নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আজ এই ফাগুনের নক্ষত্র ভরা রাতে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

জ্বরে পোড়ে যাচ্ছে গা ।

কফ জমেছে বুকে ,হৃদয়ে বিষন্নতা ।

শীতের হিমেল হাওয়া গায়ে কাঁপন ধরায় ।

মশারা থেমে নেই সব রক্ত খোঁজে বেড়ায়।

আমি বসে থাকি দ্বিধাগ্রস্ত রাতে ।

যেখানে স্বপ্ন হয়েছে লীন অবজ্ঞার তুষার পাতে ।

আজ ফুলে ফুলে ওঠেছে জেগে বসন্তের যৌবন

পাখিরাও গাইছে গান অপরূপ রূপে সেজেছেন মৌবন ।

তৃষ্ণার্ত এ প্রাণে দোলা দিয়ে যায় প্রশ্ন ক্ষণে ক্ষণে

এবারের বসন্তে জেগে উঠবে কি প্রেম তার মনে ?

অনন্ত প্রতীক্ষা আমার ,শেষ কি হবে তার ?

ফুটবে কি প্রেমের ফুল আমার সেই প্রিয়ার ?

সে কি এবার আসবে ছোটে ফুলপরীটি সেজে?

হাতে কাকন নাকে নাকফুল পায়ে নুপুর বাজে।

মেঘবরণ চুলে তার রূপে কোমলতা

রেগে গেলে ভাগ্য খারাপ বাঘের আঠারো ঘা ।

লজ্জাবতী লাজুক লতা মুখে স্বীকার করবে না তা

প্রেমের কথা বলতে গেলেই মুখে তাহার কঠোরতা।



ভাল লাগে তার প্রেমের পদ্য মন বসেনা অন্য কাজে ।

তার মনের মাঝে প্রেমের বাদনা বাদ্য ঠিকই বাজে।



প্রেম জ্বরে পোড়ে যাচ্ছে গা

কফ জমেছে বুকে,হৃদয়ে বিষন্নতা ।



আজ এই ফাগুনের নক্ষত্র ভরা রাতে

ভাসাবে কি নাও পরী , প্রেমের যমুনাতে ?

ঘোরের রাতে এ যে আমার প্রেমের আমন্ত্রণ

কষ্ট ভুলে সুখের দোলে বহে যেন প্রেমের পবন ।



মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

বাড্ডা ঢাকা বলেছেন: দারুন কবিতা লেখেছেন ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

রোদেলা বলেছেন: প্রেম জ্বরে পোড়ে যাচ্ছে গা
কফ জমেছে বুকে,হৃদয়ে বিষন্নতা ।
----------------------------------------
সর্বনাশা সুন্দর সেলিম ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: কি বলবো আসলে জ্বর আর কফ জমেছে বুকে ।

যদিও কফ এখানে একটা অনুভূতি ।


সর্বনাশা সুন্দর কমেন্টে ধন্যবাদ রোদেলা নীলা আপু ।


৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++++++++++্

দারুণ কবিতা সেলিম আনোয়ার ভাই
শুভেচ্ছা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার । ভাল থাকবেন সবসময় ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





//আজ এই ফাগুনের নক্ষত্র ভরা রাতে
ভাসাবে কি নাও পরী , প্রেমের যমুনাতে। //


কি বলা পর যখন প্রশ্নবোধন চিহ্ন থাকে না, তখন ধরে নিতে হবে
উত্তর চাওয়া হচ্ছে না,
অথবা উত্তরের দরকার নেই,
অথবা উত্তরের সম্ভাবনা নেই
অথবা... এটি একটি বিবৃতি কেবল

আসল কথা কবি বলতে পারেন....

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: মইনুল ভাই প্রশ্ন বোধক চিহ্ন লাগিয়ে দিলাম ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =‘কি’ বলার পর প্রশ্নবোধক চিহ্ন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: দিলাম । ২য় কমেন্টে আরও বেশি ধন্য বাদ আর ভাল লাগা ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল সেলিম ভাই।
+++

ভালো থাকবেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ দিশেহারা রাজপুত্র । ভালথাকবেন সবসময় ।

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিরিকাল কবিতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভেচ্ছা ।ভাল থাকবেন সবসময় ।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪১

তুষার কাব্য বলেছেন: প্রেম জ্বরে পোড়ে যাচ্ছে গা
কফ জমেছে বুকে,হৃদয়ে বিষন্নতা ।

চমৎকার কবি ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ তুষার কাব্য । ভাল থাকবেন সবসময় ।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৯

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা । ++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ভাল লাগা । আর নিরন্তর শুভকামনা ।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


বিরহের কাতরতা, অধীর প্রতিক্ষা, আশা-নিরাশার মাঝে ঝুলে থাকা ফুটে উঠেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার সারসংক্ষেপ এক লাইনে বলে দিলেন । সুন্দর কমেন্ট ভাল লাগলো ।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩

জাফরুল মবীন বলেছেন: চির সবুজ প্রেমের কবি’র সুন্দর অনুভূতির প্রকাশ!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৭

শাহরীয়ার সুজন বলেছেন: সুন্দর!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রেম জ্বরে পোড়ে যাচ্ছে গা
কফ জমেছে বুকে,হৃদয়ে বিষন্নতা ।
দারুণ +++

চমৎকার কবিতা সেলিম ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩০

এম এ কাশেম বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম কবি।
শুভেচছা নেবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ এম এ কাশেম কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় ।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: ৫ম ভাল লাগা। কিন্তু একটা ছবি না হলে কি যেন একটা বাদ পরে যাচ্ছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আজকে রাতের একটা ছবি দেয়ার চেষ্টা করবো । কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৩

রঙতুলি বলেছেন: আজ এই ফাগুনের নক্ষত্র ভরা রাতে .
আহা কি লাইন দারুন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কমেন্টে ও পাঠে । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর !! মুগ্ধতার দাবী রাখে কবিতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টেও পাঠে ভাল লাগা । আর নিরন্তর শুভকামনা ।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪

সুমন কর বলেছেন: ফাগুনের কবিতা ভাল লাগল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: ফাগুনের আগুন কবিতা।
+++++++++++++++++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ বিজন রয় ।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ তো!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

আমি নাহিয়ান বলছি বলেছেন: দারুন লাগলো কবি।। +

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.