নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমাদের মসজিদের কেবলা ভুল ছিল । প্রায় ৩০ডিগ্রী মতন কোনে সরে গিয়েছে কেবলা। এতদিন ধরে মুসল্লীরা ভুল কেবলায় নামায পড়ছেন ।পরে কম্পাস নিয়ে পরীক্ষা করতে গিয়ে এই ভুল ধরা পরে ।কয়েকদিন আগে এটি ধরা পরেছে । নামাযের লাইন গুলো এখন মসজিদের সঙ্গে কোনাকুনি অবস্থায় আছে। পুরো এলাকার মুসল্লীরা এখন কেবলা ঠিক করে নিচ্ছেন কম্পাস দিয়ে মেপে। ছোট বেলায় এক বুদ্ধিমতী বালিকার গল্পে পড়েছিলাম কিভাবে সে বুদ্ধি করে মসজিদের কেবলা দেখিয়ে এক আগন্তুককে সঠিক দিক বের করেছিল । এত বড় একটা মসজিদের কেবলাতেই যখন ভুল তখন এই ফর্মূলা কতটুকু কাজে দিবে । এখনকার বুদ্ধিমানেরা বোধ হয় কেবলা ঠিক আছে কি না সেটা জানার জন্য কম্পাস নিয়ে ঘুরবে ।নামাযের ১৩টি ফরযের একটি ফরয হলো কেবলামুখী হওয়া ।ফরয আদায় না হলে নামায হবে না এটাই স্বাভাবিক ।মসজিদে জুমার নামায পড়তে গেলাম । এক ভদ্রলোক তার আট বছরের শিশুকে কিছুতেই মসজিদের বর্তমান লাইনে আনতে পারছিলেন না । প্রথমে সে বলছিল বাবা পঁচা । বাঁকা হয়ে দাড়াতে বলে । পরে আমরা কয়েকজন তাকে বুঝাতে গেলে সে ক্ষেপেই গেল । বলে ওঠলো ধূর এ্ই মসজিদই ভালনা শুধু বাঁকা হয়ে দাড়তে হয় । তার কান্ড দেখে বাকীরা হাসলেও সে খারাপ বলেনি । আসলে মসজিদ কমিটিই ভাল না ।যারা এর ডিজাইনের সঙ্গে জড়িত তারা একটা মসজিদ ডিজাইন করতে গিয়ে এতবড় নির্বুদ্ধিতা করে কিভাবে ? এরা কি সচেতন নাকি অচেতন ।
শিক্ষিত নাকি মূর্খ ? মালয়েশিয়াতে একজন আফগান জিহাদিমনা সহপাঠী জুটেছিল কপালে যিনি কাবুল বিশ্ববিদ্যালয়ের লেকচারার। তার কাছে ধর্ম মানে জিহাদ করা ।ইসলামের শত্রুদের মেরে ফেলা । তবে তাকে গুরুত্বের সঙ্গে নামাজ পড়তে দেখিনি ।এরকম জিহাদিরা মানুষজন হত্যাকে বড় কাজ বলে জানে । তাদের আমলের দরকার নেই । নামায না পড়া যে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় এসব ভাবার সময় নেই তাদের । বড় ধরণের পাপকে তারা সামন্যই মনে করেন । যাই হোক সবাই যার যার মসজিদের কেবলা যাচাই করে নিতে পারেন । নামাজের বাইরের সাত ফরযের একটি ফরয হলো কেবলামুখী হওয়া ।সেটি ঠিক না থাকলে নামায হবে না ।দ্বীনের জন্য নামায তেমন শরীরের জন্য মাথা যেমন ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: আমাদের মসজিদ কমিটি দায়িত্বজ্ঞান শূণ্যের কোঠায় । তাদের বলখাস্ত করা উচিত ছিল । এরা মসজিদে চেয়ার পেতে বসে কোরআন পড়া ছাড়া আর কোন কাজ পায় না ।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৯
amitanmoy বলেছেন: ব্যাপারটা আমার ও মাথায় ঘুরতেছে । দেখতে হবে কেবলা ঠিক আছে কি না ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কারো উপরে ভরসা করা যায় না ।দায়িত্বজ্ঞানহীন লোক দিয়ে দেশ ভরে গেছে ।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২
আদরসারািদন বলেছেন: দেখব ট্রাই করে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১১
সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই দেখা উচিৎ । কাউকে ট্রাস্ট করা যায়না ।পুরো ঈমান আমলের উপর হামলা । অনেকে বলছিল মসজিদ কমিটিকে ১০০টা দোররা মার উচিৎ ।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২
আদরসারািদন বলেছেন: দেখব ট্রাই করে
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৬
চাঁদগাজী বলেছেন:
এটা কি কোন রূপক।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৩
সেলিম আনোয়ার বলেছেন: ঘটনা সত্যি । আবার রূপক ধরে নিতে পারেন । উত্তরা দশ নম্বর সেক্টর কেন্দ্রিয় জামে মসজিদ গেলেই টের পাবেন । ধর্মীয় ব্যাপারে কতটা অবহেলা উদাসিনতা মসজিদ কমিটির । ওদের কমিটি থেকে বাজেয়াপ্ত করা উচিৎ ।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪৬
নতুন বলেছেন: ফেসবুকে আর অনলাইন পত্রিকায় ড: অভিজিতের হত্যার বিষয়টিকে অনেকেই সমথ`ন করেছে....
