নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রহসন

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

ঘসেটি বেগমের কাসিমবাজার কুঠি

বাংলার আকাশ দগ্ধ হলো বৃটিশ সূর্য ওঠি।

সেই যে গেল বাঙলার সূর্য ওঠলো না আর কভু

ফিরীঙ্গি আর হানাদার ,

সঙ্গে এবার যুক্ত হলো নব্য রাজাকার

তাদের দহনেই প্রাণের বাঙলা দগ্ধ বারেবার।

মুখে তাদের দেশপ্রেম আছে মেলা

তাদের চাটুকারিতায় ব্যস্ত আছে রঙবেরঙের চেলা।

বর্ণচোরার দল

দেখতে শালারা যষ্ঠিমধু আসলে গন্দম ফল।

সেজেছে যে সাধু ধর্ম দিয়ে শরবত গুলে দেখাচ্ছে নানাযাদু

স্বাধীনতার ধ্বজা ধরে রাজনীতি সে তো বেশ

সুযোগ বুঝে পাল্টি মারে দেশটারে করে শেষ।

দেশের মানুষরে দেয় ধোকা

বিচারের নামে অবিচার করে করে আমাদের বোকা।

বাংলার জনতা গভীর দীর্ঘশ্বাসে !

বিয়াল্লিশ বছর পেরিয়েও কেমন স্বাধীনতাটারেই খোজে ।

আর কতকাল চলবে বল এমনই প্রহসন

সঠিক বিচার কখন পাবে ভাবি বাংলার জনগণ।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৫

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: অনেক সুন্দর লিখেছেন, ১ম ভালো লাগা রইলো। :)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ মনীষা..বাংলাদেশের মানুষ ন্যায্য বিচার পাবে কবে ?

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪

হাসান বৈদ্য বলেছেন: ভালো হয়েছে

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: স্বাধীন ট্রাইবুনালের বিচার নিয়ে মন্তব্য করবো না।
তবে আমুলিকের কপালে খারাপি আছে সেটা হগ্গলেই প্রায় নিশ্চিত।
নিজের নৌকা রাইখা অন্যের নৌকায় আরেকটা পা দেবার খেসারত তারা পাবে।

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৪| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো হয়েছে

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা থাকলো ।

৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

বটবৃক্ষ~ বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো হয়েছে

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৬| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

শুধুই প্রহসন

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: sohomot...

৭| ১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা X( X( X( :(

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

রোমেন রুমি বলেছেন: আর কতকাল চলবে বল এমনই প্রহস


নষ্টামির একটা সীমা অন্তত থাকে । কি বাল ছাল চেতনা নিয়ে রাস্তায় চেচাম্যাচি করি ! গলা ফাটাই ! কিছুদিন পর এই দেশে কারা মুক্তিযুদ্ধ করছে তাদের খুজে খুজে ফাঁসি দেয়ার সময় আসছে !
সব শালা চাটুকার , নিমকহারাম , বিশ্বাস ঘাতক , দালাল ।
নষ্টামির একটা সীমা অন্তত থাকা উচিত ! শুধু ক্ষমতা ভাগাভাগি আর লুটপাটের ধান্দা ।
আমরা শালা শুধু শুধু কষ্ট পাই ।

অশালীন ব্যবহারের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি সেলিম ভাই ।

লেখা ভাল লাগল ।
ভালথাকবেন
শুভ দুপুর ।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সব প্রহসন। প্রহসন। নিজের ক্ষমতা দর্শন। ইচ্ছা হলো ফাসি। ইচ্ছা হলো না যাবজ্জীবন। স্বৈরাচার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.