নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দুইটি সনেট প্রচেষ্টা

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

শীতের সকাল



শীতের সকাল এলো শুকণো পাতায়,

ভোরের শিশির ,নিশির ক্রন্দনে বুদ;

পাতা ঝড়ানোর গানে সরষে হলুদ,

নরম রোদে ,ঘন সবুজে মুগ্ধতায়।



শীতের ভাঁপা পিঠা অলস ভোরে দানে

ঘন কুয়াশার স্বপ্নজাল বুনে গীতে

ভোরের আলোয় রাতের কালোয় মেতে

পৌষ মাঘে কুসুম কাননে মুগ্ধ প্রাণে।



শীতের চাদরে ঘাসের শিশির প্রিয়,

নাঙা পায়ে সবুজ ঘাসে শিউলি হাসে,

কুয়াশার চাদর গায় সকাল আসে,

এমন সময় শুধুই মুগ্ধতা নিয়ো।



হাড় কাঁপানোর শীতে ভোরের শিশির

পরশ বুলায় মনে ঝরা শিউলির ।





হেমন্ত বেলায়



হেমন্তের উৎসবে বাঙালীরা যবে,

মুগ্ধ কলরবে আনন্দ উদযাপনে ,

পল্লীবধু ছন্দালয়ে ধানভানে গানে

নবান্নের মুগ্ধমনে কলতানে সবে।



ধানকাটা শেষ হলে কৃষকেরা সুখে

কর্মহীন ক্লান্তিহীন হলুদের বুকে

অলসদুপুর আড্ডা মুখর আয়েশী ক্ষণে

স্বপ্ন সুখের জালবুনে বধূয়ার সনে।





সোনালী আলোয় ভোরে বাংলার ঘরে

নবান্নের উৎসবে মিলন মেলায়

কিশোর কিশোরী মেতে ওঠে খেলায়,

গৃহবধুরা ওঠুনে সুখ আলাপনে।



এমনি ভাবে কেটে যায় হেমন্ত বেলা;

বাঙলার আকাশে বসে শীতের মেলা ।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: দুটিই চৌদ্দ মাত্রার সনেট প্রচেষ্টা বলা যায়।

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

১৯৭১স্বাধীনতা বলেছেন: সুন্দর চেষ্টায় +++

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। শুভকামনা থাকলো।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০

মাহতাব সমুদ্র বলেছেন: ++++++++++++++++

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মহতাব সমুদ্র। ভাল থাকবেন সবসময় ।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
+++++++++++
চেষ্টা অব্বহত থাকুক :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। মাত্রা মিলাতে গিয়ে ছন্দ পতন হচ্ছে। গায়ে প্রচন্ড জ্বর। জ্বরের সাইড ইফেক্ট। কবিতায় ।


শুভ কামনা ভ্রাতা।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শীতের সকাল , পিঠা :)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার হেমন্ত কবিতাটি বেশি ভাল লেগেছে। শীতের সকাল কবিতায় খিচু পরিবর্তনআনতে গিয়ে মাত্রায় ঝামেলা হয়েছিল। কাসেম ভইয়ের কথা মত ঠিক করেছি।


কমেন্টে শুভকামনা।

ছন্দহীন কবিতা। :)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

মোঃ ইসহাক খান বলেছেন: সনেট লেখা চলতে থাকুক।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে আপনি দেখি পুরোদমে সনেট লেখক হয়ে যাচ্ছেন।

শুভ কামনা রইল।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: হালি খানেক রেডি করে ফেলেছি। চৌদ্দমাত্রা খুব সহজেই চলে আসছে। ভবিষ্যতে ১৬,১৮ মাত্রার সনেটও লিখবো। কবিতার উপর পড়াশুনা শুরু করেছি।
দেখা যাক কি হয়?

