![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
শক্ত করে বেধে রেখো হাতে হাত
নতুন দিনের ওঠে যদি নতুন প্রভাত
তাতে কি ?
ভুল হলে ক্ষমা চাইতে নেই।
দুঃখিত হতে নেই।
উপকার করে ও ধন্যবাদ চায়না যে ,
বন্ধুজন সে ।
এই সম্পর্ক চির যৌবনা
তাতে বয়সের ছাপ পরে না মরিচা ধরেনা
ধনি দারদ্রির বৈষম্য তাকে প্রভাবিত করেনা।
লিঙ্গভেদেও তার কোন ভেদাভেদ নেই
যেখানেই বিড়ম্বণা বাধা কিংবা সুখের ছোয়া নেই বন্ধুত্ব সেখানেই।
সঙ্গ দোষে লোহা ভাসে
বন্ধু দোষে বন্ধু নাশে
বন্ধুত্ব চাই সৎজনে
জুড়াইবে তা প্রাণ সুখের দিনে
দুঃখ লাঘবে দুঃখীজনে বন্ধু দুহাত বাড়ায় আপন মনে
তাই বন্ধু যে জন
শ্রেষ্ঠ সে জন।
শুভকামনা আপনমনে।
বন্ধুদিনে বন্ধুজনে ।
---------------------------------
বন্ধু শ্রেষ্ঠা
বন্ধু শ্রেষ্ঠা প্রণয়নী দেবী,
তুমি বিহনে কিছুটি নই আমি
তুমি ছিলে তাই কাব্য সুরে
গেয়ে যাই প্রেমের কাব্য,
গড়ে ফেলি নতুন কীর্তি
তাই তোমাকে চাই
হৃদয় মাঝে তোমাকেই যেন পাই।
প্রাণের মাঝে নবস্পন্দন তুমি
প্রেরণা তুমি দিয়াছো বিলায়ে,
ভালবাসায় নিয়াছো জড়ায়ে
তোমার ই প্রেরণা কবিতা হয়ে আসে।
কখনো বা সাফল্যের নবদিগন্ত উন্মোচিত হয়
তোমার ডানায় ভর করে ওড়ে চলি
নীল আকাশে ভেসে চলি
অথৈ সাগরে অষ্টপ্রহরে
খ্যাতি নয় তোমাকেই খুজি
বন্ধু শ্রেষ্ঠা প্রাণের প্রিয়া তোমাকেই বুঝি।
-----------------------------------------------------
বন্ধুদিবসে সকল বন্ধুকে লালগুলাপ শুভেচ্ছা।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কমেন্টেও শুভেচ্ছায় । ফুলটা অনেক সুন্দর। খুব ভাললেগেছে।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি হচ্ছেন সামু ব্লগের সময়উপযোগী কবি!
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
একজন আরমান বলেছেন:
বন্ধু দিবসের শুভেচ্ছা।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ।চমৎকার একটা হলুদ ফুল নির্বাচন করার পরও সেটি এড করতে পারিনি পোস্টে। পড়ে ভিডিও এড করে দিলাম।সকালে দেখি একজন সুপ্রিয় ব্লগার আমাকে হলুদ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা থাকলো সুপ্রিয় আরমান ভাই।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠা ঠা ঠা
বন্ধু দিবসের শুভেচ্ছা।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। ঠা ঠা ঠা
বন্ধু দিবসের শুভেচ্ছা আর শুভকামনা ।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:২২
মামুন রশিদ বলেছেন: শুভকামনা আপনমনে।
বন্ধুদিনে বন্ধুজনে ।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন:
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এক বছরে ৩৬৫ টা পোস্ট!!!!!!
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল....
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।
৭| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
শায়মা বলেছেন: বন্ধু দিবসের শুভেচ্ছা ভাইয়া।
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১০:০৪
সেলিম আনোয়ার বলেছেন: মোর স্বপ্নের সাথি তুমি কাছে এসো আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাক বৃথা যায় দিন তুমি তবু আস নাতো................এসো গো......
ভীরু দৃষ্টি মরি কি সৃষ্টি
লাগে যে মিষ্টি
এসো গো কাছে দেখা দিয়ে তুমি মিছে মন রাখো
ভীরু দৃষ্টি মরি কি সৃষ্টি লাগে যে মিষ্টি এসো গো কাছে...........
কেন হায় বলনা কর এ ছলনা শুধু শরমে থাক সরে
কেন হায় বলনা কর এ ছলনা শুধু শরমে থাক সরে
মুখেরও ছবি তুমি মোর চোখে আঁক..................................মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো....................
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪
তারছেড়া লিমন বলেছেন: শুভ হউক বন্ধুত্ব..............
০৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:২৮
মোমেরমানুষ৭১ বলেছেন: বন্ধুদিবসে সকল বন্ধুকে লালগুলাপ শুভেচ্ছা