নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার আগমনে

২৯ শে মে, ২০১৩ ভোর ৫:২৬

তোমার আগমনে রিক্ত মনে সিক্ত প্রাণের জোয়ার এল

তোমার প্রেমে বিষাদ এ প্রাণ আনন্দ পেল

কথা দাও প্রাণ পাখী যাবে না আর আমায় ছেড়ে

নীল আকাশে দূর অজনায় অচীন কোন দেশে আমায় একাকি করে।



প্রেম প্রেম খেলায় বিরহ আছে ,আছে কত যন্ত্রণা

তোমার প্রাণের ছোঁয়া লাগলে প্রাণে ঢালে মনে সুখসাগরের মন্ত্রণা।



এসেছো যখন প্রিয়া বেঁধে যাও হিয়ায় হিয়া

যেয়োনাকো আর দূর অজানায় মম প্রাণে ব্যথা দিয়া।



প্রিয়া প্রিয়া প্রিয়া তোমায় নিয়ে বাঁধব ঘর অনেক যতন নিয়া

করব তোমায় প্রাণের দোসর অনেক প্রেম দিয়া ।



মোর জনমের সাথী যে তুই তোকে ছেড়ে কেমনে যে রই

একলা পরাণ আনচান করে তোর বিহনে আমি কিরে সই !



কতকাল আর থাকবো দূরে তোমায় ছেড়ে

মনের মাঝে তোমায় ধরে

রেখে দুনয়ন অন্ধকারে তোমার পরে

আপন করে তোমার তরে

মনের মাঝেই আছ তুমি যদিও থাকছ তুমি অনেক দূরে

গানের সুরে প্রাণের পরে ।



এসেছো যখন প্রাণের প্রিয়া বেঁধে যাও হিয়ায় হিয়া

যেথা যাবে যাও সাথে নিয়ে যাও মোরে, নিয়ে যাও প্রাণের প্রিয়া ।

-----------------------------------------------------------

উৎসর্গ

:-সুপ্রিয় অভিনেতা-হুমায়ূন ফরীদি ।তার জন্মদিন ২৯ মে আর মাত্র ১৮ ঘন্টা বাকী ।তার রুহের মাগফিরাত কামনা করি।



আর প্রাণের প্রিয়া :)

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:২৬

বিষাদ সজল বলেছেন: মোর জনমের সাথী যে তুই তোকে ছেড়ে কেমনে যে রই
একলা পরাণ আনচান করে তোর বিহনে আমি কিরে সই !

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা রইলো ।

২| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:২৮

রোজেল০০৭ বলেছেন: এসেছো যখন প্রাণের প্রিয়া বেঁধে যাও হিয়ায় হিয়া
যেথা যাবে যাও সাথে নিয়ে যাও মোরে, নিয়ে যাও প্রাণের প্রিয়া ।

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ও কমেন্টে অনেক ধন্যবাদ ।

৩| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:৫২

বাংলাদেশী দালাল বলেছেন:
আর প্রাণের প্রিয়া ??????????????

ভাল লাগা রইল।

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে ও ভাললাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ২৯ শে মে, ২০১৩ সকাল ৭:১২

কাজী মামুনহোসেন বলেছেন: আপনার এখানে আসলেই হুমায়ূন ফরীদি সাহেবকে খুঁজে পাই, সেলিম আনোয়ার নয়, যেন একজন হুমায়ূন ফরীদি ভাই আমাদের মাঝে ব্লগিং করছেন।


অসাধারন কবিতা, ভাললাগা রইল।

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আমিও এই ব্লগে ফরীদিকে খুজে পাই..তার মৃত্যুর পর আমার ব্লগিং শুরু।শুধু তার কারণেই।

কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৩

তন্দ্রা বিলাস বলেছেন: সুপ্রিয় অভিনেতা-হুমায়ূন ফরীদি । তার রুহের মাগফিরাত কামনা করি।

২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ । ফরীদি একজন বড় মাপের মানুষ ছিলেন। আর তার শিক্ষার ব্যারোমিটার অনেক হাই। তার রুহের মাগফিরাত কামনা করি।

৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ৮:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এসেছো যখন প্রাণের প্রিয়া বেঁধে যাও হিয়ায় হিয়া
যেথা যাবে যাও সাথে নিয়ে যাও মোরে, নিয়ে যাও প্রাণের প্রিয়া
,,,,,,,,,,,,,,, সুন্দর

একটি অনুরোধ করবো ,,ভাইয়া তুমি কখনোই এই প্রফাইল পিকচার চেঞ্জ কর না,,,,এই ছবি দেখলেই প্রিয় অভিনেতার কথা মনে পড়ে,,,,,,,,,সে তোমার সৃষ্টির মাঝে বেঁচে থাক,,,,,,,,,,,,রাখবে বল এই ছোট্ট অনুরোধ

ভাল থাক নিরন্তর,,,,,,,,,,,,

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: আপু এ ই প্রোফাইল পিক চেণ্জ করবো না ইনশাআল্লাহ ।তবে যখন ভাবি লেখাগুলো মানের বিচারে সাধারণ মানের তখন মনে হয় তাকে ধারণ করে ব্লগিয় তার প্রতি অবিচার করা হচ্ছে। তারপর ও চালিয়ে যায়। একজন তার মত অনেককেই হালকা করে কমেন্ট করেছি।নিজেকে অহংকারের চূড়ার নিয়ে কমেন্ট করেছি ওগুলো ঠিক হয় নি ।তাই কনফেশন ও পোস্ট করার কথা ভাবছিলাম।ফরীদি ...ফরীদিই ,আল্লাহ প্রদত্ত প্রতিভা।তাকে অনুকরণ করে কমেন্ট করার যোগ্যতা আমার নাই।

৭| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

বাহ বাহ খুব সুন্দর

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৫

অপ্‌সরা বলেছেন: হুমায়ুন ফরিদীর জন্মদিনে জানাই শ্রদ্ধা!

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

এসেছো যখন প্রাণের প্রিয়া বেঁধে যাও হিয়ায় হিয়া
যেথা যাবে যাও সাথে নিয়ে যাও মোরে, নিয়ে যাও প্রাণের প্রিয়া ।

কেমন হয়েছে?

২৯ শে মে, ২০১৩ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগারের আগমনে অনেক আনন্দিত। ভাল থাকবেন সবসময় নিরন্তর শুভকামনা ।

৯| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:৪২

এরিস বলেছেন: কাজী মামুনহোসেন বলেছেন: আপনার এখানে আসলেই হুমায়ূন ফরীদি সাহেবকে খুঁজে পাই, সেলিম আনোয়ার নয়, যেন একজন হুমায়ূন ফরীদি ভাই আমাদের মাঝে ব্লগিং করছেন।


অসাধারন কবিতা, ভাললাগা রইল।
মন্তব্য নেই।

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ আর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.