নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিচার চাই

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯

একটি হত্যাকে কেন্দ্র করে কি হয় আজকাল?

একটি হত্যা হয়ে ওঠে রাজনীতির বড় হাতিয়ার ।

সেদিকে কেন্দ্র করে কাদা ছোড়াছুড়ি ভীষণ দরকার!

হত্যার বিচার হয়না আর।

এখনো হয়নি সাগর- রুনি হত্যার বিচার!

অভিজিতও মরে গেলেন সন্ত্রাসীদের নির্মম আঘাতে।

সেটি নিয়েও সাগর-রুনির মত লিখা হবে বিস্তর ।

অনেক পানি ঘোলা হবে ।

বয়ে যাবে চায়ের টেবিলে ঝড় ।

আস্তিক নাস্তিক বিতর্ক হবে ।

হবে বিষোাদগার ।

পুলিশি তদন্তে থলের বিড়াল ঠিকই বেড়িয়ে পরবে।

সেটির গায়ে উদ্দেশ্য প্রণোদিত কোন রঙ পরবে।(অসম্ভব নয়)

সেই রঙ নিয়েও পক্ষ বিপক্ষ হবে ।

এভাবেই চলবে বছরের পর বছর ।

এটি পণ্য হয়ে ওঠতে পারে হয়ে উঠতে পারে রাজনৈতিক হাতিয়ার ।

এটা মৌলবাদী চক্রের জিহাদ নাকি মুজিববাদী মসনদের ষড়যন্ত্র?

সবকিছুর সম্ভাব্যতার হবে পুঙ্খানুপুঙ্খ বিচার ।

এভাবেই চলতে থাকবে ।

শুধু ফিরে আসবে না অভিজিত ।

আর তার স্ত্রী হয়তো বেঁচে থাকবেন কাটা হাত নিয়ে কিংবা বিধবা বেশে ।

যখন গোড়ামীর মাত্রা সীমা ছেড়ে যায় তখন এমনটি হতে থাকে।

হত্যা রাহাজানি গুম ,

কখনো বা হারিয়ে যাবে নারীর সম্ভ্রম ।

কারন মনুষত্ব মরে গেছে ।

ব্যবধান বেড়েছে মানুষে মানুষে।

প্রতিপক্ষকে মেরে ফেলা হয়ে গেছে নগন্য ব্যাপার ।



কারণ এখন আর মানুষটি নই আমরা ।



আমরা আস্তিক—নাস্তিক, নৌকা— দাড়িপাল্লা হয়ে গেছি।

বৈঠা আর কাস্তে হয়ে গেছি ।

প্রকটভাবে ডান বাম হয়ে গেছি ।

হয়তো অদূর ভবিষ্যতে ডানে বামে বিয়ে হবে না আর।

অতীতের ক্রুসেডের মত যদ্ধ চলবে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় ।

আরেকটি লোহিত সাগর হবে মানুষের রক্তে ।

শিয়াল শকুনের চরিত্র নিয়ে মানুষের অববয় দিয়ে চলবে নৃশংসতা ।

তখনকার কবিতায় প্রেম ভালবাসা থাকবে না থাকবে বলাৎকার।

শুধু আবর্জনা খেয়ে খেয়ে তথাকথিত বু্দ্ধিজীবি জীবন ।

মানুষে মানুষে সম্পর্ক নেই কোন রয়ে গেছে জিঘাংসা আর চরিত্র হনন।

আমাদের মত ,

গুটি কয়েক মানুষ হত্যাকান্ডের বিচার চাইবে।



শুধু দোষী ব্যাক্তিদের বিচার ।

এতটুকু বেশ জানি হত্যার শাস্তি মৃত্যুদন্ড ।



আর দৃষ্টান্তমূলক শাস্তিতে থেমে যেতে পারে শিয়াল শকুনের প্রলয় নৃত্য ।

তবে বিচার হতে হবে সুষ্ঠু পক্ষপাতহীন বিচার ।

















মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:




বাংগালীদের বিচার বুদ্ধিটা ছোট আকারের!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: না হলে নিজের দেশকে কেউ জঙ্গিদেশ বলে আর চেষ্টা প্রমান করে গদি পোক্ত করা প্রচেষ্টা চালায়। এটা শুধু এদেশেই সম্ভব ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিচার!
অসংগায়িত কোন এক অর্থহীন শব্দ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: অর্হীন নয় বলতে পারে অব্যবহৃত কর্ম ।ওটা থাকলে দেশে কোন অরাজকতা থাকতে পারে না ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ কবিতা লিখেছেন ভাই সেলিম আনোয়ার!

আমি কোন কবিতা স্টিকি হতে দেখিনি গত ১বছর,তবে আমার কাছে মনে হয় এটা সে মানের একটি কবিতা।

অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে।

অনেক অনেক শুভকামনা জানবেন।

ফেবুতে শেয়ার দিলাম। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জাফরুল মবীন । ফেবুতে শেয়ার দিয়েছেন আর কবিতা সময়োপযোগী বিবেচনা করেছেন জেনে ভাল লাগলো ।

মিডিয়াগুলোর আলোচনা ানুষ্ঠান যাচাই করলেই কবিতার যথার্থতা মিলবে ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

অস্পিসাস প্রেইস বলেছেন: "কারণ এখন আর মানুষটি নই আমরা ।

আমরা আস্তিক—নাস্তিক, নৌকা— দাড়পাল্লা হয়ে গেছি।
বৈঠা আর কাস্তে হয়ে গেছি ।
প্রকটভাবে ডান বাম হয়ে গেছি ।
হয়তো অদূর ভবিষ্যতে ডানে বামে বিয়ে হবে না আর।
অতীতের ক্রুসেডের মত যদ্ধ চলবে যুগ যুগ ধরে বংশ পরম্পরায় । "

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৫| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৪১

জুন বলেছেন: তবে বিচার হতে হবে সুষ্ঠু পক্ষপাতহীন বিচার ।
এটাই সার কথা এখন আমাদের দৈনন্দিন জীবন যাপনে সেলিম আনোয়ার।
+

০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ধন্যবাদ আপু। সুষ্ঠু বিচার হলে অনেক অনাকাঙ্খিত ঘটনা ঘটতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.