নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমিও করে দেবো প্রেম ছাপার অক্ষরে বন্দী

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

আমিও লিখে ফেলবো একদিন

মম অনুরঞ্জন ছাপা অক্ষরে শাদা কাগজে

অর্থের গরিমায় — আমারও তা ঢের আছে।



হৃদয়ে মম জ্বলছিল এক দীপশিখা

তুমি আলো জ্বালোনি বলে জ্বলেনি তা।

সৃজেছিল কেবল ব্যর্থতার অভিধান।

ভাঙেনি সেই মায়ার সোপান।

তাই শাদা কাগজের রঙিন মলাটে খুব করে লিখে দিব

ভালবাসিতাম সবটুকু হৃদয় দিয়ে।



আর থরে থরে সাজিয়ে দেব

তোমাকে নিয়ে লিখা প্রেম কাব্য

করে দেব দৃষ্টিনন্দন প্রচ্ছদ।

আর কাগজে লেখা প্রেম আছে যার অনেক দাম ।



এ হৃদয়ের সুতীব্র উপাসনাগুলি

তার কতটুকু আছে দাম ?



প্রেমগুলি লুকিয়ে থাকে ছাপা কাগজে

রঙিন প্রচ্ছদে মায়াবী বর্ণমালায়।



প্রেমেরা আজ ছাপার অক্ষরে কবিতা চায়।



খোঁজেনা শরীরের ভাষা বুঝেনা হৃদয়ের নেশা

খোঁজেনা সুখের ছোঁয়া বুঝেনা উত্তাল ভাষা।



প্রেমগুলি তোমার পেতেছে দারুন ফন্দি

সেগুলি থাকে ছাপার হরফে বইয়ের ভিতরে বন্দি ।



মনে রেখো আমারও অজস্র কথা আছে বুকে

আছে কত কবিতা ! শ্লোকে শ্লোকে!!

আর আছে সক্ষমতা।



যদি কর আজ এই সন্ধি!

তবে আমিও করে দেবো প্রেম ছাপার অক্ষরে বন্দী ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০

প্রামানিক বলেছেন: মনে রেখো আমারও অজস্র কথা আছে বুকে
আছে কত কবিতা ! শ্লোকে শ্লোকে!!
আর আছে সক্ষমতা।

চমৎকার কবিতার কথামালা। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: যদি কর আজ এই সন্ধি!
তবে আমিও করে দেবো প্রেম ছাপার অক্ষরে বন্দী ।

সুন্দর কবিতা+

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: নিরন্তর শুভকামনা ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৮

নাসরিন চৌধুরী বলেছেন: হা হা হা বেশ শর্ত দিয়েছেনত!!

ভাল লিখেছেন কবি। শুভেচ্ছা জানবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামমনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.