নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সাগর সন্নিকটে ।
জানি লেখা আছে সব এই মর্তের ললাটে।
তাকে সাগর ভেবেই আমি নদী ।
পাহাড় পেরুলাম্ ।
বন পেরুলাম।
পেরুলাম শুষ্ক মরুভূমি —মোহনা নিরবধি ।
কত বাঁধা জয় করেছি !
কত সময় —শক্তি হেরেছি।
তবু গন্তব্য ভেবে অনন্ত পথ ছুটে চলেছি।
আকাশ দেখে দেখে ,রঙিন সূর্যালোক মেখে মেখে— বিষন্ন সেই রথ।
রঙিন স্বপ্ন এঁকে এঁকে এই অনন্ত ছুটে চলা ।
লজ্জার আবরণ ছুড়ে ফেলা ।
সে যে লাজুকলতা! লজ্জা মানে সুনিশ্চিত হারিয়ে ফেলা ।
তাই ক্ষুদ্র হতে হতে , আকার — ভর জলাঞ্জলী দিতে দিতে ।
তবু সাগর পানে ছুটে চলেছি ভালবাসা বুকে ।
সাগর সঙ্গমে ক্ষুদ্র জলকনা সেও সাগর হয়ে যায়।
সেই সাগর হবার প্রতীক্ষায় ।
সব বিধিনিষেধের জাল ছিহ্ন করে
ছুটে চলেছি সাগরের অন্বেষণে।
অশান্ত সেই সাগর, ছুড়ে ফেলেছে ভালবাসা —আদর
টর্নেডো—সুনামির বার্তা পাঠিয়েছে
পাঠিয়েছে দশ নম্বর লালবাতি।
বুঝিয়েছে রাজ্যের অসংগতি ,আমি ক্ষুদ্র জলকণা তিনি হিরা—মতি ।
আমি পাল তুলেছি ইচ্ছে নদীর বুকে,
ঝড় ঝঞ্ঝাট সব নিয়েছি মাথা পেতে।
মাথার চুলে পাক ধরেছে গায়ে এসেছে জ্বর
পাথর সময় থমকে গেছে রচেছে দ্বিধাগ্রস্ত প্রহর ।
তবু থেমে থাকিনি
কারণ সাগর সন্নিকটে জানি ।
এসেছে সাগর সঙ্গম কাল।
তাকে ভেবেছি ভূমধ্যসাগর, আমি যে সুয়েজ খাল ।
নীলনদের মত দশ দশটি দেশ পেরিয়ে পেতেছি হাত ও হাতে।
এই ফাগুণের অশান্ত আগুনে পোড়ে আমি অনঙ্গ—এই রাতে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তন শুভকামনা ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৪
বিদ্রোহী বাঙালি বলেছেন: আমি পাল তুলেছি ইচ্ছে নদীর বুকে,
ঝড় ঝঞ্ঝাট সব নিয়েছি মাথা পেতে।
সুন্দর প্রকাশ। ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৪
আবু শাকিল বলেছেন: আপনার কবিতা বরাবরের মত ভাল লেগেছে।
কবিতায় শব্দের দারুন খেলা আছে।
+
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার কবিতা আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো । আর শুভকামনা থাকলো আপনার জন্য ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৭
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমি পাল তুলেছি ইচ্ছে নদীর বুকে,
ঝড় ঝঞ্ঝাট সব নিয়েছি মাথা পেতে। +++
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নীরন্তর শুভকামনা ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নীরন্তর শুভকামনা ।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮
দীপান্বিতা বলেছেন: খুব সুন্দর......
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আর নিরন্তর শুভকামনা ।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কি সুন্দর !! পুরো কবিতায় শুধুই সুন্দরের ছড়াছড়ি
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে ভাল লাগা । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা ।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯
আরণ্যক রাখাল বলেছেন: খুব ভাল লেগেছে বরাবরের মত| ছন্দময় কবিতায় অনেক ভাললাগা
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
তুষার কাব্য বলেছেন: নীলনদের মত দশ দশটি দেশ পেরিয়ে পেতেছি হাত ও হাতে।
এই ফাগুণের অশান্ত আগুনে পোড়ে আমি অনঙ্গ—এই রাতে
অনেক ভাললাগা কবিতায় +++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
এলোমেলো জীবন ৬৯ বলেছেন: তবু থেমে থাকিনি
কারণ সাগর সন্নিকটে জানি ।
অসাধারন ...
ভাললাগা রইল .....
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫০
সুমন কর বলেছেন: নীলনদের মত দশ দশটি দেশ পেরিয়ে পেতেছি হাত ও হাতে।
এই ফাগুণের অশান্ত আগুনে পোড়ে আমি অনঙ্গ—এই রাতে।
সুন্দর হয়েছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগা। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।