নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিষাদী প্রেম

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬





জানি বিধাতা প্রেমে বিষাদ ঢেলে দিয়েছেন

আর বিষাদের পেয়ালা হাতে পেয়েছিলেম তোমার থেকেও।



তুমি কিন্তু বিধাতা নও আমার

তার চেয়ে কমও নও কিছু

বিধাতার কথা কদাচিৎ মনে পরে

আর তুমি থাক হৃদয় জুড়ে

আলো আধারীর খেলায় মত্ত

হৃদয় নিয়ে খেল

দমরে মুচরে কুন্ডলী পাকিয়ে ফেলে দাও ছুড়ে

সর্গ মর্ত্য ছেড়ে

অনেক দূরে

দূর অজানার অচেনা এক ছায়াপথের কৃষ্ণগহবরে।





সেখানে শুধুই আধার

নিকষ অন্ধকারে কিছই পাইনা খুজে খুজে মরি;

দু-একবার হয়ত বিধাতাকে স্মরি,

সেখান থেকে পরিত্রাণের আশায়

বিধাতা নাখোশ হন জেনে তাকে ছেড়ে কেন উপসনা করি তোমায়।

তারপর বিষ ঢেলে দেন

আকন্ঠ বিষে নিমজ্জিত থাকার পর রক্ষা পাই সে যাত্রা

ভুলে যাই সবই এক নিমিষে

লুব্ধকের প্রাজ্জ্বলতা নিয়ে তোমার রাজসিক প্রত্যাবর্তন হয়

প্রমোদ গণি মনে মনে এ যাত্রা যেন রক্ষা হয়।



রক্ষা হয়না তোমার হাত থেকে বিষাদের পিয়ালা

সে আমার পরম চাওয়া কামনার সপ্তডিঙা

তুমিও সদা প্রস্তুত আমার হৃদয়টা খেলনা তোমার

আর তোমার হৃদয় মরিচিকা আমার কাছে।



মরিচিকার ভ্রমে মত্ত আমি দিকভ্রান্ত পথিকের মতন

বারবার পথ হারাই তোমার পানে

বারবার ছোটে যায় এ হৃদয় তোমার টানে ;



যদি কোনদিন কোন ক্ষণে করুণার ঝরণাধারা হয়ে ওঠ!

আমার বিষাদী মনে সুখের পরশ দানে তীব্র বেগে ছোট!!







ছবি-গুগল

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

খেয়া ঘাট বলেছেন: যদি কোনদিন কোন ক্ষণে করুণার ঝরণাধারা হয়ে ওঠ!
আমার বিষাদী মনে সুখের পরশ দানে তীব্র বেগে ছোট!! বাহঃ কী অপূর্ব। কি আকুল করা ভালোবাসা।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস। ঈদমোবারক।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ও প্লাসে অনেক ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো!

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ চমৎকার লাগায় ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ । +

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

তারছেড়া লিমন বলেছেন: সেখানে শুধুই আধার
নিকষ অন্ধকারে কিছই পাইনা খুজে খুজে মরি;
দু-একবার হয়ত বিধাতাকে স্মরি,
সেখান থেকে পরিত্রাণের আশায়
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কোবতে লেখারইচ্ছে হলো লিখে ফেললাম। ৫ মিনিটে ।তাজা কবিতা । ধন্যবাদ । ভাল থাকবেন সবসময় ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

বাংলার হাসান বলেছেন: রক্ষা হয়না তোমার হাত থেকে বিষাদের পিয়ালা
সে আমার পরম চাওয়া কামনার সপ্তডিঙা
তুমিও সদা প্রস্তুত আমার হৃদয়টা খেলনা তোমার
আর তোমার হৃদয় মরিচিকা আমার কাছে।
চমৎকার

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

বিষাদ ময় লাগল।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।একটু বিষাদ ঢেলে দিলাম।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:২৬

আমিই মিসিরআলি বলেছেন: ৩য় প্লাস +++
ভালো আছেন সেলিম ভাই ?

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেআর প্রাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো ।

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি।আপনি কেমনআছেন?

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার ....


++++++

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৩:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৩

এক্সপেরিয়া বলেছেন: দারুণ হৈছে.....

০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে। ভাল থাকবেন সব সময়।বন্ধুদিবসের শুভেচ্ছা

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৫

অদৃশ্য বলেছেন:




চমৎকার লাগলো লিখাটি সেলিম ভাই


শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

১১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

মো: আতিকুর রহমান বলেছেন: অসাধারন ভাই... ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.