নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে মানবী শর্তহীন ভালবাসা নয় মিছে,
আবেগে উচ্ছ্বাসে তার সুনিপুণ অবতারণা,
ঠেলে দিয়েছে আমায় দূরে দিয়ে দাহ যন্ত্রণা;
কত বিষন্ন রাত শুধু প্রতীক্ষায় গেছে।
কত বিরহ স্মৃতি দিয়েছে উপহার,
বৃথাই জীবন কেটেছে তার বিহনে,
কত ব্যাঘাত কত যে আঘাত সহনে,
স্মৃতিরা রোজ গেঁথেছে মালা ব্যর্থতার।
সখী কভু তুমি সুখী হতে চাও যদি!
দুঃখ গুলিকে চাপা দিয়ে অনুরাগে,
অন্য কারে নিয়ে নতুন কুসুম বাগে,
বহে সুখধারা শুকায় দুঃখ নদী।
বৃষ্টি বিনে চাতক যেমন দিশেহারা;
পুষ্প বিনে তেমনি দুখী প্রাণভ্রমরা।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: একেবারে বিশ্লেষণ করে দিলাম।এটা স্যার থমাস উইয়াট এর সনেট ষ্টইল অনুকরণে লিখলাম।
কমেন্টে ধন্যবাদ।
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৩
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস।
ষটক ?
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৫
সেলিম আনোয়ার বলেছেন: একটা চতুষ্কোন আর শ্লোক মিলে এধরণের সনেটে ষটক হয়। তেমনটি করা হয়েছে।
কমেন্টে ধন্যবাদ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
বোকামন বলেছেন:
দুঃখ গুলিকে এখানটাতে ভালো লাগলো না ।
কবিতা ষটক সুন্দর ....
+
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।
কি দিলে ভাল হতে পারে মনে করেন।
আমিও মাথায় রাখলাম। দেখা যাক ডিজিটাল কবি আমি ঘুরিয়ে দিবো প্রয়োজনে।
ভাল থাকবেন শুভকামনা।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৫
অস্পিসাস প্রেইস বলেছেন:
গানিতিক কবিতায় শর্তহীন ভালোবাসা। + ।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা। সুপ্রিয় ব্লগার ভাল থাকবেন।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬
এন এফ এস বলেছেন: ষটক না ষষ্টক? আর প্রতি চরণে তো ১৪ বা সমপরিমাণ বর্ণ হওয়ার কথা আমি যতদূর জানি :/
কিন্তু মোটামুটি ভালই হয়েছে
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ষটকই বলা হয়।প্রতিটি লাইনে ১৪ মাত্রা সহ সব গুলো সনেটিয় বৈশিষ্ট্য উল্লেখ করা আছে।
ভাল থাকবেন। কমেন্টে ধন্যবাদ।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
কেটেছে মোর পিছে।
এখানে মিছে দিলে কেমন হয়?
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আসলে ১ম বাক্যের শেষে মিছে আছে। আর এখানে পিছে বলথে পিছনে বা পাছে বুঝানো হয়েছে।
কমেন্টে ধন্যবাদ সুমন কর ।
শুভকামনা থাকলো ।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪
আম্মানসুরা বলেছেন: প্লাস
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আম্মানসুরা। ভাল থাকবেন।
৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:১১
আমি অপদার্থ বলেছেন: সনেট
২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সনেট লেখার অপচেষ্টা অপদার্থ
৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০
এন এফ এস বলেছেন: ষটক না ষষ্টক আমি কনফার্ম
২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১১
সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে। আমি সহজ করে ষটক বলবো। ষষ্টক নো প্রেবলেম।
ধন্যবাদ।কমেন্টে।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
বৃষ্টি বিনে চাতক যেমন দিশেহারা;
পুষ্প বিনে তেমনি দুখী প্রাণভ্রমরা।
সুন্দর কবিতা।
+++++ রইলো কবি
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬
আমিই মিসিরআলি বলেছেন: বৃষ্টি বিনে চাতক যেমন দিশেহারা;
পুষ্প বিনে তেমনি দুখী প্রাণভ্রমরা।
ভালো লাগলো
২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ। কমেন্টে। শুভকামণা থাকলো।
১২| ২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ
২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ভাল লাগলো একজন গ্রেট ব্লগারের কবিতাটি দারুণ লেগেছে জেনে। সত্যিকার অর্থে নিজেকে অনেকটা সফল মনে হচ্ছে।
কান্ডারী শুভকামনা থাকলো।
১৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
মোঃ ইসহাক খান বলেছেন: আবারো সনেট। সত্যিই ক্ষমতার পরিচয় দিচ্ছেন।
২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
ঢাকাবাসী বলেছেন: দারুণ তো!