নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অজস্র ফুল পাখি আর বৃক্ষ সুশোভিত অরণ্যে কিংবা হাজার মানুষের ভীড়ে
এক তুমি আছো এ হৃদয় জুড়ে ।
হৃদয়ের সমীকরণ বুঝিনা, আমি বুঝিনা তার ব্যকরণ
মনের গহীনে শুনতে পাই তবু কেন তুমি অকরুণ?
বৃষ্টি যদি আকাশের কান্না হয় পৃথিবীকে ভালবেসে
সেই ভালবাসায় শীতল এ ধরনী বারিধারা বুকে তৃপ্ত হয় অবশেষে।
আমার এ কথামালি যদি প্রেমাশ্রু হয় প্রিয়া
তেমনি করে সুখ পাবে কিনা? জুড়োবে কি তোমার হিয়া?
মেঘমালা আজি দূত হলো তাই
তোমার তরে যেন যায় পৌঁছে যায়
মোর প্রেমের পত্রখানি ;
লিখেছিলাম তা তোমার পানে,
ছন্দ তানে কাব্য গানে
রাতের তারা চন্দ্র জানে
তুমি আছ মোর হৃদয় পানে হিয়ার সনে ;
কেড়েছো মোর হৃদয় খানি।
একটু ভাব একটু গভীর ভাবে মগ্ন হয়ে গভীর ধ্যানে
তুমি যার সাতজনমের তপস্যা মনে প্রাণে !
সূর্যস্নাত বিশুদ্ধ প্রেমে যে আকুল আহবানে তোমায় টানে!
বাসবে কিনা ভাল বলো সখি বাঁধবে কিনা তারে প্রাণের বন্ধনে ?
--------------------------------
উৎসর্গ -তুমি
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগা ১ম কমেন্টে ও ভাললাগায় অনেক ধন্যবাদ।আর নিরন্তর শুভকামনা ।
২| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩৭
মোঃ রুহুল আমীন২০১২ বলেছেন: ' হৃদয়ের সমীকরণ বুঝিনা আমি,
আমি বুঝিনা তার ব্যাকরণ'----- চমৎকার উক্তি ।+++++
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগা অনেক দিন পর এলেন কেমনআছেন।কমেন্টে ধন্যবাদ।
৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৪২
রুপম শাহরিয়ার বলেছেন: উৎসর্গ তুমি বলতে কি আমারে বুঝাইছেন?
লজ্জা পাইছি।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: তুমি
৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৪৩
বটবৃক্ষ~ বলেছেন: খুব সুন্দর .....।++++
ছবিটাও কবিতার মতোই সুন্দর.....
সূর্যস্নাত বিশুদ্ধ প্রেমে যে আকুল আহবানে তোমায় টানে!
বাসবে কিনা ভাল বলো সখি বাঁধবে কিনা তারে প্রাণের বন্ধনে ?
যেভাবে লিখেছেন, না বেধে পারবেনা এবার
ভালোলাগা নিয়ে গেলাম কবি......
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। না বেধে না পারে যাতে। ভাললাগা দিতে পেরে আমুদিত।নিরন্তর শুভকামনা ।
ওকে কদম ফুল দেব।
৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৪৩
কবি ও কাব্য বলেছেন: বাহ দারুন , আপনি তো দেখি দুর্দান্ত কবিতা লিখেন সেলিম ভাই ...... অনেক অনেক শুভ কামনা রইলো
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো
৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৪৬
কালোপরী বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:০২
সেলিম আনোয়ার বলেছেন:
৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: '' তুমি'' টা কে ?
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: তুমিটা তুমি। যে কবিতা পড়ে বুঝবেএটি তার জন্য তাকে নিয়ে লেখা ?সেই তুমি
৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:২৮
টানিম বলেছেন: আমি আছি ।
০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩২
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।কিন্তু আমার তিনি আছেন!
৯| ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৯
ডি মুন বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন:
১০| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম আমি আছি
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন:
১১| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:০৮
ঘুড্ডির পাইলট বলেছেন: মেঘমালা আজি দূত হলো তাই
তোমার তরে যেন যায় পৌঁছে যায়
মোর প্রেমের পত্রখানি ;
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩৪
জহীরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। চমৎকার লিখেছেন।
আমার প্রিয় একটি ফুলের ছবি দিলেন