![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
১৯৫২ থেকে ২০১৫ সুদীর্ঘ সময়ে
কত কিছু বদলে গেছে ?
বেড়ে গেছে কত কিছুৃর দাম !
পরাধীনতার শৃঙ্খল খুলে গেছে
স্বাধীন দেশে স্বাধীন বেশে
মানুষের কি হলো শেষে?
ভেবে কষ্টে কাঁদে প্রাণ?
এদেশের মানুষের মাঝে
কত ভালবাসা ছিল যে মিশে
ইতিহাসে তা লিখা আছে।
কেন বিধি যে হলো বাম!
৮ই ফাল্গুনে ভাষা আন্দোলনে
এ দেশেরই পাঁচজনে
করেছিল জীবন দান ?
সেই জীবনের মূল্য কত!
সারাদেশ হয়েছিল উ্দ্বেলিত
এখনো তাদের সারাবিশ্ব করিছে প্রণাম।
একটি জীবনের মূল্য কত ছিল ?
তোমাদের কাছে এ প্রশ্ন শুধাইলাম।
শতজনের অকাল মরনে
দেশবাসীর অবলা প্রাণে হয়েছে কি ঝড় তুফান?
জানি সময়ের পরিক্রমায়
বেড়ে গেছে জিনিসের দাম।
বাড়েনি শুধু জীবনের মূল্য কানাকড়ি সমান।
আজ জীবনের মূল্য কতটুকু হলো ?
লাখো কোটি জনতার প্রাণে প্রশ্ন শুধাইলাম।
ঐ যে মরিছে অজানা কেহ
আমাদেরই কারো ভাই তিনিতো
এই মনেরে প্রশ্ন শুধাইলাম।
কত টাকা দরে ক্ষমতার মসনদে
নিজের ভাইয়ের জীবনটা বলি দিলাম।
সারাদেশের জনসাধারণ তোমাদের শুধাইলাম?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুস্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
সুন্দর বলেলেছেন এই মুহূর্তে এদেশে জীবনের নিরাপত্তা নেই কারো ।একজন নাগরিক তার কতটুকু নাগরিক অধিকার পাচ্ছে ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১১
মৌসুমী মালা বলেছেন: Excellent writing !!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ;পাঠে ও কমেন্টে । আর নিরন্তর শুভকামনা ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
জেন রসি বলেছেন: ১৯৫২ থেকে ২০১৫ সুদীর্ঘ সময়ে
কত কিছু বদলে গেছে ?
বেড়ে গেছে কত কিছুৃর দাম !
পণ্যের দাম আজ মানুষের চেয়ে বেশী
আহারে আহারে ............
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখজনক অবস্থা !
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫
আবু শাকিল বলেছেন: ভাল লাগল কবি ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫
সালমান মাহফুজ বলেছেন: সাবলীল শব্দ চয়নে চমৎকার বাস্তবতার প্রতিফলন ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগলো কবিতাটি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪
কলমের কালি শেষ বলেছেন: এমন কঠিন প্রশ্নের কোন উত্তর নাই । আছে হয়তো কিন্তু এই সময়ের জন্য নাই ।
এখন মানুষের জীবন ছাড়া অন্য সকল কিছুরই মূল্য আছে ।