নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অদ্ভুত আঁধার ভর করেছে আজ সবখানে
ঘুণ ধরেছে বিবেক আর অস্থিমজ্জায়
অসততা ঘিরে ধরেছে সততাকে
অন্ধকার আলোকে-দেশদ্রোহীতা দেশপ্রেমকে
আগে মানুষের মতামতে গণতন্ত্র আসত
এখন গণতন্ত্র চেপে আসে
পেশী শক্তিতে আর কালো টাকায় বিক্রি হয় সিংহাসন
যাদের বিবেক নেই
যাদের হৃদয়ে বাস করে হিংস্র হায়েনা শকুন
তারা আজ জাতির কর্ণধার- পরম পূজনীয়
যারা অসভ্য বর্বর
তারা আজ জয় করে নেয় মানবী হৃদয়
সভ্যদের পালিয়ে যেতে হয়-কলংকের বোঝা নিয়ে
বিস্ফোরণে মৃত্যু হয়-
কেঁপে ওঠে মানব হৃদয়-কাঁপে না জাতির বিবেক
তারা শক্তিশালী হয় নতুন উদ্যমে
মরণ কামড় দিতে থাকে -ধ্বংস যজ্ঞে মেতে ওঠে
তাদের হিংস্র থাবায় আজ বন্দি মানবতা-গণতন্ত্র
তাদের হুকুমের বাইরে সব অচল
মানুষের জীবন আজ সবচেয়ে সস্তা
তাই অকালে ঝরে যেতে হয়- পশুনামে
মানুষ নামে নয়।
ছবি-গুগুল
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ। আর শুভকামনা স্বপ্নবাজ অভি । বিজয় র্যালীতে থাকবেন তো ?
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
অস্পিসাস প্রেইস বলেছেন:
ভালো লাগলো। মন থেকে।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
সুমন কর বলেছেন: চরম সত্য কথা বলেছেন, কবি। ভাল লাগল।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন: অদ্ভুত আঁধার ভর করেছে আজ সবখানে
ঘুণ ধরেছে বিবেক আর অস্থিমজ্জায়
কবি ভাল লাগল।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস।
শিরোনাম/প্রথম লাইন চমৎকার লাগসে ||
১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা থাকলো ।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
উপপাদ্য বলেছেন: সভ্যদের পালিয়ে যেতে হয়-কলংকের বোঝা নিয়ে
চরম সত্য
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
মোঃ ইসহাক খান বলেছেন: অভিযোগ আর ক্ষোভের কবিতা। আবেগের প্রকাশ ঘটেছে যথার্থ।
শুভকামনা, সুধী।
১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। সব অন্ধ আর একরোখা নিয়মের আওতায় চলে যাচ্ছে। যেখানে কোন সুশাসন নে ই গণতন্ত্রের চর্চা নেই।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
এম এ কাশেম বলেছেন: যুগোপযোগী,
চমৎকার........................
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই !