নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চাঁদ দেখা :-
যতক্ষণ পর্যন্ত চাক্ষুস চাঁদ দেখা প্রমাণিত না হত.ততক্ষণ পর্যন্ত রসুলুল্লাহ ছাল্লাল্লাহ আ্লাইহি ওয়াসাল্লাম রোজা করতেন না। একবার হযরত ইবনে ওমর রাঃ এর সাক্ষ্য গ্রহণ করে রোজা রাখেন।(জাদুল মায়াদ) ।শাবানের ২৯ তারিখে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পরদিন তিনি রোজা রাখতেন না। এ ই ক্ষেত্রে তিনি শাবানের ৩০ তারিখ পূর্ণ করার হুকুম দিতেন।(জাদুল মায়াদ)
হযরত আবু হুরায়রা রাঃ বর্ণনা করেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, চাঁদ দেখে রোজা রাখ এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ কর।যদি ২৯ তারিখে চাঁদ দেখা না যায় তবে্ শাবানের ৩০ তারিখের গণনা পূর্ণ করবে।(বোখারী,মুসলিম, মায়ারেখ)
সেহরীঃ-
রাসুলুল্লাহহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন,সেহরীতে বরকত রয়েছে। সুতরাং কখনো সেহরী ত্যাগ করবে না। যদি কিছুই না পাওয়া যায় তবে এক ঢোক পানি হলেও পান করবে। যারা সেহরী খায়,তাদের উপর আল্লাহতায়ালা রহমত নাজিল করেন, ফেরেশতারা তাদের কল্যাণ কামনা করে দোয়া করে। (মুসনাদে আহমাদ, মায়ারেফ)
ইফতারঃ-
হযরত আবু হোরায়রা রাঃ হতে বর্ণিত আছে,রছুল সঃ বলে, আল্লাহ পাক এরশাদ করেছেন, আমার নিকট ঐ বান্দা অধিক প্রিয় যে শীঘ্র ইফতার করে ( অর্থাৎ-সূর্যাস্তের পর মোটেই বিলম্ব করে না)। (তিরমিজী , মায়ারেফুল হাদীস)
হযরত সালমান ইবনে আমের রাঃ হতে বর্ণিত, রাসুল সাঃ এরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেহ রোজা রাখলে সে যেন খেজুর দ্বারা ইফতার করে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করে।কেননা আল্লাহ পাক পানিকে পবিত্র করে সৃষ্টি করেছেন। (মুসনাদে আহমাদ, আবু দাউদ, তিরমিজী, ইবনে মাজা, মারেফুল হাদিস)
হযরত আনাস রাঃ বর্ণনা করেন ,রসুল সাঃ মাগরিবের নামাযের পূর্বে কয়েকটি খেজুর দিয়ে ইফকার করতেন।সময়মত পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। আর শুকনা খেজুরও না পাওয়া গেলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। (তিরমিজী ,মায়ারেফ)
গীবত:-
হযরত আবু ছাইদ খুদরী রাঃ এবং হযরত জাবের রাঃ হতে বর্ণিত,রাসুল সঃ এরশাদ করেছেন, গীবত ব্যভিচার হতেও গুরুতর অপরাধ। কোন ছাহাবা বললেন হুজুর গীবত ব্যভীচার হতেও গুরুতর হওয়ার কারণ কি? তিনি এরশাদ করেন মানুষ দুর্ভাগ্য ক্রমে ব্যভিচার করে ফেললেও কেবল তওবার মাধ্যমে ই আল্লাহপাকের পক্ষ হতে তাহার মাগফিরাত ও ক্ষমা হতে পারে। কিন্তু গীবতকারীকে যতক্ষণ না খোদ সে ই ব্যক্তি ক্ষমা করবে-যার গীবত করা হয়েছে; ততক্ষণ আল্লাহর পক্ষ হতে তাকে ক্ষমা করা হবে না। (বায়হাকী ,মারেফুল হাদীস)
হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত, নবী করীম সাঃ একদিন এরশাদ করলেন ,তোমরা কি জান,গীবত কাকে বলে? ছাহাবারা আরজ করেন, আল্লাহ এবং তার রাসুল ই ভাল জানেন।তিনি এরশাদ করলেন,তোমার ভাইয়ের এমন কোন দোষ আলোচনা করা যা প্রকৃত পক্ষে ই তার মধ্যে বিদ্যমান। যদি তার মধ্যে ঐ দোষ না থাকে তবে উহা হবে বোহতান (অপবাদ), যাহা গীবত অপেক্ষাও গুরুতর। (মুসলিম)
(বই- ওসওয়ায়ে রাসূলে আকরাম সাঃ থেকে সংগৃহিত)
গীবত করা পাখির গোশতের মত স্বাদযুক্ত। তবে তা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মত জঘন্য। তাইতো বলি আত্নশুদ্ধি, আত্নশুদ্ধি আত্নশুদ্ধি। নো সমালোচনা।
অসুন্দর কিছূ হাত দিয়ে প্রতিহত করা , না পারলে মুখে নিষেধ করা সেটিও না পারলে অন্তর থেকে ঘৃণা।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্বাদ লিংক দেয়ার জন্য ।
২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৬
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: বেশ কিছু জানলাম। পোস্টে প্লাস।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৩
নীল-দর্পণ বলেছেন: আল্লাহ আমাদের সকল খারাপী হতে দূরে থাকার তৌফিক দিন।