৮| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

সুস্মিতা গুপ্তা বলেছেন: সনেট ভালোলাগলো :)

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০১

এম এ কাশেম বলেছেন:
সেলিম সাহেব, প্রথম সনেটটি ঠিক করে নিয়েছেন দেখে ভাল লাগলো, ২য় সনেটে ও মাত্রার হের ফের গুলো ঠিক করে দিলাম,
আসলে আপনার কবিতা খুব সুন্দর হয়েছে, তবে মাত্রার একটু বেশ কম ছাড়া বাকি সব কিন্তু ঠিকই আছে। যেমন নীচের দু'টি লাইনের ১ম টিতে ১৬ মাত্রা, এবং ২য় লাইনে ১৫ মাত্রা হয়ে গেছে। তাই ১ম লাইেন ১৪ মাত্রা ঠিক রাখতে গিয়ে দুপুর বাদ দিয় আড্ডা এর সাথে য় যোগ করে আড্ডায় করেছি, ২য় লাইনে সুখের থেকে র বাদ দিয়ে ১৫ মাত্রাকে ১৪মাত্রা করে নিতে পারেন।

অলসদুপুর আড্ডা মুখর আয়েশী ক্ষণে
স্বপ্ন সুখের জালবুনে বধূয়ার সনে।

এভাবে বাকিটা করেছি, আশা করি অযাচিত হস্তক্ষেপ ভাববেন না। ভুল অবশ্য আমার ও হতে পারে । ধন্যবাদ।



হেমন্ত বেলায়

হেমন্তের উৎসবে সব বাঙালী যবে,
মুগ্ধ কলরবে আনন্দ উদযাপনে ,
পল্লীবধু ছন্দালয়ে ধানভানে গানে
নবান্নের মুগ্ধমনে কলতানে সবে।

ধানকাটা শেষ হলে কৃষকেরা সুখে
কর্মহীন ক্লান্তিহীন হলুদের বুকে
অলস আড্ডায় মুখর আয়েশী ক্ষণে
স্বপ্ন সুখে জালবুনে বধূয়ার সনে।


ভোরের সোনালী আলোয় বাংলার ঘরে
নবান্নের উৎসবে মিলনের মেলায়
কিশোর কিশোরীরা মেতে ওঠে খেলায়,
গৃহবধুরা উঠোনে সুখ আলাপনে।

এমনি ভাবে কেটে যায় হেমন্ত বেলা;
বাংলার আকাশে বাতাসে শীতের মেলা ।

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। আপনার নিয়মিত উপস্থিতি ও হস্তক্ষেপ কামনা করছি। সামে বেশ কিছু সনেট নিয়ে হাজির হবো।


আপনার সংশোধিত সনেট খুব ভাললেগেছে। কমেন্টে প্লাস ।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৮

এম এ কাশেম বলেছেন: বাংলার আকাশে বাতাসে শীতের মেলা
বাং =১ মাত্রা , লা= ১ র=১
বাংলার =৩মাত্রা হয়

আড্ডায় = ৩ মাত্রা
আড= ১ মাত্রা
ডা= ১
য়=১

উৎসবে=৩ মাত্রা
উৎ=১
স=১
বে = ১

আশা করি বুঝতে পারছেন।

আরেকটা কথা - আপনি বেশ ভালই লিখেন, নিখাদ সাহিত্য ব্লগে ও তো লিখতে পারেন, যেমন - cholontika.com.

ভাল থাকুন।

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ। নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করছি ।তারপর আবার মাত্রা মিলানো। ২০০ সনেট লেখার টার্গেট আছে। আশা করি পাশে পাবো আপনাকে। সামহুয়ার ইন ব্লগের প্রতি দারুণ ভালবাসা আমার। আগে কবি হয়ে ওঠি এখনো হয়তো সেরা কবিতাটি লেখা বাকী।বলতে গেলে ছন্দ মাত্রাজ্ঞান শূণ্য থেকে কবিতা লেখা শুরু করেছি। গতমাস থেকে সবজেনে কবিতা লিখার সিদ্ধান্ত নিয়েছি। আপনার পরামর্শ খুব ভাল লেগেছে।
আপনার কথামত প্রথমটিতে সংশোধনী এনেছি। সময়ের স্বল্পতা বিবেচনায়। ওগুলো আর ভাল করে লেখা যায় কিনা সময় নিয়ে বসতে হবে।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

Eisenheim বলেছেন: দুইটা সনেটই ভালো লাগলো, তবে প্রথমটা বেশী :)

++

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.