নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আবার মানুষ হও

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

তোমাদের বুঝিনা আমরা

কি চাও তোমরা?



তোমাদের দেহে কি লাল সবুজ নেই

মনে ক্ষত নেই-প্রিয় হারার

জ্বালা নেই?



হায়েনার তীব্র আক্রমনে

ক্ষত বিক্ষত বাংলার চূয়ান্ন হাজার বর্গমাইল

সেসব মনে নেই?



শত মায়ের আর্তনাদ---

শতবঞ্চনা

দানবের প্রলয় নাচন জিঘাংসার কুৎসিৎ উল্লাস

মসজিদে মন্দিরে দুহাত তুলে বঞ্চিতের ফরিয়াদ

লাশ কাটা ঘর

সারার বাংলার পথ ঘাট প্রান্তর

কত নিষ্পাপ শিশু!

কত সাধনার যিশু!

কত নদী রক্ত!

কত বেদনার নীল

কত অগনিত লাল

ভুলে গেছো আজ সব?



দানব কখনো মানব নয়

দানবের জন্য তাই মানবতা নয়।



এ আমাদের অযৌক্তিক দাবী নয়

বিচারের কাঠগড়ায় রায় হয়েছে - এ ন্যায্য অধিকার



কোন চেতনা আজ ধারণ করেছো

দানব বাঁচাতে মাঠে নেমেছো-মানুষ মারছো





এ নৈরাজ্য মেনে নেয়া যায় না

তোমরা থামো

হানাদারদের দাসত্ব থেকে মুক্তি লাভ করো

স্বাধীন হও

দেশের মানুষকে শান্তি দাও





উদযাপন করো এ বিজয় জনতার

এ বিজয় স্বাধীনতার চেতনার-

আবার মানুষ হও

দেশকে ভালবাসো

দেশের মানুষকে ভালবাসো।

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

বোধহীন স্বপ্ন বলেছেন: প্লাস দিয়ে গেলাম।

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ প্লাসে। ভাল থাকবেন।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ফিরে এলাম নতুন নিকে বলেছেন: আমিও অবাক হই। রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। কিন্তু সেটা এত অন্ধ কেন??? এরা কি ইতিহাস জানে না? নাকি ইতিহাসের ভুল ব্যাখ্যায় বিভ্রান্ত?

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা। অন্যায় করলে বিচার হবে। দেশদ্রোহীতা দেশবিরুধিতা রুখতে হবে যে কোন মূল্যে। স্বাধীনতার চেতনার উদ্বুদ্ধ হতে হবে সকলকে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: একদম খাসা কথা

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বন্ধু। ভাল থাকবেন।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

সুমন কর বলেছেন: দানব কখনো মানব নয়
দানবের জন্য তাই মানবতা নয়।


দারুণ বলেছেন কবি। সময় উপযোগী কবিতা। সুন্দর!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা।

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫

মোঃ ইসহাক খান বলেছেন: তীব্র লেখা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।শুভকামনা ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে সেলিম ||

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা। এখন এটা সময়ের জিজ্ঞাসা । কাদে রক্ষা করার জন্য কিচু সংখ্যক বিপথগামী তরুণ।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০

ডি মুন বলেছেন: ++++++++++ কেমন আছেন সেলিম ভাই?

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাল। আপনি কেমন আছেন?

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩২

তামিম ইবনে আমান বলেছেন: প্লাস

১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: প্লাসে ধন্যবাদ ।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

ডি মুন বলেছেন: ভালো আছি। :)

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

ডি মুন বলেছেন: ভালো আছি। :)

১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা থাকলো ।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

এহসান সাবির বলেছেন: হুম...

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় কবি কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

আবুল তাবুল বলেছেন: শত মায়ের আর্তনাদ---
শতবঞ্চনা
দানবের প্রলয় নাচন জিঘাংসার কুৎসিৎ উল্লাস
মসজিদে মন্দিরে দুহাত তুলে বঞ্চিতের ফরিয়াদ
লাশ কাটা ঘর
সারার বাংলার পথ ঘাট প্রান্তর
কত নিষ্পাপ শিশু!
কত সাধনার যিশু!
কত নদী রক্ত!
কত বেদনার নীল
কত অগনিত লাল
ভুলে গেছো আজ সব

চমৎকার ............।
এই হায়নাদের দেশ থেকে তাড়ানো ছারা আমদের শান্তি হবে না।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত। কমেন্টে ধন্যবাদ ।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

অস্পিসাস প্রেইস বলেছেন: "শত মায়ের আর্তনাদ---
শতবঞ্চনা
দানবের প্রলয় নাচন জিঘাংসার কুৎসিৎ উল্লাস
মসজিদে মন্দিরে দুহাত তুলে বঞ্চিতের ফরিয়াদ
লাশ কাটা ঘর
সারার বাংলার পথ ঘাট প্রান্তর
কত নিষ্পাপ শিশু!
কত সাধনার যিশু!
কত নদী রক্ত!
কত বেদনার নীল
কত অগনিত লাল
ভুলে গেছো আজ সব.........."

কবিরুপী মানুষকে শ্রদ্ধা।

ভালো থাকুন আপনি।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.