নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনা !

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮

লাগামছাড়া ঘোড়া
বৈধ অবৈধ বুঝেনা কিছু দারুন হতচ্ছাড়া।
আদিম যুগের মত ,
অর্ধনগ্ন দেহ আর দিগম্বর যত্রতত্র।
নেই কোন শৃঙ্খল
কাজ কারবার নেই কোন মুখটা যে নিমফল।
নেই কোনা সীমা
পরওয়া নেই স্রষ্টার কোন জিহবার নেই কোন বীমা।
শালীনতা নেই চালচলনে
তুলনা নেই জনরোষ সৃজনে,
নেই কোন দর্শন ;
পরনিন্দা কুৎসা ছাড়া জীবনটাই যেন তার বিফল।
বলগাবিহীন ঘোড়া
তাদের কারণে হাজার জনে হয়েছেন বিষফোঁড়া ।
মুক্ত মনা নামে ইতর ভাষার নোংরামী কে মানে?
মদ জোয়া আর বিলাসব্যসন উপহার , এই সমাজের কতটুকু উপকার!
বিশ্বাসের দেয়ালে কারো যদি ফাটল ধরাতে পারো
শালিনতার আবরণে যুক্তির তলোয়ার ধরো ।
স্বাধীনতার নামে কেন অন্যজনের স্বাধীনতার শ্রাদ্ধ করো ?
কেন ঢেলে দাও বিষ ?
কত বিদ্বানে শেষ জীবনে করেছেন কুর্নিশ
ছিদ্রান্বষণে ব্যস্ত থেকে হয়েছো কি দরবেশ?
দেহ দূর্গন্ধ ভরা মানুষজনের বুক ঘৃণায় ভরা
তোমাতে চটেছেন বেশ ।
কুৎসিত ভাষা কুৎসিত মন ওসব ছড়াতেই বিদগ্ধ জ্ঞানীজন!
জাগতিক লোভে বিকৃত মন
ওসব করে হয়না কখন , বিশ্বমানবতার সেবা;
মুক্তিমানে ভক্তি সহকারে প্রাজ্ঞচিত্তে বিনয় সহকারে
সঠিক পথ প্রদর্শন ।
বস্তির মত আবর্জনা ছড়িয়ে ডাস্টবিনের ঐ কারাগারে
হয় কি কেহ মুক্তমন?
আদর্শে যদি সততা থাকে সুকর্মে থাকে মন
সকল মানুষ দলে দলে মন করিবে সমর্পন।
এই তো সেদিন আরবের রাস্তায়
মদের নহর বয়েছিল একটু ইশারায়।
এর জন্য তো ধরতে হয়নি তলোয়ার
সত্যের প্রতিষ্ঠা এই ভূবনে এভাবেই বারেবার।
মুক্তমনা সেই
সত্য বিশ্বাসে উজ্জীবিত সুশৃঙ্খল যেই ।
বলগাবিহীন ঘোড়া ইবলিশের খাস চেলা
সততার লেশমাত্র নেই জাহান্নামের ভেলা ।




মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সুন্দর লিখেছেন

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ । অসভ্যতা দিয়ে কোন কিছু প্রতিষ্ঠা করা যায়না ।

২| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি লাগায় ধন্যবাদ। পরেরটা ফাটাফাটি লাগবে ।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: :) :) ধন্যবাদ পাঠে ও কমেন্টে ।

৩| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৮

পালের গোদা বলেছেন: বাংলাদেশ মুসলিম দেশ হয়ে দুর্নীতিতে ৫ বার চ্যম্পিয়ন হয়েছিল এবং এখনো র‌্যাংকিং এ টপ টেন এর মধ্যেই রয়েছে এটা বোধহয় আপনাদের জানা। তবে টিআই এর ওয়েবসাইটে যদি দুর্নীতির পুরো র‌্যাংকিংটা দেখেন, তাহলে একটা বিষয় খেয়াল করবেন যেটা হয়তো অনেকেই জানেননা। খেয়াল করবেন যে ২/১টা ব্যতিক্রম বাদে পৃথিবীর যে দেশে ধর্মহীনের সংখ্যা যত বেশি, সেই দেশ তত দুর্নীতিমুক্ত এবং মানবাধিকার তত বেশি, আর যে দেশে ধর্মের প্রকোপ যত বেশি সেই দেশ তত বেশি দুর্নীতিপরায়ন এবং মানবাধিকার শুন্য। আমার কথা বিশ্বাস করার কোন দরকার নেই, নিজেরাই টিআই থেকে দেখে আসুন এবং কিছু রিসার্চ করুন। শুধু তাইই নয়, সর্বশেষ যখন টিআইতে দুর্নীতির র‌্যংকিং দেখেছিলাম (১-২ বছর আগে), তখন খেয়াল করেছিলাম সবচেয়ে বেশি দুর্নীতিযুক্ত ১০টি দেশের মধ্যে ৯টাই মুসলিম দেশ, আর সবচেয়ে বেশি দুর্নীতিমুক্ত ১০টি দেশের প্রতিটি মুলত নাস্তিক দেশ (ঐসব দেশের ৫০% এর বেশি মানুষ নিজেদেরকে ধর্মহীন দাবি করে)।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার যুক্তি তুলে ধরেছেন ভাল লাগলো ।এভাবে আলোচনা বিতর্ক হতে পারে । মুসলিম দেশ নামে মুসলমানদের কোন কিতাবে দূর্নীতি জায়েজ করা হয়নি । যারা করছেন তারমুসলমান হওয়ার কারণে করছেন না । তারদূর্নীতি পরায়ন । যারা ধার্মিক তারা তো বিনা অনুমতিতে কারো জিনিস ব্যবহার করেন না । কারো কাছে কখনো হাতই পাতবেন না ।