খেজুর দিয়ে ইফতারটা মনে হয় নসিব থেকে উঠেই গেলো (খেজুর সহ অন্যান্য আঠালো মিষ্টি খাবার খেলে দাঁতে ভয়াবহ ব্যাথ্যা করে)
০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০
সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা। তাহলে পানি খাবেন। সমস্যা সৃষ্টি করা অনুচিৎ
৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ প্রয়োজনীয় পোস্ট।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।
৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০
বোকামন বলেছেন:
আস সালামু আলাইকুম।।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ওয়া লইকুম সালাম কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২
পাকাচুল বলেছেন: গীবত থেকে দুরে থাকা উচিত।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কমেন্টে ও পাঠে ধন্যবাদ।
৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক তথ্যবহুল পোষ্ট
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
শুভকামনা তাই
ভাল থাকা চাই
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।পরিবেশ বন্ধু । ভাল থাকবেন।
৮| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: গীবত খুবই খারাপ জিনিস। আমি দুই চৌক্ষে দেকতারিনা......
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।
৯| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০
এক্সপেরিয়া বলেছেন: রমযানের শুভেচ্ছা....
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন সবসময়। শুভকামনা ।
১০| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো পোস্ট।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
১১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৭
আমি তুমি আমরা বলেছেন: হযরত সালমান ইবনে আমের রাঃ হতে বর্ণিত, রাসুল সাঃ এরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেহ রোজা রাখলে সে যেন খেজুর দ্বারা ইফতার করে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করে।কেননা আল্লাহ পাক পানিকে পবিত্র করে সৃষ্টি করেছেন। (মুসনাদে আহমাদ, আবু দাউদ, তিরমিজী, ইবনে মাজা, মারেফুল হাদিস)
আম জানতাম খেজুর, না পেলে দুধ আর তাও না পেলে তবে পানি। একটু সোর্সটা চেক করে দেখবেন? আমার ভুলও হতে পারে।
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার এই হাদীসে এটাই আছে ।দুধের ব্যাপারটাআমি পাইনি কোথাও।
১২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
রমজানুল মোবারাক
০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ।ভাল থাকবেন সবসময়।
১৩| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৬
সায়েদা সোহেলী বলেছেন: আমাদের উপমহাদেশের অন্যতম বড় সমস্যা এই গীবত যা অন্য কোন জাতির মধ্যে আমি এতটা দেখি নাই । আমাদের অবসর মানেই অন্য র সমালোচনা , যা আগে একচেটিয়া মহিলাদের মাঝে ছিলো কিন্তু এখন বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখি ইহা নারী পুরুষ নির্বিশেষে মহামারির রুপ নিয়েছে ।
যারা করছে তারা হয়তো বুঝতেও পারছেনা কথার ছলে তারা নিশ্চিত আগুন. পথে হাটছে ।
।ধন্যবাদ সেলিম
১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: শুধু মাত্র খারাপ অংশটুকু হাইলাইট করে প্রচার করার কথা বলার বদ অভ্যাস আমরা রচনা করেছি।
১৪| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল পোস্ট!
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯
মেহেদী হাসান '' বলেছেন: ভালা পোস্ট
১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১৬| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১০
বাংলাদেশী দালাল বলেছেন:
অনেক ভালো পো্স্ট। এমন পোস্ট পুর রমজান জুড়ে চাই।
++++
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩
বংশী নদীর পাড়ে বলেছেন: রমজানের ডাক