নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মিলন কাব্য

১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯





সাতজনমের তপস্যা আমার

ভালবেসে গেছি তোমায় অসীম নিলীমার;

তুমিও বেসেছো বোধ হয় ভালো

রঙিন আলোয় সারা পৃথিবীটা করিছো ঝলমলো।



আমার অনূভূতি আর আবেগকেই সাজিয়েছো তুমি বেশ

অনেক মায়ায় অনেক প্রেমেও কাটেনা তার রেশ।



তোমার আমার মাঝে দেয়াল আছে মানি

সেটাও ভেঙে ফেলা অসম্ভব নয় জানি।



পরাজয় মেনে নিয়েছো

আজ প্রমান হলো খাটি সোনা হয়েছো

পরাজয়ে দারুণ খুশি তুমি

এতদিনে বুঝিছো সখি প্রেম সেতো এমনই অনেক দামী।



প্রেম সব ওলট পালট করে দেয়

আমার আমিকে ‍দূরে ঠেলে তোমার তুমিকে বেশি আপন করে নেয়।



আমার সৃষ্টিতে শুধু তুমি ছিলে

তোমার সৃষ্টিতে আজ শুধু আমিই মেলে।



আমাকেই সৃষ্টি করছ নতুন নতুন সাজে

তোমার হৃদয়ে সখি হায় আমারই সুর বাজে।



আমার কবিতা তুমি

তোমর ছন্দে আনন্দে নৃত্য গীতে ও দেখি আমি।



ভুলে গেছি পার্বতী ভুলে গেছি হৈমন্তি নার্গিস ভুলে গেছি সুরঞ্জণা

ভুলে যাও নজরুল ভুলে যাও দেবদাস ভুলে যাও বিচ্ছেদ বেদনা।



মিলন কাব্য হবে

বিচ্ছেদ বিরহকাব্য ঝেড়ে সখি তুমি আমার হবে।



মিলে মিলে মিলন কাব্য তোমাতে আমাতে রচিল কি সমুধর!

সুখের পাখিরা বাধে বুঝি ঘর !

উষার আকাশে এসেছে দেখ সোনাঝরা রোদ্দুর।



মন্তব্য ৩৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: একটি বাজে কবিতা।

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১০

সুপান্থ সুরাহী বলেছেন:


মিলন কাব্য হবে
বিচ্ছেদ বিরহকাব্য ঝেড়ে সখি তুমি আমার হবে।


চমৎকার...

+++ লন ভাই!

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

আমিই মিসিরআলি বলেছেন: মিলন কাব্য,বাজে কেন হবে B:-) !

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমার সব কাব্যই বাজে.....তবে আমাকে এজন্যই বেশি লাইক করে।

কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।

৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬

তারছেড়া লিমন বলেছেন: কবিতা ভাল হযেছে ভাই+++++++++++++++++

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই তো হয়েছে ভ্রাতা +++++++

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮

অদৃশ্য বলেছেন:





সেলিম ভাই


''তোমার আমার মাঝে দেয়াল আছে মানি
সেটাও ভেঙে ফেলা অসম্ভব নয় জানি।''_____ সেইতো, সম্ভব



লিখাটি ভালো লাগছে আমার...
শুভকামনা...

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর প্লাসে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৭| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৪

এক্সপেরিয়া বলেছেন: অচলিন....

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫১

সািহদা বলেছেন:
”মিলন কাব্য হবে
বিচ্ছেদ বিরহকাব্য ঝেড়ে সখি তুমি আমার হবে “

আমি নতুন করে আর ভূল করতে চাই না । আমি যেমন আছি তেমনই থাকতে চাই । সেলিম ভাই কিছু বুঝলেন না তো ?? হা হা হা

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ভুলতো মানুষ ই করে। ওটা মানবিক গুণ। কিছু বুঝতে পেরেছেন? তেতুল সোনা পড়লে রাগ করবে।

কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

৯| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো। :)

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো।

১০| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২১

ৎঁৎঁৎঁ বলেছেন: সুখের পাখিরা বাধে বুঝি ঘর !
উষার আকাশে এসেছে দেখ সোনাঝরা রোদ্দুর


ভালো লাগা রেখে গেলাম সেলিম ভাই!

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো ।

১১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

রেজোওয়ানা বলেছেন: বেশ হয়েছে.....

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। ভাল থাকবেন সবসময় ।

১২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ নিরন্তর শুভকামনা থাকলো ।

১৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

মাক্স বলেছেন: বাজে কেন? ভালই তো লাগলো!

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সে তো বাজে বলেছে তাই। ভাল লাগার জন্য ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১৪| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা ভাল হযেছে ভাই

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

১৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
বিচ্ছেদ বিরহকাব্য ঝেড়ে সখি তুমি আমার হবে।

ভাললাগা রেখে গেলাম কবি।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্অসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা কবি

১৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৩

রোমেন রুমি বলেছেন: কবিতায় তবলার তাল খুজে পেলাম ।

সেলিম ভাই , কেমন আছেন ?

শুভ রাত্রি ।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।গতকাল একটা ব্যাপারে মেজাজ বিগরে আছে। বিসিএস নিয়ে লেখায় একটা বিচ্ছিরি গালি দিয়েছি তা দেয়ার জন্যও সে দায়ী ।

১৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

মিলন কাব্য ভালো লাগল বড় ভাই।

১৮| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৫

বাংলাদেশী দালাল বলেছেন:
ওয়াও সেলিম ভাই কবিতা তো ফাটাফাটি।
+++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.