নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

উদাসী বাতায়নে

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭





ফাগুনের উদাসী বাতায়নে — দিয়েছো চৈত্রের সুতীব্র রোদ

ভালবাসা গেছে বেড়ে তাতে—হৃদয়ে জমেনি ক্রোধ।



মায়াবতী ,সর্বগুণে গুনান্বিতা তুমি বিদ্যায় স্বরস্বতি।

জ্ঞান গরিমার লেশমাত্র নেই আমি তুচ্ছ অতি ।

তুমি হাসলেই বৃষ্টি নামে শুষ্ক ধরনীতে

তুমি কাঁদলে চৌচির এই হৃদয় ফেটে ফেটে ।



তোমার জন্য এই ফাগুনে বেলি ফুলের মালা

খোঁপায় দেব রক্তগোলাপ হাতে চুড়ি মেলা ।



তোমার জন্য শেষের কবিতা আর রবীন্দ্রগান

তবু মিনতি করি প্রাণের পরী ভুলে যাও অভিমান ।



ফাগুনের বনে আজ ফুটেছে কত ফুল!

পাখিরা সব গাইছে গান ভ্রমরারা আকুল।

এমন মধুর ক্ষণে কষ্ট পেতে নেই মনে

হয়ে যাক বন্ধন এই রাগ —অনুরাগের সন্ধিক্ষণে।



শুন চৈতালী তপ্ত হওয়া

তপ্ত বায়ে আবর্জনা-জঞ্জাল দাও পোড়ে দাও

ঢেলে দাও স্নেহ-মায়া ।




















মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ফা গুন নিয়ে সুন্দর কবিতা।+++

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

২| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

ঘুড্ডির পাইলট বলেছেন: ফাগুনের বনে আজ ফুটেছে কত ফুল!
পাখিরা সব গাইছে গান ভ্রমরারা আকুল।


প্রথম ভালো লাগা

০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ভাল লাগা আর শুভকামনা নিরন্তর ।

৩| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন কবিতা।

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৬

প্রামানিক বলেছেন: তোমার জন্য এই ফাগুনে বেলি ফুলের মালা
খোঁপায় দেব রক্তগুলাপ হাতে চুড়ি মেলা ।

খুব ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৫| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৫

আপেক্ষিক বলেছেন: কবিতার ছন্দে যেন হারিয়ে গেলাম। খুব্বি সুন্দর কবি। +

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ আপেক্ষিক ।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৩৪

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার কবিতা । ভাল লাগলো।

০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:০৭

জাফরুল মবীন বলেছেন: সুন্দর বসন্তকাব্য।

ধন্যবাদ কবি।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বসন্তকাব্য ফুরিয়ে এল প্রায় !

সামনে বোধ হয় বৈশ মাস বসন্ত অসহায় ।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:২৬

ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সোনালী ডানার চিল বলেছেন: কবিতায় ভালোলাগা কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.