এরা সাধারন মানুষ...অনেকেই পড়াশোনা জানা..ভাল চাকুরী করে..বিদেশে চাকুরি করে...
এরা সবাই খুশি... নাস্তিক মারা গেছে... যারা মেরেছে তাদের ধণ্যবাদ দিচ্ছে..
সত্যিই প্রায় ৩০ডিগ্রী মতন কোনে সরে গিয়েছে কেবলা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৮
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন । হত্যা সমর্থন করা যায় না ।
আর চাঞ্চল্যকর ঘটনা হলো মসজিদের কেবলা ভুল ছিল । ভুল কেবলায় নামায পড়েছে অত্র এলাকার মানুষ । কি অবস্থা এইবার বুঝেন ।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কেবলা ঠিক নাই, পাঞ্জেগানা ঠিক নাই, অজু-গোসলের পবিত্রতা নাই তেমন মানুষরাই ইসলামের নিরাপত্তারক্ষী হয় আজকাল। মসজিদ কমিটিতে আমি খুব বেশি সংখ্যায় ভাল মানুষের উপস্থিতি দেখি নাই। গ্রামের টাউট-বাটপাররাই সংখ্যায় বেশি, যাদের সৎকর্মে মতি নাই। তাদের হাতেই থাকে মসজিদ নির্মাণের সহ দায়, তাই ব্যাপারগুলো ঘটে যায়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন । এরা ধর্ম নামের জিনিসটি অপবিত্র করবেন সেটাই স্বাভাবিক । ভাবেনতো একটা এলাকার হাজার দুয়েক বা তারও বেশি মানুষ কত বছর ধরে ভুল কেবলায় নামাজ পড়ছে । যাদের এতটুকু কান্ডজ্ঞান নেই তার কি জিহাদ করবে । বা তাদের জিহাদের যোগ্যতা কতখানি ? অথচ জিহাদের নামে তারা মানুষ হত্যা করবে। হত্যাকান্ড আবার বাকশালীরা দেদারছে করছেন ।দলকানা সন্ত্রাসী আর মৌলবাদী সন্ত্রাসী দেশটাকে সন্ত্রাসের রাম রাজত্ব বানিয়ে ফেলছে ।
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর শেয়ার ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ কলমের কালি শেষ । আর নিরন্তর শুভকামনা ।
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
শিপু ভাই বলেছেন:
সুন্দর পোস্ট কবি
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১২
সেলিম আনোয়ার বলেছেন: শিপু ভাইকে ব্লগে পেয়ে দারুন ভাল লাগলো । কমেন্টে ও পাঠে ধন্যবাদ। ভাল থাকবেন সবসময় এই কামনা থাকলো ।
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১
চাঁদগাজী বলেছেন:
"ওদের কমিটি থেকে বাজেয়াপ্ত করা উচিৎ । "
-এটা কি বাংলা বাক্য?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ওদের সংঘ থেকে বাজেয়াপ্ত করা উচিৎ । কমিটি বোধ হয় বাংলা শব্দ হয়ে গেছে ।
১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
'কমিটি' ও 'সংঘ' ২টিই ঠিক আছে; 'বাজেয়াপ্ত' এর যায়গায় হবে, 'বরখাস্ত', যথাসম্ভব!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আসলেই তো বরখাস্ত করতে হবে । আসলে পুরো কমিটিতো দাযী। পুরো কমিটি বাজেয়াপ্ত করা যায় বাতিল করা যায় । ধন্যবাদ ভুল টি ধরিয়ে দেয়ার জন্য।
১২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: কমিটির লোকজনদের চেহারা খুলতে গেলে দেখবেন এলাকার উঠতি ধনী,প্রভাব-পত্তিশালী,আর অবশ্যই সেখানকার নেতা।। সুতরাং আর কি আশা করতে পারেন?? মসজিদতো বানিয়ে দিয়েছে,নিজেদের সাথে নামাজীদেরও আখেরাতের পথ দেখিয়েছে।।
আপনার সেই শিশুটির কথাই কিন্তু সবচেয়ে গুরুত্ববহন করছে,আমার কাছে।। ধন্যবাদ।।
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট । ব্যাপারটি কস্টদায়ক । আগে মানুষ পশ্চিম শিখতো মসজিদ দেখে আর এখন মসজিদের পশ্চিৎ নিশ্চিত হতে কোর্টে যাওয়া লাগবে ।
১৩| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ৯:৩০
জাফরুল মবীন বলেছেন: দ্বীনের জন্য নামায তেমন শরীরের জন্য মাথা যেমন । -চমৎকার কথা বলেছেন।
মসজিদ কমিটির পদগুলো বাষ্ট্রীয় মসনদের মতই লোভনীয় ক্ষমতা লোভীদের কাছে।ইসলাম সেবকের ভাবটা নেয় কেবল এটা হাসিল করতে।
চমৎকার ভাবনার বিষয় শেয়ার করেছেন।
ধন্যবাদ আপনাকে।
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: অংশটি একটা হাদীস । মাথা ছাড়া যেমন মানুষ হয়না ঠিক তেমনি নামাজছাড়া দ্বীনদার হওয়া যায়না ।
আপনাকেও ধন্যবাদ।
১৪| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১০:৫৩
সোহানী বলেছেন: জিহাদী ভাবনা দেখে ভয় পেলাম.... এটা কি সত্যই সত্য !!!!!!!!
