নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমরা ব্লগার ও অন্যান্য (কবিতা)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

আমরা ব্লগার



ব্লগ ডে আনন্দ মুখর ,প্রত্যয়ি বিবেক মোর,

আমাদের আনন্দ জোয়ারে ঘুছে যায় সব ঘোর,

রাতের আঁধার ঠেলে আমরা আনি রাঙা ভোর।



আমরা ব্লগার তিমির হারার।



আমরা জাগ্রত প্রাণ চারিদিকে যত অনিয়ম অবিচার

রুখে দিই গগন বিদারী চিৎকারে

ধর্মান্ধতা ঠেলে দূরে ;

প্রতিষ্ঠিত করি নারীর অধিকার

বাক স্বাধীনতা বিবেকের স্বাধীনতা দূর করি অবিচার।



আমরা ব্লগার বাঁধভাঙা উচ্ছাসে আজ দারুণ হুশিয়ার

আজি সেই খুশির দিন জাগ্রত চেতনার বাঁধনহারার।



আমরা ব্লগার তিমির হারার

রচে যাই আলোক বণ্যা ভরা পূর্ণিমার।



আমরা গেয়ে যাই দুঃখ ভাঙানী গান

আমরা লিখে যাই কবিতা গল্প জাগ্রত জনতার

আমরা বসন্ত হওয়া

ফুটিয়ে দিই ফুল সব বসন্তে মাতোয়ারা ।



আমরা ভোরের শিশির সবুজ দূর্বাঘাসে শুষ্ক শীতে।



আমরা বরষার জল দুকূল ছাপিয়ে ওঠি উচ্ছল উজ্জ্বল

আমরা হেমন্তের নবান্ন, শরতের নীল আঁকাশ শাদা শাদা কাশফুল।



আমরা রঙের বর্ষা নামাই রংহীন ধূসর মরুর



আমরা মতৃভাষার কান্ডারী ,শত্রুরা হুশিয়ারী।



আমরা স্বাধীন চিরসবুজ আমাদের মন

আমাদের উচ্ছাসে ভেসে যায় অনিয়ম।



আমরা ব্লগার তিমির হারার প্রতিক্ষণ প্রতিক্ষণ।



আমরা ব্লগার জানা অজানার খুলে দিই সব দ্বার;

আজ উনিশে ডিসেম্বর আলোকিত এক দিন

এই দিন তাই চিরসবুজ অক্ষয় অমলিন;

ব্লগ ডে ব্লগ ডে জানা অজানার আঁধার ঘুচাবার;



তাই আনন্দে মাতোয়ারা দিশে হারা দিশেহারা

আমরা ব্লগার তিমির হারার ।





প্রতিদিন শপথ করি



প্রতিদিন শপথ করি করবো না আর খারাপ কিছু,

তারপর দিনের শেষে হিসেবের খাতা দেখি

হয়ে গেছে খারাপ কিছু মনের অগোচরে

বিবেকের স্খলনে প্রতিহিংসায় পাল্টাঘাতে,

জানি প্রতিফল অনিবার্য আমি তুমি সবাই

যতটুকু দিয়েছি ঠিক ততটুকু পাবো প্রতিদান

নিউটনের গতিসূত্রের মত -আমি খুড়েছি কূয়া

আমাকেই পড়তে হবে তাতে তুমি যদি করো দান

তুমি ধনি হবে দানের প্রতিদানে, তুমি যদি কর ধ্বংস!

তুমিও হবে একদিন ছাই ভস্ম, তুমি যদি কর ঘৃণা

তুমি পেয়ে যাবে ঠিক তা; বিশ্বাসে মিলায় বস্তু অবিশ্বাসে কিছু নয়,

তাই শপথ করি ,অন্তত করবো কিছুটা ভাল খারাপ কিছু নয়;

মন ভেঙেছো যদি নিষ্পাপ কারো অবিশ্বাসে কিংবা মিথ্যে ছলনায় কারো

ভেবে নিয়ো তুমি ছলচাতুরী আর প্রহসনে একদিন দারুণ কষ্ট পাবে,

তাই শপথ করি প্রতিদিন ভাল কিছু করার ;অন্তত চেষ্টা করি মন্দ যেন হয় না আর।





বোধ



অদ্ভুত এক বোধ কাজ করছে খুব,

ঘুরিয়ে পেছিয়ে বললে অনেক কিছু ।

কতশত আহলাদ ,কতশত ক্ষোভ

কত আভিজাত্য কত পবিত্রতা তোমার

কত মধুর বচন পেল্লবতা!

তোমাকে খুঁজলাম তোমাকে বুঝার চেষ্টায়

নিজেকে বিকিয়ে দিলাম,

তুমি ব্যক্তিত্ব খুঁজে পেলে না তাই

ব্যক্তিত্বহীন ব্যক্তির সব অনুনয় বৃথা আস্ফালন হলো

অবশেষে নতুন বোধ হলো -অদ্ভুত এক বোধ

চোখের তাকানোয় সব কিছু দেখো

নাও না ভিতরের খোঁজ ।



বাহিরে যা দেখো ভিতরে তার নাই

বাহিরে তুচ্ছ যিনি ভিতরে তার সাঁই।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: সেলিম সুন্দর কবিতা গুচ্ছ
ব্লগ দিবসের শুভ অভিনন্দন
আমরা মিরপুর কালসির স্মৃতি মিনারে মিলিত হব
যদি সময় পাও চলে এস বিকাল ৪ টার সময় থেকে আরম্ভ
মোবাইল ০১৯৩৮৭৮৮৯৩৩ ।।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ পরিবেশ বন্ধু । প্রচেষ্টা থাকবে। ভাল থাকবেন সবসময় ।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

সুমন কর বলেছেন: বোধটা ভাল লাগল।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

এহসান সাবির বলেছেন: কবিতা ভালো.... এক পোস্টে তিনটা কবিতা, এই ব্যাপার টা বেশি ভালো....

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সেটাই পোস্টের সংখ্যা কমিয়ে দিয়েছি। তাই একসঙ্গে তিনটা দিলাম।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

মোঃ ইসহাক খান বলেছেন: কবিতাগুচ্ছে শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মোঃ ইসহাক খান।ভাল থাকবেন সবসময় ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

আহসান জামান বলেছেন:
বাহ্! ভালো লাগছে পড়তে ... বোধ মনগাঁথা। ভালো থাকবেন কবি।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। সরাসরি দেখা হলো ব্লগ ডের আড্ডায়। ভাললেগেছে। ভাল থাকবেন সবসময়।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

মামুন রশিদ বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা সেলিম!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও।

অনেক ভেবে দেখেছি একমাত্র অনলাইনে সব ব্লগার একত্রিত হওয়া সম্ভব ফিজিক্যালী বলতে গেলে অসম্ভব।


ব্লগ দিবস সফল হোক।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গতকালের ব্লগডে নিয়ে কিছুতো পোস্ট করলেন না ?
ইয়ে---- একটা পোস্ট দিয়েছিলাম । =p~ =p~ =p~ =p~

২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: এখনও দেই নি ।তবে দেয়ার ইচ্ছা আছে। এখনই পোস্ট দেখতে যাচ্ছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.