নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঈদের খুশি

১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২

ঈদের খুশি শুধু কি খুশি হওয়া ?নাকি খুশি করা

হাস্যোজ্জল যে শিশুটি উঠোনে আনন্দে মাতোয়ারা

ঈদে তার আনন্দে জগৎ আলোকিত উদ্ভাসিত

পথের শিশুটি যার বেদনার্ত জীবন;

দুবেলা অন্ন জোটে না তার সময় মতন;

একটি ছেড়া নাল পীরনে আবদ্ধ তার কষ্টক্লিষ্ট জীবন,

না পাওয়ার যাতনায় অল্ংকৃত সে এক অবহেলিত মন।



যে মানুষটি হাসতে ভুলে গেছে ভাগ্যের নির্মম পরিহাসে

নুন আনতে পান্তা ফুরোয় নিত্য যখন দুঃখরা করে খেলা অট্টহাসে

সেও শিশু! সেও মানব! হাসিবার তার পূর্ণ অধিকার।



শোকার্তে সুখ বিলোবে যে জন

স্রষ্টারে খুশি করিলো সেজন

ঈদের খুশি পূর্ণতা পেল রে মন।



তাই বলি অনাহারে অন্ন দাও

বস্ত্রহীনে বস্ত্র দাও

অন্ধজনে দেহ আলো

দরিদ্রজনে বাসো ভালো

বেদনায় নীল ধরণীরে হাসির ফোয়ারা দানো।



খুশির দিনে খুশিমনে সকলজনে আনন্দগানে হয়ে যাও মাতোয়ারা

মানবতার বিজয়রথে সাঝ প্রভাতে হয়ে যাও অগ্রদূত রচে যাও নব আনন্দধারা।





মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কবিতা
আমাদের মানবিকতা অবশ্যই ফেরানো দরকার ওদের তরে
যাদের নেই সহায় , নিঃস্ব অথবা আস্তাখুরে
এঁদের মুখেও ফুঁটাই হাসি ভাল নজরে
সুন্দর কবিতায়
ধন্যবাদ

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: মানবতা বাদী কবিতা পরিবেশ বন্ধুর ইপস্থিতিতে খুশি হলাম।আপনার আর স্বর্ণার ভালবাসা কেমন চলছে। ভাল থাকবেন নিরন্তর।

২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সুন্দর!!!

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও প্লাসে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা থাকলো্ ।এখন কবিতার ভাষা কাতারে কাতার ।হাজারে হাজার।

৩| ১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৫

অর্থনীতিবিদ বলেছেন: ভাষাশৈলীর বিবেচনায় চমৎকার একটি কবিতা এটি। স্বার্থপরের মতো শুধু নিজের ভোগ নয়, বরং কিছু না পাওয়ার আকাঙ্খা করে অপরের অভাব দুর করে মুখে হাসি ফোটাতে পারলেই প্রকৃত আনন্দের স্বাদ আস্বাদন করা যায়। আশা করি কবিতাটি পাঠ করে সকলে এর অন্তর্নিহিত মানবিকতার আবেদনটিকে হৃদয়াঙ্গম করতে পারবে।

১২ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করি কবিতায় মেসেজ দিতে।মানুষের বিবেকে যদি একটু হলেও দোলা লাগে। চমৎকার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো।

৪| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর +++

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল লাগা জানবেন কান্ডারী।

৫| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

বোকামন বলেছেন:
মানবতার বিজয়রথে সাঝ প্রভাতে হয়ে যাও অগ্রদূত রচে যাও নব আনন্দধারা।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।ভাললাগা জানবেন। সুপ্রিয় ব্লগার।

৬| ১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.