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: বুঝেনই তো আফগান বলে কথা
তারা ভাই দারুন একরোখা ।
১৫| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৬
অ্যানালগ বলেছেন: বাসাবাড়ি ও অন্যান্য স্হাপনা চারদিকের সাথে সমন্বয় করে নির্মাণ করা উচিত। গ্রাম থেকে শহর সবখানেই পরস্পরের সাথে কি যে বিশৃংখল ভাবে স্হাপনাগুলি দাড়িয়ে আছে, খুবই পীড়াদায়ক।
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট করেছেন। এখন বাসায় কোনাকোনি দাড়িয়ে নামায পড়ি।
কোন মাপা সবসময় ঠিক হবে তার গ্যারান্টি কে দিবে ?
সবধরণের অবকাঠামে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক হওয়া উচিৎ। সেটি হচ্ছে না ।সে জন্য শহরের এই দূরাবস্থা ।
১৬| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনাকে ধর্ম মন্ত্রনালয়ে রাখবে তো সরকার?
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
সেলিম আনোয়ার বলেছেন: আমি একজন সামান্য ব্লগার । যা সত্য তাই লিখলাম । এখানে সরকারকে তৈলমর্দন করা হয়নি । একটা অনুভূতির কথা লিখেছি মাত্র ।
১৭| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৪৪
জুন বলেছেন: নামাজের বাইরের সাত ফরযের একটি ফরয হলো কেবলামুখী হওয়া ।সেটি ঠিক না থাকলে নামায হবে না । এতগুলো নামাজী কমিটির অবহেলায় গুনাহগার হচ্ছে । কি অবাক কান্ড তাহলে এয় লক্ষ লক্ষ টাকা খরচ করে কমিটি করার কি দরকার ?
+
০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:১৮
সেলিম আনোয়ার বলেছেন: জুনাপি আমারও একই প্রশ্ন । মসজিদ কমিটির কাজই বা কি? মসজিদ নির্মানে সংস্কারের চাদা ওঠানো । আর মসজিদ তো নামাজ পড়ার জন্য সেটাতেই ভেজাল করে বসলে হবে নাকি ?
অথচ এসব নিজের এলাকার এতবড় মসজিদে ঘটছে ।
১৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ২:০৪
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ ++
০২ রা মার্চ, ২০১৫ সকাল ৯:২১
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
১৯| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ১০:১৫
আহসানের ব্লগ বলেছেন: স্বাগতম
২০| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:৪৭
পুরান লোক নতুন ভাবে বলেছেন: আপনি কি জানেন যে প্রতি বছর যায়গা ভেদে উত্তর দিক ১/২ ডিগ্রি করে সরে যাচ্ছে। সেই হিসাবে পশ্চিম দিকও সরে যাচ্ছে। অর্থাৎ পশ্চিম দিক স্থির নয়! আমাদের কাবা হচ্ছে আসল পশ্চিম মানে কম্পাসের ভুল সংশোধন করলে যা থাকে তাই হচ্ছে কাবার পশ্চিম। আমারা যারা জাহাজী তারা জানি কম্পাসে কি পরিমাণ ভুল থাকে। তাই এই বিষয়ে একটু বিস্তারিত পড়েন এবং আপনার হাতের কম্পাস আসল নয় বলে মনে করছি। যদি সম্ভব হয় আপনার মসজিদের ঠিকানা দিন আল্লাহ্ তৌফীক দিলে একদিন এসে দেখে হিসাব করে যাবো!!
২১| ০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
@ পুরান লোক নতুন ভাবে :
ভাই, কাবার সঠিক দিক হিসেব করার কটি পদ্ধতি রয়েছে এবং সেগুলি কি ভাবে করা হয় এবং তার জন্য প্রয়োজনীয় তথ্য সহজে কোথায় আর কি ভাবে পাওয়া যায়, এই ব্যাপারে এক বা একাধিক সিরিয়াল পোস্ট দিলে আমরা সকলে উপকৃত হোতাম।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
সুমন কর বলেছেন: হুম, জেনে গেলাম।