নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দারুণ উৎকন্ঠা মনে

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১





চেয়ে আছি দারুণ উৎকন্ঠা মনে

কী হতে যাচ্ছে বাংলার উন্মুক্ত প্রাঙ্গণে?

হবে কী বলাৎকার জনতার অধিকার?

বারবার;

কী খেলায় উঠলো মেতে ভাগ্য বিধাতার।



হতে পারে নাশ মানুষের মহামূল্য জীবন,

টলে যেতে পারে বিধাতার ময়ূর সিংহাসন ।



মানুষের দেশে মানুষেরা কেন মরবে?





মানুষে মানুষে এত ভেদাভেদ কেন?

আর কতকাল তা থাকবে?



বিয়াল্লিশ বছর পেরুলো স্বাধীনতার

মানুষের অধিকার প্রতিষ্ঠার

মাথা উঁচু করে দাঁড়াবার।



তারপরও কেন মানবতারা আজ কাঁদে বারবার।





এটাই কী একমাত্র সমাধান?



সংঘর্ষ বাঁধবে রক্ত গঙ্গা বইবে

রক্তের প্লাবণে জীবন দানে

বঞ্চিত মানবতা আর কতকাল সইবে?



কেন এত ব্যবধান?

অশান্তির ঝড় ,মৃত্যুর দূত

হানাহানি বিদ্যমান ।





আঁকাশে কী উড়তে পারে না শাদা পায়রা



শান্তির দূত হয়ে;



অযাচিত সব লোভ; বিদ্রোহ বিক্ষোভ



হতে কী পারে না শেষ?



দূর কভু কী হতে পারে না

বাংলার মানুষের সকল কষ্ট ক্লেশ।





সবাই মিলে গড়তে পারি সমৃদ্ধ এক দেশ

যেখানে থাকবেনা কোন হানাহানি, হিংসা আর বিদ্বেষ।





ওহে প্রভুর দল;

ক্ষমতার দ্বন্দ্বে কেন এত মাতোয়ারা তোমরা

শুধুই মানুষ মারার ছল।



দারুণ আশংকা মনে

আছি চেয়ে পথ পানে।





কে আসবে?



শান্তির দেবদূত !

নাকি চির অন্ধকার,

নৃশংস ধ্বংসের যমদূত।






মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: কবি খুব সুন্দর হয়েছে। অসাধারণ লাগল। ইদানিং আপনার লেখার মধ্যে এটা বেষ্ট!!
+

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো সুমন কর ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: লেখাটা পড়ার পর এটাই বলতে ইচ্ছে করছে!!
"আপনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা সেলিম ভাই"!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

ঢাকাবাসী বলেছেন: অযাচিত সব লোভ; বিদ্রোহ বিক্ষোভ
সুন্দর কবিতা, ভাল লাগল।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: বহুত খুব।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । :)

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

নিয়েল হিমু বলেছেন:
কে আসবে?

শান্তির দেবদূত !
নাকি চির অন্ধকার,
নৃশংস ধ্বংসের জমদূত।


আগের মতই লেখেন দেখি :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা।

টাইপো ঠিক করা হলো ।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

মোঃ ইসহাক খান বলেছেন: কবিতায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ পেয়েছে।

শুভেচ্ছা।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ সুপ্রিয় মোঃ ইসহাক খান । ভাল থাকবেন । সবসময় ।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি ভাই।

স্বাধীন দেশে থেকেও আমরা কেন স্বাধীন নই?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার সেই একই জিজ্ঞাসা ।


এর জবাব কারো জানা আছে কী না জানি না।



কমেন্টে ধন্যবাদ ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

জুন বলেছেন: মানুষের দেশে মানুষেরা কেন মরবে?
এদেশের অধিকাংশ সাধারন জনগনের ক্ষোভ খুব গভীরভাবে ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ সেলিম আনোয়ার।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে অনেক ধন্যবাদ জুন আপু ।


দেশের মানুষ হতাশ আর ক্ষুব্ধ ।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০০

শুঁটকি মাছ বলেছেন: আঁকাশে কী উড়তে পারে না শাদা পায়রা

শান্তির দূত হয়ে;

সেই দিন শ্যাষ সেলিম ভাই।শান্তির মা মরি গেছে!!!!!! /:) /:)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট।

সবাই চাইলে শন্তি পুনঃপ্রতিষ্ঠা করা অসম্ভব নয়। প্রয়োজন সদিচ্ছা ।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

অপ্রচলিত বলেছেন: কবিতা এককথায় অপূর্ব হয়েছে। বাস্তব পরিস্থিতিকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

শুভেচ্ছা এবং শুভ কামনা কবি।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে মুগ্ধ হলাম ।


ভাল থাকবেন অপ্রচলিত।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

একজন আরমান বলেছেন:
সমসাময়িক কবিতা !

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ একজন আরমান ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

এহসান সাবির বলেছেন: বেশ.....

ভাই কেমন আছেন?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল আছি । ভাল থাকতে হয় ।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.