নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

পুষ্পদিনের অভিলাষ

২৭ শে মে, ২০১৩ রাত ৮:১৬





জানিনা এ অপেক্ষার শেষ কোথায়?

জানিনা তুমি আমার হবে কবে !

কবে ফুটবে বরষার প্রথম কদম ফুল !

কবে তুমি প্রগাঢ় ভালবাসায় আবেগাপ্লুত হয়ে বলবে

ভালবাসি তোমায় পরম মমতায় আদরে সোহাগে নিভৃতে নিরবে ।





সেদিন আসবে কবে যেদিন সবগুলো ফুল আমার হাতে দিয়ে বলবে

এগুলো তোমার এতদিন তোমায় দেব বলে কদমফুল হাতে নিদারুণ প্রতিক্ষায় ছিলাম

সে মহালগণ এসেছে প্রিয় আমার এ ফুলগুলো ভালবাসার রঙে অনেক সুঘ্রাণে

শুধু তোমায় ভালবেসে এমনটি হয়েছে অনেকেই তা চেয়েছে

শক্ত করে রেখেছিনু করে , তোমার ভালবাসার পুষ্প কেউ যেন ছিনিয়ে না নেয়

এ কেবল তোমারই প্রাপ্য প্রেমের কসম , এগুলো রেখেছি দেব শুধু তোমাকেই।



এমন দিন আসবে কবে ?ভাবতে ভাবতে অনেক বেলাই হলো;

দিন গিয়ে রাত, রাত গিয়ে আবার সূর্য এলো;

সময় ফুরিয়ে যায় ম্লান হয় চন্দ্র সূর্য তারা,

ফিকে হয়ে আসে সকল স্মৃতিগুলো ,হয়ে যায় স্বপ্নেরা দিশেহারা।

তুমি যেন ধ্রুবতারা মম হৃদয় মাঝারে যা অব্যয় স্থির,

লয় নাই ক্ষয় নাই ম্লান হয় না তা ভেবে ভেবে হই যেন অধীর।





আসুক একটি বাদল দিন আসুক;

ফুটুক সবকয়টি কদমফুল ফুটুক;

বাসুক পুষ্পরানী আমায়; শুধু আমায় ভালবাসুক;

উঠুক প্রেমের রঙিন সূর্য ওঠুক;

ভাসুক তোমার-আমার প্রেমের ভেলা ,প্রেম দরিয়ায় ভাসুক।



---------------------------------------------------------

উৎসর্গ নান্দনিক অভিনেতা ফরীদি হুমায়ূন ফরীদি ।তিনি জন্মেছিলেন ১৯৫২ সালের ২৯ মে।তার রুহের মাগফিরাত কামনা করি। আর পুষ্পরানী ।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৪৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লিখেছেন

২৭ শে মে, ২০১৩ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ ।

২| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:০১

এক্সপেরিয়া বলেছেন: খুবই ভাল লেগেছে । হুমায়ুন ফরীদিকে অনেক মিস করি । সত্যি বলতে উনার নাটকগুলো কালেকশন রাখার চেষ্টা করছি । ছবির হুমায়ুন থেকে আমার কাছে উনাকে নাটকে বেশি পছন্দ করতাম ।

২৭ শে মে, ২০১৩ রাত ৯:১২

সেলিম আনোয়ার বলেছেন: আমার ইচ্ছা ছিল তার মঞ্চ নাটক দেখা।আমি বড় হতে হতে তার মঞ্চ অভিনয় করা বন্ধ হয়ে যায়। মঞ্চে ফরীদি ছিলেন অপ্রতিদন্ডি অভিনেতা ।তাকে দারুণ মিস করি।

৩| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১২

মৃন্ময় বলেছেন: কবে তুমি প্রগাঢ় ভালবাসায় আবেগাপ্লুত হয়ে বলবে
ভালবাসি তোমায় পরম মমতায় আদরে সোহাগে নিভৃতে নিরবে ।
ভাল লিখেছেন,ভালো লাগলো।
ভালো থাকুন >

২৭ শে মে, ২০১৩ রাত ৯:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

২৭ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর!!!!

২৮ শে মে, ২০১৩ ভোর ৬:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আসুক একটি বাদল দিন আসুক;
ফুটুক সবকয়টি কদমফুল ফুটুক;,,,,,,,,,,,,,,সব কদম ফুটে উঠুক প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্য,,,,,,,,,,,আমি কান কাটা রমজানকে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করতাম,,,,,,,,কি যে সুন্দর অভিনয় করতেন,,,,,,,,একেবারেরই অন্যদের থেকে আলাদা,,,,,,,,,,,,,,,,,,,

২৮ শে মে, ২০১৩ ভোর ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: শ্যামল ছায়া ছবিতে গায়েন শুক্তিযোদ্ধা কিংবা একাত্তরের যীশু ছবিতে ও তিনি অনবদ্য অভিনয় করেছেন।তবে বাংলাদেশের নাটকের সবচেয়ে নাটকীয় উপাদান ছিলেন ফরীদি।

কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৫১

বাংলাদেশী দালাল বলেছেন:
অ সুন্দর হয়েছে সেলিম ভাই। হুমায়ূন ফরীদি সাহেব কে আমাদের প্রজন্ম সারাজীবন মিস করবে।

২৮ শে মে, ২০১৩ ভোর ৬:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অ ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১৬

তারছেড়া লিমন বলেছেন: কেউ কথা রাখেনি
এইডাই বড় আপচুচ
ব্যপার না।





কবিতা খুব ভাল হয়েছে ভাই।

২৮ শে মে, ২০১৩ ভোর ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ ।

৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:২১

ঘুড্ডির পাইলট বলেছেন: কদম ফুল খুব ভালো লাগে ।

২৮ শে মে, ২০১৩ ভোর ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: বাদল দিনের প্রথম কদম ফুল
ফুল বিনিময়ে কন্যা করিসনে কোন ভুল

১০| ২৮ শে মে, ২০১৩ রাত ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল ভাই।

২৮ শে মে, ২০১৩ ভোর ৬:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১২

লাবনী আক্তার বলেছেন: বাদল দিনের প্রথম কদম ফুল
তুমি করেছ দান।


কদম ফুল দেখে এই গানটা মনে পড়ল।

২৮ শে মে, ২০১৩ দুপুর ২:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। গান টা গেয়ে শুনান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.