নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ত্রয়ী

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

নবীন উত্থান ( চতুর্দশ পদী কবিতা)



প্রাণ শক্তি উদ্দীপনা সর্বজয়ী তারা।

বিজয় ছিনিয়ে নেয় অপার শক্তিতে।

জড়সরো বয়োবৃদ্ধ হও শুচিশুদ্ধ।

অহংকার দেখিয়োনা হার মেনে নাও।

ছেড়ে দিতে হবে স্থান নতুনের করে।

দারুণ অবুঝ যারা মানে না যে বাধা।

নবীন প্রবীন দ্বন্দ্বে ;জয় কচি স্কন্ধে।

কুসংস্কার কুপ্রথা হোক ভেঙে খান খান।





নবীনেরা জয় করে উত্তাল সাগর।

প্রবীনেরা হেরে যায় বিষন্ন বাতাসে।

জরায় খরায় দাহে প্রবীন গরল।

বিজয়ের কেতন ঐ নবীন জনের।

করো উল্লাসে নবীন বিজয়ী সর্বদা।

পরাস্ত প্রবীন সব নতমুন্ড তারা।



হে ঐশ্বর্য (চতুর্দশপদী কবিতা)



যদি ভেবে থাকো এ জীবন দীন হীন,

তাহলে বলবো তোমায় ,ছোট্ট জীবনে;

তুমি সুখের পরশ দাও ,দয়াবতী;

ছোট্ট এই জীবন কেটে যাবে নিমিষে।

কিছুটা প্রাপ্তী হয়ে আমায় ঋণী করো ,

সমৃদ্ধ করো নিঃস্ব বিষাদী কালোয়;

যদি ভেবে থাকো নিজেকে ঐশ্বর্য,

আমাকে সমৃদ্ধ করো তোমার আলোয়।



যদি ভাবো আমায় বন্য অসভ্য কেউ

আমাকে সভ্য করো হে ,যাদুর ছোঁয়ায়।

কিছু গভীর নিদ্রা কিছুটা তুমিময়,

আমাকে ভরে দিবে অপার মুগ্ধতায়;

অন্য কিছু নয় শুধু তোমাকেই চাই

তোমায় পেলে সুখের স্বর্গ আমি পাই।



নস্টালজিয়া (সনেট)



জ্বরের অনুভবে তোমায় মনে পড়ে

শীতের তীব্রতায় মন তোমাতে থাকে;

নির্জনে তুমিহীনতা তীব্র হয়ে ঝরে

প্রাণ ভ্রমরা প্রাণে তোমায় শুধু ডাকে।



কী করছো কারে লয়ে ,ভাবে না এ মন

সুখে আছো কিনা প্রশ্ন মনে সদা ভাবী

কষ্ট দিয়েছি কষ্ট পেয়েছি প্রেমে ,মন

এ নিষ্ঠুর খেলায় এ নিয়তি ,নিত্য দাবী।



ভালবেসে যদি ক্ষমা করো অভাগারে

মায়াবতী সুখের স্মৃতি কেমনে ভুলি !

বেদনা দিলেম ছড়িয়ে আঁকাশটারে

কাছে টেনে নিলেম কষ্ট সকল ফেলি।



ইশক এমনই হয় অথৈ পাথার;

প্রিয়া বিহনে মনে শুধুই হাহাকার।

--------------------------------

সকল শ্রেনীর পাঠক যেন পড়ে আরাম পায় সে বিবেচনায় সনেট লিখলাম।



উৎসর্গ :আগমনি

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

লেখোয়াড় বলেছেন:
চতুর্দশপদী আর সনেট এর মধ্যে পার্থক্য কি?

আর এত কবিতা এক সঙ্গে না দিলে ভাল হয়।
তাহলে পড়ে মন্তব্য করতে সুবিধা হয়।

ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সনেট ১৬,১৮ মাত্রার হতে পারে। সনেটের আছে নিজস্ব স্বকীয় অন্তমিল। পেত্রাকীয় বা শেক্সপিয়ার সনেট আলাদ বৈশিষ্ট ধারণ করে। চতুর্দশমাত্রা হলেই সেটা চতুর্দশপদী ।সেখানে মিল অমিল অন্তমিল সনেটের মত এত বাধাধরা ছকে থাকে না।

নস্টালজিয়া সনেটে কখকখ কখকখ,গঘগঘ ঙঙ ফরমেটে লিখা হয়েছে।

কমেন্টে ধন্যবাদ। ওগুলো ফেসবুকে পূর্বে দিয়েছিলাম। আজ ব্লগে কম্পাইল করে পোস্ট করলাম। পরবর্তীতে ১টা করে সনেট পোস্ট দেয়া হবে প্রিয় কবি।

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

মাহবু১৫৪ বলেছেন: আপনারা এত কবিতা কিভাবে লিখেন? একেকটা কবিতা পড়ে মুগ্ধ হয়ে যাই! অসাধারণ প্রতিভা আপনাদের।

আমি চেষ্টা করেও ১টা লাইন লিখতে পারি না।

++++++

খুবই ভাল লাগলো

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। আপনি অনেক ভাল কবিতা লিখেন।

ভাল থাকবেন সবসময়।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

খেয়া ঘাট বলেছেন: ইশক এমনই হয় অথৈ পাথার;
প্রিয়া বিহনে মনে শুধুই হাহাকার।

দারুন দুঃসাধ্য কাজ। চমৎকার।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। ভাল থাকবেন এই শুভকামনা।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৫

খেয়া ঘাট বলেছেন: ভালবেসে যদি ক্ষমা করো অভাগারে
মায়াবতী সুখের স্মৃতি কেমনে ভুলি !
বেদনা দিলেম ছড়িয়ে আঁকাশটারে
কাছে টেনে নিলেম কষ্ট সকল ফেলি।
++++++++++++++++++++

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: + এ ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ইশক এমনই হয় অথৈ পাথার;
প্রিয়া বিহনে মনে শুধুই হাহাকার।


চমৎকার কবি , চমৎকার ।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। ভাল থাকবেন।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

সুমন কর বলেছেন: বেদনা দিলেম ছড়িয়ে আঁকাশটারে
কাছে টেনে নিলেম কষ্ট সকল ফেলি।


চমৎকার, সবগুলোই পড়তে ভাল লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। সুমন কর ভাল থাকবেন।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

একজন আরমান বলেছেন:
আপনার লেখা নিয়ে নতুন করে কি বলবো?

শুভকামনা সেলিম ভাই। :)

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও শুভকামনায় ধন্যবাদ।


ভাল থাকবেন সবসময় ।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: নবীনেরা জয় করে উত্তাল সাগর।
প্রবীনেরা হেরে যায় বিষন্ন বাতাসে।


অন্য কিছু নয় শুধু তোমাকেই চাই
তোমায় পেলে সুখের স্বর্গ আমি পাই


ভালো লেগেছে ভাই ++++

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ঢাকাবাসী বলেছেন: বেশী কবিতা হল। ভালই।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

মোঃ ইসহাক খান বলেছেন: চতুর্দশপদী কবিতা দেখি লিখেই যাচ্ছেন। লেগে থাকার ব্যাপারটা খুব চমৎকার।


শুভেচ্ছা জানবেন, সুধী।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.