নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস , আজ ঘেরাও হবে

১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬



বিশ্বাস



তুমি ছাড়া অশান্ত এ মন মরুভূমি;

তোমাকে যায়না ছোঁয়া সতত চেষ্টাতে

ট্রয়নগরী ছাই হয়েছিল তোমাতে

মনটাতে তাই ঝড় ওঠে জান তুমি।

সোনার মোড়কে রয়েছো সেজে বন্দিনী;

মিথ্যে নেশায় ঘোরের তিমিরে রইলে,

ছল চাতুরীর কত কথা যে কইলে!

তাই তুমি আজ ভ্রান্তপথের সঙ্গিনী।



জীবন চলার পথে হাতে হাত রেখে

হও যদি আগুয়ান অহমিকা ভুলে

শান্তি পাবে তুমি সুখের নোঙর ফেলে

শতবাঁধা জয় করে অথৈ যমুনাতে।

বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর

প্রেম যমুনাতে নেই ভয় নেই ডর ।



ঘেরাও হবে



হরতাল শেষে ঘেরাও হবে এবার,

হৃদয়মালতী পথ নেই পালাবার;

ভালবেসে মন দিয়েছি উজাড় করে,

হৃদয় শপেছি অন্যথা হবেনা আর ।

অতঃপর তোর বেড়েছে ভীষণ বাড়

এক চুমুতে রাঙা ঠোঁটের বিষ চেটে

করবো যে সাবার,বুকপাঁজড়ে চেপে

ধরে ভালবেসে করবো যে ছাড়খার।



শেষে নিলাম হবে যে ,প্রাসাদটি আজ

তাই আঁধার কেটেই আনবো রে ভোর

গর্ব তোর সমাধি দিয়ে গড়ব দোসর

তোকে ঘিরে তাই করবো ঘেরাও আজ ।

রাজপ্রাসাদের বদ্ধখাঁচার বন্দিনী

এ বুক পাঁজড়ে হবিরে তুই সঙ্গীনি।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:

আকুলতা, ব্যাকুলতা, কিছুই যদি কাজ না করে, তা'হলে দেয়াল ভাংতে হবে।

কবিতায় যক্ষের মত জমানো ভালোবাসা উজাড় করার আশা প্রকাশ পেয়েছে।

১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: দুটি সনেট লিখার ক্ষুদ্র প্রয়াস ।তবু হৃদয় মালতীর মন বিগলিত যেন হয় । বিগত কয়মাসে ব্লগে কোন সনেট দেখিনি ।

১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।

২| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

আরণ্যক রাখাল বলেছেন: ঘেরাও হবে হোক| ওটা বেশি ভাল লেগেছে

১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ঘেরাও করতে হবে । অনির্দিষ্ট কাল হরতালের সঙ্গে নতুন কর্মসূচী এড করা হলো।

কমেন্টে আর পাঠে ধন্যবাদ । ২য়টিতে একটি জায়গা সনেটের ব্যাত্যয় ঘটিয়েছে ।

৩| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩২

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: চমৎকার।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৯

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর সাজানো অনুভূতি।

হৃদয়মালতী শব্দটি ভালো লাগছে অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:১২

ঢাকাবাসী বলেছেন: জোড়া সনেট ভাল লাগল।

১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ভাল লাগলো নিরন্তর শুভকামনা ।

৬| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//রাজপ্রাসাদের বদ্ধখাঁচার বন্দিনী
এ বুক পাঁজড়ে হবিরে তুই সঙ্গীনি।//


এ তো দেখছি সর্বনাশা কবিতা....



দু’টোই চরম প্রেমের পরম প্রকাশ ... B-)

১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: আমি তাই চাই এই কবিতায় সর্বনাশ দেখুক । :P

চরম প্রেমের পরম প্রকাশে আভিভূত হোক প্রেমাস্পদ ।


কমেন্টে ‍ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪০

আবু শাকিল বলেছেন: অনেকদিন পর ব্লগে আসা হল এবং আপনার কবিতা পড়লাম।
আপনি এম্নিতেই ভাল লিখেন।
খুব ভাল লাগল কবি।

দুইটাই দারুন হয়েছে।
ভাল থাকবেন সেলিম ভাই।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ আবু শাকিল ভাই । এই মেলাতে আপনার সান্নিধ্য ভাল লেগেছে খুব । ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৮| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫

কালের সময় বলেছেন: চমৎকার ভাল লাগল।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: প্রেমের সনেট ঘেরাও হবে বেশ ঝাঁঝালো। চমৎকার।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ঝাঝালো সেতো হতেই হবে স্পাইচি না হলে যদি না ভাল লাগে ।

কমেন্টে আর পাঠে ভাল লাগা নিরন্তর শুভকামনা ।

১০| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: রাজপ্রাসাদের বদ্ধখাঁচার বন্দিনী
এ বুক পাঁজড়ে হবিরে তুই সঙ্গীনি।

চমৎকার কথামালা। ধন্যবাদ

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা থাকলো প্রামানিক ।

১১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩০

জাফরুল মবীন বলেছেন: চমৎকার!

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা জাফরুল মবীন ।

১২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৬

কলমের কালি শেষ বলেছেন: বিশ্বাস, আজ ঘেরাও হবে । নামটা বেশ ভাল লেগেছে । কবিতায় জোরালো আওয়াজ । ++

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর ভাললাগায় অনেক ধন্যবাদ । দুটো মিলিয়ে এমন নামই হলো । বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ।

১৩| ১৩ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৩৫

নাসরিন চৌধুরী বলেছেন: মধ্যরাতে কবিতা হাতছানি দিল

দুটোই ভাল লেগেছে। শুভ রাত্রি কবি

১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:১৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভসকাল সুপ্রিয় নাসরিন চৌধুরী । কমেন্টে ও পাঠে ধন্যবাদ অনেক আর ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

১৪| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৭

রোদেলা বলেছেন: অতঃপর তোর বেড়েছে ভীষণ বাড়
এক চুমুতে রাঙা ঠোঁটের বিষ চেটে
করবো যে সাবার,বুকপাঁজড়ে চেপে
ধরে ভালবেসে করবো যে ছাড়খার। --------------------

এরেই কয় রক্ত আগুন প্রেম।জয়তু কবি।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৫| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ++

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ওপ্লাসে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৬| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৪

এম এম করিম বলেছেন: 'ঘেরাও হবে' বেশি ভালো লাগলো।

ভালো থাকা হোক কবি।

+++

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৭| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৫

সকাল রয় বলেছেন:

খুব ভালো লাগলো।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগায় ও কমেন্টে ধইন্যা ।

১৮| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেম পদ্য যুগল ভালো লাগল।
+

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: দ্বিতীয়টি পুরোই প্রেমকবিতা । এই তুই প্রেমের গভীরতা ।

১৯| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৪

মনিরা সুলতানা বলেছেন: এভাবে বন্দী করলেন... ???
লেখা ভাল লেগেছে.

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: বন্দী করেছি বেশি বেশি ভালবাসার জন্য । সবসময় সন্নিধ্য পাওয়ার জন্য ।

স্কুল অফিস দরজা বন্ধ
ভালবেসে বেসে অন্ধ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.