন্যে!আমার সামান্য কিছুর আশংকায় সে কেনই বা কষ্ট পাবে। সে অনেক আগের কথা ।এখন আর ও বোধ হয় কষ্ট পায়না। আমি ই বা কম কিসে? ওর জন্য অনেককে কষ্ট দিয়েছি।অনেক কে।নিজের কর্মক্ষেত্রে পর্যন্ত ওর সাথে কেউ জড়ালে নগদে শাস্তি ।অমানবিক ভাবে। নিষ্ঠুর ভাবে ।চাকরি থেকে কিক আউট ।এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন ওয়ার !



সেগুলো থেকে আমি অবশ্য এখন অনেক দূরে।নিজেকে কঠিন শাস্তি দিয়ে চলছি।কারণ তাকে কষ্ট দিয়েছি।তাকে কেন্দ্র করে অন্যদেরকেও।.............>

-----------------------------------------------------------

উৎসর্গ -নন্দিত অভিনেতা হুমায়ূন ফরীদি ।তার জন্মদিন ২৯ মে।তার আত্মার মাগফিারাত কামনা করি ।

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: হুমম। প্রেম কি সফল হলো। মানে ব্যর্থ হলো। প্রেমের ব্যর্থতা মানেই কিন্তু সফলতা।

নন্দিত অভিনেতা হুমায়ূন ফরীদি ।তার জন্মদিন ২৯ মে।তার আত্মার মাগফিারাত কামনা করি ।

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ ..গল্প শেষ হয়নি......সবে তো শুরু।

২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০৫

কালা মনের ধলা মানুষ বলেছেন: সহজ এবং সুন্দর

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ১ম ভাল লাগায় ধন্যবাদ।

৩| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৫

জুন বলেছেন: বেশ ভালোলাগলো কনফেশন গল্প :)
+

২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় অনেক অনেক ধন্যবাদআর শুভকামনা নিরন্তর ।

৪| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: সহজ ভাষায় লেখা, সুখপাঠ্য। ভাল হয়েছে।

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ প্লাসে ও নির ন্তর শুভকামনা থাকলো ।

৫| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: গল্প ভালো লেগেছে সেলিম ভাই !
হুমায়ূন ফরিদির আত্বার মাগফেরাত কামনা করছি !

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সহমত কবি । ফরীদির আত্মার মাগফেরাত কামনা করি। ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০২

মাক্স বলেছেন: বর্ণনা ভালো লেগেছে এবং উত্‍সর্গও!++++

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ধন্যবাদ কমেন্টে ভাল থাকবেন সবসময় ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০২

ঢাকাবাসী বলেছেন: সহজ সাবলিল লেখা, ভাল লাগল। হ্যাঁ ফরিদির কথা মনে পড়ছেই। সবাই চলে যাবো।

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:২২

রুপম শাহরিয়ার বলেছেন: গল্প পুরো পড়ে একত্রে কমেন্ট দিবো।
উৎসর্গটা ভালো লাগলো।

২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।সব গল্প শেষ হয় না ।দেখা যাক এটা শেষ হয় কি না?
শুভকামনা ।

৯| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:০৩

মামুন রশিদ বলেছেন: সিলেট শহরে সবখানেই গ্যাস আছে, সিলিন্ডার লাগেনা :P


চলতে থাক, দেখি কোথাকার গল্প কোথায় গিয়ে দাঁড়ায় ।

২৩ শে মে, ২০১৩ দুপুর ২:১১

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ ভুল করলেন। ওই অংশটা আমার বাস্তব জীবনের অংশ থেকে নেয়া ।শুধু মাত্র সিলিন্ডা গ্যাসের। লাগবা বাজি?


কমেন্টে ধন্যবাদ ।

১০| ২৩ শে মে, ২০১৩ দুপুর ২:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: হিসাব জ্ঞানের ভদ্রলোকের ব্যাপারটা মজার !

২৩ শে মে, ২০১৩ দুপুর ২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও গল্প পাঠে ধন্যবাদ ।

১১| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: গল্প খারাপ লাগে নাই :)

২৩ শে মে, ২০১৩ বিকাল ৩:৪২

সেলিম আনোয়ার বলেছেন: যেমনে কমেন্ট করছেন মনে হয় খারাপ লাগা উচিৎ ছিল ;)

১২| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: গল্প ভালো লাগছে ভাই!

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় ব্লগার আপনার ভাল লাগা গল্পকে সামনে র দিকে নিতে লেখককে উৎসাহিত করবে ।

১৩| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ শুভকামনা ।

১৪| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২৭

হাসান মাহবুব বলেছেন: ওঠে-উঠে
ওনি-উনি
এসব ঠিক করেন।
+

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করলাম ।কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৫| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আমিভূত বলেছেন: সিলেটের গল্প দেখেই দৌড়ে এলাম :)
চলুক সাথে আছি ।

২৫ শে মে, ২০১৩ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১৬| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:১৩

বর্ণহীণ বলেছেন: +

২৫ শে মে, ২০১৩ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

১৭| ২৪ শে মে, ২০১৩ সকাল ১০:২০

তন্দ্রা বিলাস বলেছেন: বাহ! আপ্নিতো গল্পও লিখেন দেখছি!

নন্দিত অভিনেতা হুমায়ূন ফরীদি ।তার জন্মদিন ২৯ মে।তার আত্মার মাগফিারাত কামনা করি ।

২৫ শে মে, ২০১৩ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৮| ২৪ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

বাহ গল্প ++++++

২৫ শে মে, ২০১৩ রাত ৮:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:১২

শেখ রুবে০০৭ বলেছেন: গল্পটা ভালো লাগতেছিল কিন্তু শেষ না হওয়া তো খারাপ লাগলো।

২৫ শে মে, ২০১৩ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করবেন না সুপ্রিয় ব্লগার । শেষ হতে পারে ।কমেন্ট ও কম । ভাল ও লেগেছে কম লোকের তাই লিখা শেষ করার আগ্রহ কম ।

২০| ২৬ শে মে, ২০১৩ দুপুর ২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

চলুক ...
শেষের অপেক্ষাই রইলাম।

২৬ শে মে, ২০১৩ দুপুর ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । দেখা যাক কি হয় ।

২১| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ফারজানা শিরিন বলেছেন: পড়তেছি । ঃ)

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: পড়ুন পড়ে কমেন্ট করার অনুরোধ থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.