নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজ ভালবাসার রাতে
আমাদের ঘিরে বাস করে
অযাচিত সব দূরত্ব ;
মাশরিক থেকে মাগরিব
কিংবা তারও বেশি ।
অথচ আজকের রাত হতে পারতো
মধুরতম রাত ।
আমি আশংকা নিয়ে পার করি দ্বিধাগ্রস্ত সময় ।
স্রষ্টার উপহাসে আজ আমি হয়তো সকলের করুণার পাত্র ।
কিংবা সেটিও নয় আমি বড়জোর উপদ্রব হতে পারি ।
অথচ প্রকৃতি আজ দ্ব্যার্থহীন অপার রূপের আঁধার ।
চিরসবুজের যৌবনে সাজিয়ে রেখেছে তাই বাসন্তী রঙের মাস্তুল।
আমার এ হৃদয় আজ তৃষ্ণার্ত চাতকের ঠোঁট ।
আমি যেন খড়কুটো কিংবা তার চেয়েও পলকা ।
মৃদু বাতায়নে যার বিনাশ সুনিষ্চিত ।
আমার স্কন্ধে শ্বাস নিচ্ছে অবশ্যম্ভাবী কোন রমণীর বিষাক্ত ঠোট।
ক্রমাগত সন্নিকটে আসছে ধেয়ে কোন সে রমনী।
সে তুমি নও ।আর আমি আজ যেন তুচ্ছ তৃণ খন্ড।
শীঘ্রই আমাদের দূরত্ব অসীম হয়ে যাবে।
তোমার রূপের জৌলুসে দৃষ্টিপাতের ক্ষুদ্রতম সময়টিও বিকিয়ে দেব
অভিমানের প্রচন্ড পরাভবতায় ।
কোন দুঃখ থাকবে না আমার ।
আমার সামর্থের যতটুকু তার সবটুকু দিয়েছিলাম ।
তুমি দূরে হারিয়ে গেছ সে তোমারই অহমিকায় ।
আজকের রাতটি ফুল আর ভ্রমরার হতে পারতো ।
আজ আমরা এক হয়ে যেতাম নদী আর সাগরের মত ।
আমাদের মনে ভালবাসার বিস্তর ঢেউ হতে পারতো ।
কিংবা ভালবাসার প্লাবণে সমস্ত ট্রপোগ্রাফী একাকার হয়ে যেত।
হতে পারতো অনেক কিছুই ।
হল না ,
হল শুধু বেদনার নীল কাব্য ।
আর দূর থেকে ক্রমাগত দূরে সরে যাওয়া ।
আজ আমাদের মহামিলন হতে পারতো
অথচ আমাদের মাঝে দূরত্ব আজ অসীমের মত ।
আমাদের নিদ্রাহীন রাতে স্বপ্ন নেই কোন আছে কেবল দীর্ঘশ্বাস ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩
সচেতনহ্যাপী বলেছেন: সেলিম ভাই কবিতায় কবিরা ভাবকে রূপকের আদলে পরিনত করে তা কবিতায় প্রকাশ করে থাকেন।। তাই কবিতা বুঝতে হলে চাই সেইসব রূপকের মর্মার্থ আর কবির বলা, না বলা কথা বুঝে নেওয়া।। যা সমমনের না হলে সম্ভব হয় না।।
তাই আমি সাধারনতঃ কবিতায় মন্তব্য করি না।। আশা করি আমার এই ব্যর্থতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।।
আপনার বাড়িতে যখন এসেছিই তখন চিন্হ রেখে যাওয়ার জন্যই এই কৈফিয়ত।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনার পদচারণায় ধন্য হলাম । ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: একদম অন্যরকম লেখা ভাই
+++++++++্
শুভেচ্ছা
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
লিখলাম একটু অন্যরকমভাবে ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০১
আহসান জামান বলেছেন:
ভালো লাগলো পড়তে, ভালো থাকবেন কবি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২৫
জাফরুল মবীন বলেছেন: বিশ্ব ভালবাসা দিবসে প্রেমের কবির কাছ থেকে পাওয়া একি বেদনার্ত কবিতা!
শুভকামনা ও বন্ধুপ্রতিম ভালবাসা জানবেন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও শুভকামনা । ভাল থাকবেন ।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১
তুষার কাব্য বলেছেন: ভালোলাগা কবিতায়।
শুভকামনা জানবেন ...
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
+++
ভালো থাকবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভকামনা ।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৪
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালোলাগা । +
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৬
নুর ইসলাম রফিক বলেছেন: আমার সামর্থের যতটুকু তার সবটুকু দিয়েছিলাম ।
তুমি দূরে হারিয়ে গেছ সে তোমারই অহমিকায় ।
ভাল লাগা রেখে গেলাম......
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১
অপরাজিত আল আমিন বলেছেন: +++++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।ভাল থাকবেন ।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা ভালো লেগেছে, বহু হৃদয়ের অনুভুতি পংক্তিতে প্রকাশ করেছে নিজকে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৪
বিদগ্ধ বলেছেন: //হল শুধু বেদনার নীল কাব্য।
আর দূর থেকে ক্রমাগত দূরে সরে যাওয়া।
আজ আমাদের মহামিলন হতে পারতো
অথচ আমাদের মাঝে দূরত্ব আজ অসীমের মত। // সুন্দর!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ আর নিরন্তর শুভাকামনা ।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫
সুমন কর বলেছেন: আমাদের নিদ্রাহীন রাতে স্বপ্ন নেই কোন আছে কেবল দীর্ঘশ্বাস ।
কবিতা ভাল লাগল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ ।
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা কবি , নীলসাধু জানাল মেলায় যাওয়ার সংবাদ কিন্তু আফছুস দেখা হলনা ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ । দেখা হলো না ।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভিন্নস্বাধের কবিতায় ভাললাগা সেলিম ভাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ভালালাগায় ও কমেন্টে ধন্যবাদ । ভাল লাগা জানবেন ।
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৯
জাহিদ জুয়েল বলেছেন: ভালো লাগলো ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
দীপান্বিতা বলেছেন: ভালো লাগা ...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাললাগায় ধন্যবাদ ।
১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮
আমি নাহিয়ান বলছি বলেছেন: অদ্ভুত সুন্দর। +
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: হুম| আজ অন্যরকম লিখলেন| সুন্দর কবিতা