নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো অনুভূতি

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪







মুক্ত বিহঙ্গ হতে চাই



এক দিন স্বাধীন হয়েছিলাম;

একদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম;

একদিন লাল সবুজ পতাকা গর্বভরে উড়িয়েছিলাম।



একদিন স্বপ্ন দেখেছিলাম ,সমৃদ্ধ শান্তিপ্রিয় জনপদ;

বাংলার মাটিতে রচেছিলাম বিজয় কাব্য - হানাদার বধ।



আজ জিজ্ঞাসা মনে একটাই আমরা কী স্বাধীনতাকে লালন করেছিলাম

যদি তাই হয় তবে কেন এত বিভাজন স্বাধীনতা নিয়ে?



বুক ভরে স্বাধীনতা চাই-



নিশ্বাসে প্রশ্বাসে আবেগে অনুভূতিতে স্বাধীনতার উপলব্ধি চাই।

স্বাধীনতার চেতনা নিয়ে সত্যিকারের মুক্ত বিহঙ্গ হতে চাই।




অর্জন



অগভীর জলে পরিবেশ পেলে ফোটতে পারে লাল পদ্ম

..........প্রতিকূলে মেলে না কিছু গভীর জলেও কস্তুরী;



শত সাধনায় ছুঁয়ে দিতে পারে চাঁদ ক্ষুদ্র বামন

------ দারুণ অবহেলায় ফুটে না পুষ্প মঞ্জুরী।



চন্দ্রকাব্য



সন্ধ্যাতারা আঁধার ডেকে আনে

ভোরের তারা সূর্য টানে ,আলোক দানে।



ধ্রুবতারা পথ দেখায় সমুদ্র নাবিকে

আদম সুরাত প্রক্সিমা সেন্টারাই চক্রবাকে।



লুব্ধক জোনাকির মতন মিটিমিটি জ্বলে

অথচ সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সে!



নিজের আলোয় উদ্ভাসিত তারা

চাঁদের নিজের আলো নেই

ধার করা আলোতেই

পূর্ণিমা রাত রচে যায়

রূপালী আলোর আলোকিত বন্যায়।



ধরণী স্নাত হয় উদ্ভাসিত হয়

জোয়ার ভাটা হয়;

সাগর ফুলে ফেঁপে ওঠে জোয়ারে।



মনে দেয় দোলা

তোমাতে আমাতে জোৎস্নারাতের খেলা।



নক্ষত্র সূর্য নয় চাঁদের আলোয়

মন আলোড়িত হয় স্নিগ্ধ ভালোয় ।




অনুকবিতা



হলুদ সরষে ফুলে আপন মনে দোলে কত স্মৃতি !কত শীতের আমেজ !কত কাঁপুনি বুকের!

বসন্তে তাই ফুটে রক্ত গোলাপ -পলাশ -চাঁপা, আদর মাখা অনুভূতি ,অকরুণ সব সুখের ।




সময় ফুরিয়ে যায়



বয়স কমে যায় বেঁচে থাকার

নতুন নতুন স্বপ্ন আঁকার।



সময় ফুরিয়ে যায় রঙিন নেশায়

একদিন ঘোর কেটে যায়;



থেমে যায় জীবনরথ,

জীবন সংক্ষিপ্ত এক পথ।



ক্রমাগত নিঃশেষ হতে থাকে

জ্বলন্ত সিগারেটের মতন।



গুছিয়ে দিতে হয় সব কিছু

থেকে যাওয়ার জন্য নয়।



অনাগত কারো জন্য সাজিয়ে গুছিয়ে

তারপর এখানে বিদায় নিতে হয়।





যদিও মনে হয় এ জীবন অনন্ত এক পথ

সময় ফুরিয়ে একদিন থেমে যায় জীবনরথ।





বোধ



মন ঠিকতো সব ঠিক;

এ সত্য মানো।

যদি হারিয়ে যায় মন

কোন মনে

বাকি থাকে না কিছু।



মনের মিলন হবে

নদী ,সাগর

সবতো দোসর।



নোনাজলে, স্বাদুজলে,

মিলনকাব্য ,

পূর্ণ প্রতিস্থাপন।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

ঢাকাবাসী বলেছেন: বাহ সিক্স ইন ওয়ান! ভাল লাগল।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
৬টি কাব্যেই আপনার অনুভূতি সুন্দর ভাবে ফুটে উঠেছে।


একদিন লাল সবুজ পতাকা গর্বভরে উড়িয়েছিলাম।

হ্যা, বাট এই 'পবিত্র লাল-সবুজ' ২৯ তারিখে তুলে দেয়া হবে হায়নাদের হাতে।
পাকি সার্টিফাইড আলবদর পুত্র হায়নাদের হাতে, দিনভর তান্ডব চালানোর জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

সেলিম আনোয়ার বলেছেন: আসলে সাম্প্রতিক অস্থিতিশীল অবস্থার পরিত্রাণ ।চাই।


কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।


ভাল থাকবেন সবসময় ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস সেলিম।
১ সবচে ভাল্লাগসে।
ছবিতে ঐগুলা আম নাকি ?

