নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যদি তুমি কাছে এসে বল! (কবিতা)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

হঠাৎ ভেবে বিস্ময়াভূত হই !
যদি তুমি কাছে এসে বল ,ভালবাসি তোমায় তাই চলে এসেছি,
সারাটি জীবন থাকবো তোমার পাশে
কষ্ট দিয়েছি তোমায় অপার ভালবেসে
কতটা মজবুত প্রেম তোমার?
পরীক্ষা নিয়েছি-
পাশ করেছো তাতে;
তাইতো চলে এসেছি সব ছেড়ে;
সারাটি জীবন থাকবো তোমারই বাহুডোরে,
কষ্টের খেলা খেলবো না আর-
দুলবো আমি তোমার সনে আম্রবনে মুগ্ধ মনে
বাকীটা জীবন সাজবো শুধু তোমার তরে।

দেব তোমার মন ভরিয়ে ঢঙে,
নানান রঙে;

জীবন সুদীর্ঘ এক পথ,
ক্লান্ত আমি তবু দৃপ্ত মনোরথ;


একাকী যায়না চলা
তাই এসেছি চলে সকল কিছু ফেলে-
খেলবো প্রেমের খেলা
বাঁধবো বাসর ,সুখের আকর।

আসবে কি তেমন দিন?


তুমি আমি মিলে রূপালী জ্যোৎস্নায় মাখামাখি অমলিন।

বসে বসে ভাবি একা, আর
অপেক্ষার প্রহর গুনি।

গভীর আলিঙ্গনে রাখবো তোমায় হিয়া
ডাকবো কবে তোমায় মধুরনামে ‍‌‌‌‌‌‍‍‌‌‌‍‍‍‍‍‍‍‌ "প্রিয়া"।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৪

সোনালী ডানার চিল বলেছেন:
কবি,
এতো একাকার ভালবাসা!

শুভকামনা রইল।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ সুপ্রিয় কবি। হালি খানেক সনেট লেখে। কি মনে করে এটা লিখলাম। নজরুল রচনাবলি সপ্তম খন্ড পড়ছিলাম। তাপর কী মনে করে লিখে ফেললাম। ইদানীং কবিতা বিষয়ক পড়াশুনা শুরু করেছি। কবি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি বোধ হয়। :)

কমেন্টে ধন্যবাদ।


ভাল থাকবেন প্রিয় কবি।

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
একাকি চলতে না পারলে মন,
দুজন হয়ে যাও :)

এত প্রেম, প্রেমের কবিতায় ভালো লাগা।

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি কমেন্টেও পাঠে অনেক ধন্যবাদ।



সনেট লেখার ফাঁকে এটা লিখে পোস্টও করে ফেলেছি। কেন করেছি জানি না। হঠাৎ মনে হল তাই কবিতা লিখা।


শুভকামনা থাকলো ।ভাল থাকবেন সবসময়। :)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: আাপনি বলেছেন: কবি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি বোধ হয়।

জীবন সুদীর্ঘ এক পথ,
ক্লান্ত আমি ব্যর্থ মনোরথ;


দারুণ হয়েছে কবি।

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তুর শুভকামনা।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫

একজন আরমান বলেছেন:
শুরুটা ভালো লেগেছে বেশি। :)

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আরমান ভাই কমেন্টে ও পাঠে ধন্যবাদ। শুরুটা ভাললেগেছে জেনে প্রিত হলাম। এটা আসলে এমন যদি হত থেকে উদ্ভব হয়েছে। ভাল থাকবেন।

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

এহসান সাবির বলেছেন: কবিতায় ভালোলাগা।

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় ।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

তামিম ইবনে আমান বলেছেন: কোথাও ছন্দ আছে কোথাও ছন্দ নাই। বুঝলাম না কাহিনী। কবিতা ভালো হইছে +

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: নজরুলের লিখা

পু : কোন নামেতে ডাকি
সাধ না মেটে কোন নামে।
তব নাম গানে সব কবি
হার মানে ধরাধামে।

স্ত্রী : সুখের দিনে, সখী বলো সেই তো মধুর নাম
দুখের দিনে বন্ধু বলে ডেকো অবিরাম।
নিরালাতে রানী বলো শ্রবণ-অভিরাম
বুকে চেপে প্রিয়া বলো সেই তো আমার নাম।।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

মোঃ ইসহাক খান বলেছেন: অপেক্ষার এবং ভালোলাগার কবিতা। অনেক শুভেচ্ছা রইলো।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে । ভাল থাকবেন।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

মোঃ ইসহাক খান বলেছেন: অপেক্ষার এবং ভালোলাগার কবিতা। অনেক শুভেচ্ছা রইলো।

১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ইসহাক খান ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



হায় ! ভালোবাসা :(

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: হায় ভালবাসা। :(

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

অপ্রচলিত বলেছেন: কবিতাটি যেন নিজের অনুভূতির সাথে মিলেমিশে একাকার :(
দুর্দান্ত হয়েছে ভালোবাসার কবিতাটি।

২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.