৪| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভাল লাগল কবিতা।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।

নিরন্তর শুভকামনা +

৫| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২১

ঢাকাবাসী বলেছেন: কবিতা ভাল লাগল।

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ভাল লাগায় ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: একজন বিশিষ্ট মুক্তমনা হবু ড. কবিতা পড়ে ইনবক্স করেছেন


vai, tumi ekjon uccho shikkhito manush emon baje kobita likhte paro vabte kharap lagse

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: তিনি আরো বলেছেন

ami seriously bolsi kobitata delete koro, eita tomar khudro manusikotar proman, ami bishwas kori tomar manusikota ei kobitar cyeye valo

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি বলছি .tumi phd korsu americar akti biswobidyaloy theke ti boley tumar kotha sunbo amonti vebona

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: তিনি বলেছেন
Whatever you wish :(

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: তিনি বলেছেন

Ekjon kuno kisu obomanona korle ki take khun korte hobe? Eita kmon sovvota?

R avijit ke ami jotodur jani se kuno ashlil kotha bolto na

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি বলছি

khun ami somorthon korina

khuner bichar chai

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: তিনি বলছেন : Ha ha ha, hasaiona

Tomar kobita porlei tomar monet vab poriskar bujha jay, Avijit ra morle tomra dui rakat nafal namaj poro

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি বলছি :-atatu ovijitkey niay noi .......jara dhormer obomanona korey oshlil vabe tader niay likhechhi

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: তিনি বলছেন : Dhormer abar obomanona kemne hoy? Dhormo ki tumrs lease niso naki? Sristikortar dhormo, je manno kore seo jemon tar sristi, je omanno kore seu tar sristi, so, why do you bother. Let the creator do his job

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আমি বলছি

ai puska tui ke nobi (astagfirullah) srostar kotha janlee kivabey?

৭| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬

সুমাইয়া আলো বলেছেন: সুন্দর বাচন ভূংগির অসম কবিতা।

০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ । আমি আসলে কবিতার মাদ্যমে মুক্তমন কেমন হলে ভাল আর কেমন হলে বিড়ম্বণা ডেকে আনতে পারে সেটি বলতে চেয়েছি ।

এটলিস্ট এমন কিছু কোন ব্লগারের করা উচিৎ নয় যাতে তার সঙ্গে সঙ্গে অন্যরাও বিড়ম্বণায় পরে । কিংবা সব ব্লগারদের উপর ব্লেম চলে আসে ।

৮| ০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০১

পদ্মা_েমঘনা বলেছেন: ভালো হয়েছে জনাব। দূর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য!

০৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত । কবিতা পরে পাঠক কি ভাবলে সেটাই আসল। সেটাই কবিতার তাৎপর্য । তাই একই কবিতার নানা ভাব প্রকাশ হতে পারে । এমনকি কবির চেয়ে সুন্দর ভাবনার পাঠক শ্রেয়তর উপায়ে ভেবে থাকতে পারেন ।

৯| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২০

বিদগ্ধ বলেছেন: বাজে কবিতা যত দীর্ঘই হোক, সেটি বাজে! মাইন্ড করবেন না, কথাগুলো কবিতাকে বললাম, আপনাকে নয়।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: চরম মাইন্ড করলাম । কবিতাটিও আমারই লিখা । :(

১০| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:০৩

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: বস্তির মত আবর্জনা ছড়িয়ে ডাস্টবিনের ঐ কারাগারে
হয় কি কেহ মুক্তমন?[/sb

কাব্যিক ঝলকে মুক্তমনার কুৎসিত মনের আদ্যপান্ত তুলে ধরেছেন.............................চমৎকার।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা । ভ

১১| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৫

এম এ কাশেম বলেছেন: সেলিম ভাই - দুর্দান্ত
সত্য যদি বলি কাব্যিক মানের বিচারে না গিয়ে বলবো
জবাব গুলো চমৎকার হয়েছে , আজ মুক্তমনা নামে কিছু
ধর্ম বিদ্বেষী যে ভাবে হিংসা বিদ্বেষ ছড়িয়ে সমাজকে
ধার্মিক ও নাস্তিকদের মুখোমুখি দাড় করিয়েছে এবং সামাজিক
বিশৃংখলা সৃষ্টি করছে তাদের জন্য আজ দরকার লেখনির শক্তি।

সাহসী কবিতার জন্য শুভেচ্ছা জানবেন।

১০ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.