নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের দহনেসম্পর্কের বাঁধনে

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:১৮





ফাগুনের দহনে



আজকের ফাগুনে ফুটেছে অনেক ফুল

ভ্রমরার গুঞ্জনে দক্ষিণা হাওয়া চঞ্চল ।

তুমি রক্তজবা দূর আকাশের বনে

ভালবাসার রঙিন আভা ছড়াও ক্ষণে ক্ষণে।

আমি বসে আছি আগুনের প্রতীক্ষায় !

তুমি এসে ভালবেসে মোরে করে দেবে যেন ছাই।

প্রেমের জিঘাংসায়;

আমি হয়ে যাবো খরস্রোতা নদী

তুমি অনন্ত সাগর— জনম জনম নিরবধি।

আমি বিছিয়ে দেব তোমাতে উর্বর পলি -কাঁকর

তোমাতে উঠবে তুফান —বাজবে প্রেমের নূপুর।

আমি গড়ে দেব ভালবাসার দ্বীপ

তুমি সঙ্গোপনে বধূ বেশে ঠিক।

আজকের ফাগুনে আকাশটা আঁকাবাঁকা

ফাগুন মানে তুমি—আমি অঙ্গে অঙ্গে মাখা।

আকাশলীনা জাদুর পাখা মেলো!

ফাগুনের দহনে পিয়াসী পেখম তোল।



ফাগুণের বাতায়নে আজ ফুটেছে কত ফুল!

অনাদি কাল ধরে রক্তজবা তুমি

আমি তুলি মাস্তুুল ।



সম্পর্কের বাঁধনে



অসম্পর্কের দোলাচলে

খেলেছো বিষম খেলা

বিচ্ছেদে বিচ্ছেদে

কাটাইছো দিন মেলা ।

এসেছে মায়াবী প্রহর

বসন্তের রূপে নেমেছে রঙিন ভোর।

থাকো কেন দূরে আর ;

কামনার দহনে পোড়ে পোড়ে—

আজ আমি যে অঙ্গার ।



মায়াবী বাঁধনে পরম যতনে

নেব তোমারে মম বাহুডোরে

দিন কেটে যাবে রাত কেটে যাবে

প্রেমের অচিনপুরে

হয়ে যাবে তুমি আকাশ

আমি বয়ে দেব তাতে উদাসী প্রেমের বাতাস।



কোকিলের গানে ফুলেদের ঘ্রাণে

বুঝতে পেরেছো কি?

তুমি রূপসী বঙ্গোপসাগর

আর আমি মেঘনা নদী ।



অসম্পর্কের দোলাচলে

কাটিয়েছো নিদারুন বেলা

আর নয় মিছেমিছি; চলো সম্পর্কের বাঁধনে আজি;

বাঁধি সংসার কাফেলা ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩০

হামিদ আহসান বলেছেন: সুন্দর কবিতা ............+++++

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার ।

২| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৩

সোহানী বলেছেন: আপনিতো দেখি ছন্দের কারিগর...... ভালালাগা সহ +++++

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ। শুভকামনা নিরন্তর ।

৩| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

এম এম করিম বলেছেন: ভালো লাগলো।

+++

০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দময় কবিতায় ভালো লাগল। প্রথমটা অনবদ্য। +++

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে ধন্যবাদ কমেন্টে ও পাঠে । দুটোর উপজীব্য প্রেম। ফাল্গুনের কবিতা হবে প্রেমের কবিতা। আর আমার আমার আকাশলীনা প্রেমে ফাগুনের স্বার্থকতা ।

শুভকামনা থাকলো নিরন্তর ।

৫| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

এম এ কাশেম বলেছেন: চমৎকার লিখেছেন সেলিম ভাই

শুভ কামনা।

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

সুমন কর বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

আর মাত্র কয়েকটি পোস্ট দিলেই আমার ৬০০ পোস্ট হয়ে যাবে । :)

৭| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৬

তুষার কাব্য বলেছেন: ইদানিং ছন্দের কবিতা বেশি পাচ্ছি কবি ! দুটো কবিতাই সুখপাঠ্য ।

শুভকামনা জানবেন ।

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: আকাশলীনা ছন্দের কবিতা পছন্দ করে । তাকে মুগ্ধ করতে হলে এর বিকল্প নেই ।

কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৮| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর কবিতা| দুটোই

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:৪১

জুন বলেছেন: আপনার প্রতিভায় এই প্রথম বারের মত আমি ঈর্ষান্বিত সেলিম আনোয়ার। এমন হুটহাট কবিতা লিখে ফেলেন কি করে :-*
+

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আপু কি যে বলেন ! আপনিও চমৎকার কবিতা লিখেন। আমার ভাল করে জানা আছে আপনার কবিতা লিখার প্রতিভা ।

১০| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:২৩

সুফিয়া বলেছেন: আপনার কবিতার মূল্যায়ন করার যোগ্যতা তো আমার নেই। শুধু বলতে পারি প্রথম কবিতাটি ভীষণ ভালো লেগেছে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ সুপ্রিয় সুফিয়া ।

আপনি অনেক ভাল লিখেন । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১১| ০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৭

এনামুল রেজা বলেছেন: অনাদি কাল ধরে রক্তজবা তুমি
আমি তুলি মাস্তুুল ।


প্রথমটা বেশি ভাল লাগলো।

শুভকামনা সেলিম ভাই।

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১২| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

নাহিদ রুদ্রনীল বলেছেন: অনেক ভালো লিখেছেন সেলিম ভাই।

০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ নাহিদ রুদ্রনীল । ব্লগে সুস্বাগতম । আপনার শুভকামনা নিরন্তর ।

১৩| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক দিন পর আপ্নার লেখা পড়লাম বেশ ভালো লাগলো :)

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: অনেক দিন পর ব্লগে এসেছেন । সুস্বাগতম ব্লগে ।

১৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


সাগরের ভালোবাসায় আকাশের কান্নার মত, চির-বিরহের অনন্ত দীর্ঘশ্বাস

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৫| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ছন্দময় কবিতায় ভালো লাগা।+++

প্রথমটা ভাল লাগল বেশি।

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৬| ০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আজকের ফাগুনে ফুটেছে অনেক ফুল
ভ্রমরার গুঞ্জনে দক্ষিণা হাওয়া চঞ্চল ।

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় কবি কমেন্টে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৩১

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগলো। চমৎকার কবিতা ।

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ভালরাগায় ও কমেন্টে ধন্যবাদ মহান অতন্দ্র ।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৩:৫১

এহসান সাবির বলেছেন: অসম্পর্কের দোলাচলে
খেলেছো বিষম খেলা
বিচ্ছেদে বিচ্ছেদে
কাটাইছো দিন মেলা ।
এসেছে মায়াবী প্রহর
বসন্তের রূপে নেমেছে রঙিন ভোর।
থাকো কেন দূরে আর ;
কামনার দহনে পোড়ে পোড়ে—
আজ আমি যে অঙ্গার ।

ভালো লাগা কবি....

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

নীল-দর্পণ বলেছেন: ভাল লাগা :)

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও পাঠে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.