নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

যদি !

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

যদি সীমাহীন অযোগ্যতা নিয়ে হারিয়ে যাই নীলে

যদি মিশে যাই অসীম শূণ্যতার মাঝে যেখান থেকে ফিরে

কেউ আসে নাকো আর-যদি উছুলিয়া উঠি সমুদ্রের সফেদ ফেনায়

নিশীথ পূর্ণিমার রূপালী আলোকচ্ছটায় –মরুভূমির মরুঝড়ে ক্যাকটাসে

ধূসর ধূলিকনায় -পথিকের তৃষ্ণার্তবুকে রুদ্ধশ্বাসে চরম অনিশ্চিত পথচলায়,

যদি কোনদিন মনে পড়ে ভোরের শিশিরের নিরব হারিয়ে যাওয়ায়;

যদি শীতের রাতে হিম হয়ে আসে তোমার কোমলতা, উষ্ণতা অন্বেষণে!

যদি কোন দিন হয় সাধ মরবার- যদি ভাবো মায়াপুরীর রহস্য উন্মোচিত করুক তোমার- কোন উৎসুক প্রাণে

যদি চাও তোমাকে উদ্বেলীত করুক কার্তিকের পূর্ণিমারাত- জ্যোৎস্না স্নানে ম্লান হোক শব্দ নিস্তব্ধতায় ।

মানবজনমে মিশে থাকা কিছু অনুভূতি –স্নায়ুস্পন্দন কিছুটা অনুরাগ- লাল নীল সাদা

তার চেয়ে সে কী ঢের ভাল নয়! মিলে মিশে হই একাকার পদ্মপাতার জলে রংমহলে

আমাদের উদাসী প্রাণ ছড়িয়ে ছিটিয়ে থাক অভিসারে সবুজে-আঁধারে-নীলে।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

সুমন কর বলেছেন: যদি কোনদিন মনে পড়ে ভোরের শিশিরের নিরব হারিয়ে যাওয়ায়;
যদি শীতের রাতে হিম হয়ে আসে তোমার কোমলতা, উষ্ণতা অন্বেষণে!
যদি কোন দিন হয় সাধ মরবার- যদি ভাবো মায়াপুরীর রহস্য উন্মোচিত করুক তোমার- কোন উৎসুক প্রাণে


বেশ হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
বেশ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

ঢাকাবাসী বলেছেন: দারুণ লাগলো!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: থ্যাংক ইউ ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

মশিকুর বলেছেন:
কবিতায় নির্মলতার সুভাস পেলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট খুব ভালো লাগলো । ভাল থাকবেন।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
কবি, সুন্দর হয়েছে!!
শুভকামনা রইল।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কবি কেমন আছেন।



কমেন্টে ধন্যবাদ ।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

অস্পিসাস প্রেইস বলেছেন: ভালো লাগলো। প্লাস +।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে ও প্লাসে ধন্যবাদ ।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

তাসজিদ বলেছেন: এত কবিতা কিভাবে লেখেন?

এত ভাল কবিতা কেন লেখেন

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.