নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তোমার অহংবোধ জন্মেছে খুব !

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫





তোমার অহংবোধ জন্মেছে খুব

ধরাকে সরা জ্ঞান করছ।

অহংকারে টুইটুম্বর তুমি ভাবছ কত কি?

ঘোর বরষায় পানি ফুলে ফেপে উপছে পড়া দীঘির মতন

দীঘিটির বিশাল জলাশয়ে বিলীন হবার সময় হলেই এমনটি হয়

তার জ্যামিতিক স্বকীয়তা হারিয়ে সে এক সর্বগ্রাসী হয়।



নিজেকে করে লয়

জমিজমা ভিটেমাটি সেগুলোর করে ক্ষয়

তাতে বাস করা মাছগুলো ও তাকে ছেড়ে পালিয়ে যায়।

নিজেকে নিজেই চিনতে পারেনা আসলে তার অস্তিত্ব ধ্বংস প্রাপ্ত হয়।



তুমি অহংকারী ইগোর পাহাড়

ইগোর পাহাড় আকাশ ছুয়েছো

অহংকারে পতন আছে কভু কি ভেবেছ।



ভেবেছ কখনো পাহাড়ের আছে শুধু ক্ষয়

পাহাড়ের আছে ধ্বস,

কত পাহাড় সাগর হয়েছে ভাবনি নিশ্চয়!



সে পাহাড়গুলো আর চেনা যায়না

সেগুলো আর আকাশ ছুয় না

সেগুলোকে কেউ আর পাহাড় বলে না।

সেগুলো আজ মস্ত জলাশয়।



যেমন ছিলে তেমনটি থাক

ভালবাসার মানুষটিকে একটু কাছে ডাক।

প্রেমে বিনয়ের সৃষ্টি

নিজেকে নতুন করে গড়ার শিল্প-কৃষ্টি।

তাইতো মানুষ ভালবেসে সৃষ্টি করে মিষ্টি মধুর ভোর

নতুন সূর্য নিত্য এসে দিয়ে যায় সোনালী রৌদ্দর।





বিনয়ে আছে সৃষ্টি

অহংকারে প্রলয় তুফান



তাই বলি ইগোর পাহাড় ভেঙে ফেল

মুছে ফেল থাকে যদি কোন অভিমান।



সম্মুখপানে চল

জীবনে তুমি সুখপাবে ,পাবে আনন্দমাখা চিরকল্যাণ।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর অভিব্যাক্তি
ভাল লেখনির শক্তি

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।

২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪০

স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++++++++

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাই মনে হয় কঠিন প্রেমে মজেছেন । :P :P :P
আরো মনে হয় প্রেমটা ওয়ান ওয়ে । =p~ =p~ =p~

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই। প্রেমটা কঠিন ।শক্ত প্রেম। এটা ই সত্যি কথা। প্রচন্ড প্রেমে তার রাগ হয়।
অন্য সময় সব ঠিক। প্রেম আমাকে ভেঙে চুরে গুঢ় গুঢ় করে দিচ্ছে।

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২১

অচিন তারা বলেছেন: প্রেমে ভেঙ্গে চুড়ে দেয়াতেই আনন্দ :) :) :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: তাই ভেঙ্গে চূরে মজবুত করে দিচ্ছি। কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৪

এক্সপেরিয়া বলেছেন: প্রেমিক কবিতা দেবদাসের পছন্দ হয় না.... :P :D

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা ভাইয়া +++++++++++++++++++

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

বিষন্ন একা বলেছেন: ওরা বুঝে না, বুঝার চেষ্টাও করে না....
দারুন হয়েছে +++

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১

ফারিয়া বলেছেন: লেখাটায় ছন্দ কোথাও কোথাও কেটে যাচ্ছিলো। কবিতার মুলভাব চমৎকার, হয়তো আরেকটু পরিবর্তনে সৌন্দর্য বাড়বে। আশা করি ভালো থাকবেন। চেষ্টা অবিরত হোক! :)

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ...ব্লগে সুস্বাগতম।নিরন্তর শুভকামনা থাকলো ।

৯| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০২

বটবৃক্ষ~ বলেছেন: +++++

০৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:২৮

সেলিম আনোয়ার বলেছেন: + এ ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১০| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

৫ নং প্লাস বড় ভাই।

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো।

১১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫

শাহজাহান মুনির বলেছেন: তাই বলি ইগোর পাহাড় ভেঙে ফেল
মুছে ফেল থাকে যদি কোন অভিমান।

সম্মুখপানে চল
জীবনে তুমি সুখপাবে ,পাবে আনন্দমাখা চিরকল্যাণ।



অনেক অনেক অনেক ভাল লাগা।
+++++++++++++++++

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

১২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ইদানিং ব্লগে বেশিসময় থাকতে পারি না......


সামনের মাসে প্রিটেস্ট..এরপর টেস্ট

আপনার ব্লগে তাই কমেন্ট করতে পারি না।


যাই হোক, চমৎকার লিখেছেন সবসময়ের মতোই!!!!

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। সময় করে কবিতা পাঠ ও কমেন্ট করার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.