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা।গত মৌ‍সুমে আমাদের আম বাগনের আমসহ ছবি। কেমন এলোমেলো হয়ে আছে। সেটাই দেয়া হয়েছে । কমেন্টে ধন্যবাদ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: ভালা হইছে

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরপেক্ষ মানুষ ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮

মিজানুর রহমান মিলন বলেছেন: খুবই ভাল লাগলো ।

আজ জিজ্ঞাসা মনে একটাই আমরা কী স্বাধীনতাকে লালন করেছিলাম
যদি তাই হয় তবে কেন এত বিভাজন স্বাধীনতা নিয়ে?

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

জেরিফ বলেছেন: আজ জিজ্ঞাসা মনে একটাই আমরা কী স্বাধীনতাকে লালন করেছিলাম
যদি তাই হয় তবে কেন এত বিভাজন স্বাধীনতা নিয়ে?


সহমত ,

অনেক অনেক শুভ কামনা

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রতিও অনেক শুভকামনা।


ভাল থাকবেন সব সময় ।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিটা লাইনই দারুন....

অর্জন আর চন্দ্রকাব্যের ব্যপকতা যদি আমাদের কথিত জ্ঞানী আর গভীর জলীয় চেতনাধারীরা বুঝত!!!!

আমজনতা সেই ক্ষুদে বামন, সেই ঝিল যেখানে ফোটে লাল পদ্ম সেই চাঁদ যেখানে থাকে জোছনা.....

++++++++++++

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। বিদ্রোহী ভৃগু ভাল থাকবেন সবসময়। কবিতাগুলো মানুষের মনে বিবেকে নাড়া দিবে।এটাই আমার বিশ্বাস।


শুভকামনা থাকলো ।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

নাজমুল পথিক বলেছেন: ভাল লেগেছে।


২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭

সুমন কর বলেছেন: আপনি সবসময় ছন্দ দিয়ে কবিতা লেখেন, ভাল লাগে। অণুকবিতা ছাড়া সবগুলি ভাল লাগল।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

নাজমুল পথিক বলেছেন: ভাল লেগেছে।


২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালো লাগলো

চন্দ্রকাব্য
সময় ফুরিয়ে যায়
বোধ

খুব খুব ভালো লাগলো ভাইয়া
+++++

আদম সুরাত প্রক্সিমা সেন্টারাই চক্রবাকে।

এটার মানে বুঝিনি :P

শুভ কামুনা

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ওগুলো অন্য তারকার মতই আমাদের জীবনে ভূমিকা নগণ্য ।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

বোকামন বলেছেন:






সময় ফুরিয়ে যায় রঙিন নেশায়
একদিন ঘোর কেটে যায়;


কবি
হাতে সময় থাকতেই যেন এই ঘোর কেটে যায় । সবসময় এই কামনা করছি । কবিতা খুব ভালো লেগেছে । সহজ কথামালাই কবিতার মূল ভাষা ...

শুভকামনা জানাই, ভালোথাকুন সবসময়

নিশ্বাসে প্রশ্বাসে আবেগে অনুভূতিতে স্বাধীনতার উপলব্ধি চাই।
স্বাধীনতার চেতনা নিয়ে সত্যিকারের মুক্ত বিহঙ্গ হতে চাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১১

মাগুর বলেছেন: অসাধারণ সব কাব্যের খেলা সেলিম ভাই! খুব ভালো লাগলো :)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ,মাগুর। ভাল থাকবেন।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

মোঃ ইসহাক খান বলেছেন: ভিন্ন ধাঁচের কয়েকটি কবিতা। অনেক শুভেচ্ছা রেখে গেলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

জুন বলেছেন: সময় ফুরিয়ে যায় কবিতাটি মনে দাগ কেটে গেল।
বাকিগুলোও অসাধারন সেলিম আনোয়ার ।
+

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর জুন আপু। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা।


১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

লাবনী আক্তার বলেছেন: সময় ফুরিয়ে যায় রঙিন নেশায়
একদিন ঘোর কেটে যায়;

সত্যি একদিন ঘোর কেটে যায়।

ভালো লাগা রইল কবি ।

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ভাল থাকবেন সবসময়।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০

মেহেরুন বলেছেন: মন ঠিকতো সব ঠিক;
এ সত্য মানো।
যদি হারিয়ে যায় মন
কোন মনে
বাকি থাকে না কিছু।

একদম ঠিক কথা ভাইয়া। ভালো লাগলো অনেক। অনেক দিন পর ব্লগ এ এলাম। কেমন আছেন??

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি আপু।

সত্যিই তো অনেকদিন পর এলেন।

কবিতা ভাল লাগায় ভাল লাগলো।

আপনি কেমন আছেন?

আপানার ব্লগে ফেরাকে স্বাগতম।সুস্বাগতম। ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

অদৃশ্য বলেছেন:





সেলিম ভাই

চমৎকার হয়েছে লিখাগুলো... খুব ভালো লেগেছে আমার...



শুভকামনা...

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। সুপ্রিয় অদৃশ্য।ভাল থাকবেন সবসময়।

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগর রইলো


বুক ভরে স্বাধীনতা চাই

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.