নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ছন্দহীন কাব্য

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:২৪

এ কি মানুষের জীবন !

নিভু নিভু প্রদীপের মত জ্বলে থাকা।



এ কি জোনাকীর জীবন!

ক্ষুদ্রপরিসরে হঠাৎ হঠাৎ জ্বলে ওঠা।



যে জীবনে দারীদ্র আঘাত হানে প্রতনিয়ত

যমদূত যখন তখন ছুটে আসে।

সিথীর সিঁদুর মুছে যায়

রঙিন পোষাকগুলো জমে থাকে শেলফে।



সাদা কাপড় আর নিরস জীবন

চুপচাপ নিথর নিরব ছন্দহীন কাব্যের মতন।

মাঝে মাঝে হাহাকার, হৃদয়বিদারী চিৎকার

বাঁজে শোক সঙ্গিত হয়ে ব্যথিত হৃদয়ে।



নতুন নতুন ধ্বংসস্তূপ থেকে আর্তনাদ ভেসে আসে

সঙ্গে প্রিয়জন হারানোর চিৎকার হাহাকার।



তাদের দুঃখকাব্য নিয়ে মেতে ওঠে নগ্ন রসিকতায়

উন্মাদেরা রসালো কথনে মেতে ওঠে উন্মত্ততায়

রক্তে বিপ্লব আসে রক্তে ক্ষমতার আসন মজবুত হয়

মরণে সঞ্জীবিত হয় অপার সম্ভাবনা

যমদূতের হাত ঘুরে অধিকার প্রতিষ্ঠা পা্য়।













মন্তব্য ৭০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩২

কবি ও কাব্য বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি .........দারুনহয়েছে ।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ্ ।

৩| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: ছন্দহীন কাব্যের আলাদা একটা মজা আছে। বাক্যগুলা পাশাপাশি লিখলেই গদ্য আর উপরে নিচে লিখলেই কবিতা :-P

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুণ কমেন্টে ধন্যবাদ।আধুনিক কবিতা কিন্তু ছন্দহীন। সেখানে ভাবের ব্যাপক রাজত্ব।সাথে শব্দের ঝংকার। এ কবিতায় মজা পেয়ে থাকলে আমি স্বার্থক ।

৪| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪১

এক্সপেরিয়া বলেছেন: ভাল লেগেছে...

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০২

নক্ষত্রের আমি বলেছেন: "সিথীর সিঁদুর মোছে যায়
রঙিন পোষাকগুলো জমে থাকে শেলফে।" কথাটি আমার মনে দাগ কেঁটেছে.

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। গ্রেট জিনিসগুলো আলতো ভাবে দারুণ নাড়া দেয়।তেমনটি কখনো পারবো কি না জানি না।

৬| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:১২

শিপু ভাই বলেছেন:
গুড কবিতা!!!++++++++++++


যমদূত যখন তখন ছোটে আসে।
সিথীর সিঁদুর মোছে যায়

ছোটে= ছুটে
মোছে = মুছে

যমদূতের হাত ঘুরে অধিতার প্রতিষ্ঠা পা্য়।
অধিতার= অধিকার!!!

:)

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:২১

সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাই ।কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।টাইপো গুলো সংশোধন করা হলো ।

৭| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৫৭

অপ্‌সরা বলেছেন: +++:)

০২ রা জুন, ২০১৩ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় অপসরা পাঠে কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৮| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: দারুন !

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।নিরন্তন শুভকামনা।

৯| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৫

নীল-দর্পণ বলেছেন: aonek aonek valo laga

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেও প্লাসে আপনাকে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১০| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৩৮

তারছেড়া লিমন বলেছেন: সুন্দর.........সুন্দর

০২ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১১| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৯

মুনসী১৬১২ বলেছেন: সুন্দর হয়েছে

০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১২| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' নতুন নতুন ধ্বংসস্তূপ থেকে আর্তনাদ ভেসে আসে
সঙ্গে প্রিয়জন হারানোর চিৎকার হাহাকার।''

আহারে ! আহারে!!!

০২ রা জুন, ২০১৩ রাত ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা লিটন ভাই।

১৩| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৩০

শুকনোপাতা০০৭ বলেছেন: বরাবরের মতোই সুন্দর :)

০২ রা জুন, ২০১৩ রাত ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।

১৪| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৩৮

এরিস বলেছেন: যে জীবনে দারীদ্র আঘাত হানে প্রতনিয়ত
যমদূত যখন তখন ছুটে আসে।
সিথীর সিঁদুর মুছে যায়
রঙিন পোষাকগুলো জমে থাকে শেলফে।
নির্মম সত্য। যতই সুখের কথা শোনাই না কেন, এগুলোর দায় এড়ানো যায়না। ধন্যবাদ কবি, জীবন থেকে জীবনের ব্যবধানের ছন্দহীন রূপ নিয়ে ছন্দহীন কাব্য রচনার জন্যে।

০২ রা জুন, ২০১৩ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্রাসে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো।

১৫| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:৪৩

রোজেল০০৭ বলেছেন: এ কি জোনাকীর জীবন!
ক্ষুদ্রপরিসরে হঠাৎ হঠাৎ জ্বলে ওঠা।


যথারীতি আপনার লেখনির ধারা যেন এক সুর হয়ে বেজে উঠে,
মানবের ক্ষুদ্র পরিসর জীবনের মায়াবী উঠোনে,
রক্ত জবা ফোটে।

০২ রা জুন, ২০১৩ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

১৬| ০২ রা জুন, ২০১৩ রাত ৯:২১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সেলিম ভাইয়ের কবিতা ভাল লাগলো ++

০২ রা জুন, ২০১৩ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।এই কামনা থাকলো ।

১৭| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:১৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে ভাই
প্লাস লন

০২ রা জুন, ২০১৩ রাত ১০:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১৮| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল্লাগসে সেলিম ভাই। প্লাস।

০২ রা জুন, ২০১৩ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আজ ও কি কোথাও যাওয়ার সম্ভাবনা নেই । :)

১৯| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:২৩

ফালতু বালক বলেছেন: shundor....

