নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
স্বপ্নের এডিলেডে আমরা যে মাতোয়ারা;
স্বপ্নের সাফল্য অবশেষে দিল ধরা ।
অনবদ্য ব্যাটিঙে দূর্দান্ত বোলিঙে
বৃটিশের দূর্গ পরাজয় মেনে নিল ।
দেখ কি কান্ড !
বিশ্বকাপ ক্রিকেটে তোমরা প্রচন্ড !
এটাই শেষ নয় ;জয়যাত্রা শুরু হলো
নক আউটপর্বে ;প্রত্যাশা বেড়ে গেল
এই দলের প্রেরণা ষোল কোটি তাজা প্রাণ
বলে মেলে উইকেট ব্যাটে মেলে শতরান ।
আজকের বিজয়ে মেতেছি তাই উৎসবে
বাংলার টাইগার অনন্য এই ভবে ।
এভাবেই দিনে দিনে সেইদিন আসবে
বাংলার টাইগার সাফল্যে ভাসবে ।
রুবেলের তান্ডবে বিজয়ের উৎসবে
আমরা যে মাতোয়ারা - স্বপ্নের সাফল্য
অবশেষে দিল ধরা । অভিনন্দন টাইগার
পরাজয় নয় আর । বিজয়ের উৎসবে
আমাদের আনন্দ ;এবারে বিশ্বকাপে তোমরা
যে প্রচন্ড ।
০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: টাইগার দের অভিনন্দন । অভিনন্দন বাংলাদেশের সবাইকে । বাংলাদেশ নকআউট পর্বে খেলবে এর চেয়ে কোন বড় খবর এই মুহূর্তে হতে পারে না ।
২| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
এখন ভালো লাগছে; লুকানো কাঁটা এক সময় গায়ে লাগে।
০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগায় ও কমেন্টে ধন্যবাদ । রুবেল আজকে সাতখুন মাফ পারফরম করেছে।
৩| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় +
টাইগারদের অভিনন্দন তবে ওপেনিং সমস্যা আর মাশরাফির ফিটনেস ভাবাচ্ছে খুব।
০৯ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: মাশরাফির ফিটনেস সত্যি ভাবনার বিষয় ওনি শতভাগ ফিট থাকলে অসাধারণ বোলিং করতেন এতে কোন সন্দেহ নেই ।ওপেনিং এ তামিম ধারাবাহিকতা বজায় রাখতে পারছেন না । তবে গতদুই ম্যচ যেভাবে খেলল তাতে টাইগারদের তো লং রেসের ঘোড়াই মনে হচ্ছে ।দেখা যাক কতদূর তারা যেতে পারেন ।
৪| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
বাংলাদেশ ক্রিকেট টীমকে অভিনন্দন । বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে , এ্ই প্রার্থনা ।
০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:২০
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ । বাংলাদেশ ক্রিকেট টিম জয়ের ধারা অব্যহত রাখবে এটাই আমার কামনা ।
৫| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৫
কলমের কালি শেষ বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ।
০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অভিনন্দন চমৎকার কমেন্টে ।
৬| ১০ ই মার্চ, ২০১৫ রাত ৩:১৫
বিদ্রোহী বাঙালি বলেছেন: চমৎকার একটা কবিতায় দারুণ ভাবে অভিনন্দন জানিয়েছেন টাইগারদের। অভিনন্দন টাইগার্স!
১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন টাইগারস । কালকের বিজয় তো মহাকাব্যিক বিজয় । এই কবিতার জৌলুস সেই জয়ের সৃষ্টি মাত্র ।
শুভকামনা আপনার জন্য ।
৭| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৯
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: ১৯০ বছর অপশাসনের জবাব দিয়ে দিলাম..........................যা এইবার বার্মিংহামে গিয়ে নাকে সয়াবিন তেল দিয়ে ঘুমাও.....................
১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: হা হা । ভাল জবাব হচ্ছে । গত ৪ ম্যাচের ৩টিতে বাংলাদেশ টিম ইংল্যান্ডকে হারিয়েছে । ওরা বোধ হয় অনেকদিন ধরে ঘুমে । এবার সয়াবিন তেল নাকে দিয়ে ঘুমুচ্ছে ।
৮| ১০ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৭
জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন টাইগার
পরাজয় নয় আর
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে
১০ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: বিজয়ের উৎসবে আমাদের আনন্দ
এবারের বিশ্বকাপে তোমরা যে প্রচন্ড ।
৯| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন:
১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম ।
১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দল নক আউট পর্বে আরও ভাল খেলুক সেই কামনা থাকলো ।
১০| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২
উড়োজাহাজ বলেছেন: কবিতায় আনন্দের বহি:প্রকাশ। দারুণ।
১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
১১| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩১
সুফিয়া বলেছেন: এভাবেই দিনে দিনে সেইদিন আসবে
বাংলার টাইগার সাফল্যে ভাসবে ।
আমি আর একটু যোগ করতে চাই ---
বিশ্বকাপ টাইগারদের হাতে ধরা দিবে।
ভালেঅ লাগল।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
টাইগারদের অভিনন্দন
অসাধারণ জয় নিয়ে দারুণ কবিতা।+++++