০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২০| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:২৪

মুশাসি বলেছেন: তাদের দুঃখকাব্য নিয়ে মেতে ওঠে নগ্ন রসিকতায়
উন্মাদেরা রসালো কথনে মেতে ওঠে উন্মত্ততায়-

একেবারে শেষ দিকে এই দুই লাইন দেখে ভাবলাম পরের মাত্র তিন লাইনে এর জবাব দেয়া কি সম্ভব হবে? জবাব অসাধারন হইছে ভাই, প্লাস+++

০২ রা জুন, ২০১৩ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

২১| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার লেখা ছন্দহীন কাব্য পড়া হল

০২ রা জুন, ২০১৩ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২২| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ছন্দ হীন কাব্য কেন আগে সেটা বলেন ?

০২ রা জুন, ২০১৩ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: মৃত্যু কাহিনীতো ছন্দময় হতে পারেনা। হোক না বিপ্লব। সেটি কেন্দ্র করে যে প্যানিক সৃষ্টি হয় তা কিন্তু ছন্দহীন। বেদনাকে আপনি ছন্দ দিতে চাইলে দিতে পারেন।

২৩| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৪৩

তন্দ্রা বিলাস বলেছেন: ছন্দহীন কাব্য!

দারুন একটা কবিতা। ধন্যবাদ।

০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

২৪| ০২ রা জুন, ২০১৩ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

বেদনাকে ছন্দ দিতে না পারলে বেদনা সঠিক ভাবে অনুভুত হবে কি করে সেলিম ভাই। দেখেন যখন বৃষ্টি ঝরে তখন কিন্তু ছন্দ থাকে তাতে আর তাই বৃষ্টি খুব প্রিয় সবারই। যেখানে ছন্দ নেই সেখানে উপভোগ জিনিষটাও থাকেনা। বেদনাকেও উপভোগ করতে হয়।

০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: তা্হলে কি বেদনাইু খুজবো
বৃষ্টি ঝরাকে তুমি আকাশের কান্না বল?

আমি বলিনা সেটি বড়জোর আনন্দ অশ্রু হতে পারে
আনন্দ অশ্রু আনন্দ থেকে আসে খুশি হয়ে ঝরে।

তাই বৃষ্টির এতরূপ
তাই সেটি এতটাই ছন্দময়।

কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:০৪

বটবৃক্ষ~ বলেছেন: মাঝে মাঝে ছন্দ হীন প্রয়োজন.....

০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ। মাঝে মাঝে ছন্দহীন জীবন কি এক ঘেয়েমী দূর করে? নাকি ছন্দের নিক্কন বুঝতে সহায়তা করে। কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! দাড়ুন লিখেছেন !!!

০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।ভাল থাকবেন সবসময়।

২৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ২:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
++++++++++++ ভাললাগা রইলো।

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৮| ০৩ রা জুন, ২০১৩ ভোর ৪:১৫

মাহমুদ০০৭ বলেছেন: মরণে সঞ্জীবিত হয় অপার সম্ভাবনা
যমদূতের হাত ঘুরে অধিকার প্রতিষ্ঠা পা্য় ।

কখনো পায় , কখনো পায়না । কবিতা ভাল লাগল সেলিম ভাই ।
ভাল থাকবেন ভাই । :)

০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: মাহমুদ০০৭ বলেছেন: মরণে সঞ্জীবিত হয় অপার সম্ভাবনা
যমদূতের হাত ঘুরে অধিকার প্রতিষ্ঠা পা্য় ।

কখনো পায় , কখনো পায়না । কবিতা ভাল লাগল সেলিম ভাই ।
ভাল থাকবেন ভাই । :)

কমেন্টে ধন্যবাদ। কখনো পায় না।অথচ আমরা রক্ত চাই। বঙ্গবন্ধু ও চেয়েছিল রক্ত যখন দিয়েছি আরো দেব। আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম।

নিরন্তর শুভকামনা থাকলো ।

২৯| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:০৬

সািহদা বলেছেন: ভাল লাগিছে ।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৩০| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৬

একজন আরমান বলেছেন:
ছন্দহীন কাব্যে ভালো লাগা কবি।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৩১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৫

লাবনী আক্তার বলেছেন: সাদা কাপড় আর নিরস জীবন
চুপচাপ নিথর নিরব ছন্দহীন কাব্যের মতন।
মাঝে মাঝে হাহাকার, হৃদয়বিদারী চিৎকার
বাঁজে শোক সঙ্গিত হয়ে ব্যথিত হৃদয়ে।

০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। শুভকামনা নিরন্তর ।

৩২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন কবি!+++

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো্

৩৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৪

বোকামন বলেছেন:
এমন কবিতা পড়তে চাই না, তবুও বারবার পড়তে হয় !
ভাই সেলিম আনোয়ার কৃতজ্ঞতা জানবেন।

০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

৩৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৪

সায়েম মুন বলেছেন: ভাল লিখেছেন কবি।

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৫৪

ভিয়েনাস বলেছেন: ছন্দহীন হলেও চমৎকার হয়েছে.....

ভালোলাগা জানালাম....

০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টেও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.