নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এভাবে সবটুকু প্রেম

১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫১





গোপন সুখ গোপনেই বুঝে নিলি

সবটুকু কেমন উজাড় করেই পেলি।



যক্ষের মত

আগলে রেখেছিস সাধনার অবয়বখানি;

নজর যেন না লাগে,

কারো মনে সাধ যেন না জাগে;

এ বাহু এই প্রেরণার ঠোঁটে ,

একার করেই সব নিতে হয় নিবি !

ধূসর মলাটে পুরে প্রেমের শিহরণ;

কেন যে হারানোর এত ভয় তৃষিত ঠোটে - ঐ মন;

সাধনার চিলে কোঠায় তুই যে আদরের ধন ,

আদরে আদরে ভরে দিই তোর মন;



তবু কেন অবজ্ঞা ভরে দিস জনমনে!

নিঠুরিয়া প্রেম ভরা ফাগুনে;

অনন্তযৌবনে ।



ফোড়ণ কাটিস চোখে— প্রেম ঢেলে দিস বুকে;

গোপন সুখপ্রেম ,গোপনেই বুঝে নিলি

এভাবে সবটুকু প্রেম উজাড় করে পেলি ।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫২

বাংলার দামাল সন্তান বলেছেন: সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২

কলমের কালি শেষ বলেছেন: ফোড়ণ কাটিস চোখে— প্রেম ঢেলে দিস বুকে;
গোপন সুখপ্রেম ,গোপনেই বুঝে নিলি
এভাবে সবটুকু প্রেম উজাড় করে পেলি ।


অসাধারণ । ++

১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রেমময় কবিতায় ভালো লাগা। মনে হচ্ছে প্রেমিকা স্বার্থপরের মতো শুধু প্রেম নিয়েছে। দেবার বেলায় কার্পণ্যতায় কার্পণ্য করে নি।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধইন্যা । তেমনই । ছবিটা আমার গ্রামের বাড়ির বাগানবিলাস ফুলের ।মাত্র ১ বছর আগে লাগিয়েছি।ওটি সৌন্রদর্য বাড়ালেও স্বার্থপরের মত গ্রীল বেয়ে উপরে উঠে যাচ্ছে ।ওর কারণে গ্রীলে মরিচা পরতে পারে।অথচ সে নির্বিকার ।

৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:


আত্মমগ্ন প্রেমিকার প্রতি আকর্ষন, কুমুদিনীর প্রতি কৌমোদী

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩২

সেলিম আনোয়ার বলেছেন: এটা শুধুই একটা কবিতা। একজন প্রেয়সী তাকে প্রচন্ডভাবে ভালবসে একজন মানুষ। সেই মানুষটির অভিমানভরা অনুভূতি। :)

৫| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৮

জুন বলেছেন: যক্ষের মত
আগলে রেখেছিস সাধনার অবয়বখানি;
নজর যেন না লাগে,

জী সেলিম আনোয়ার এমন যক্ষের মত অনেকেই তাদের গোপন কুঠুরীতে ভালোলাগার জনকে আগলে রাখে আর মাঝে মাঝে চুপি চুপি বের করে দেখে । কিন্ত তা অনেকের কাছেই ধরা পরে যায় বৈকি ।
সুন্দর কবিতায়
+

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: জী সেলিম আনোয়ার এমন যক্ষের মত অনেকেই তাদের গোপন কুঠুরীতে ভালোলাগার জনকে আগলে রাখে আর মাঝে মাঝে চুপি চুপি বের করে দেখে । কিন্ত তা অনেকের কাছেই ধরা পরে যায় বৈকি ।
সুন্দর কবিতায়
+

যথার্থ বলেছেন। লুকিয়ে লুকিয়ে ব্লগে এসে বসে থাকবে ভালবাসা ঢালি নিয়ে
কিন্তু কাউকে বলবে না । :)

আবার যক্ষের ধনের মত আগলে রাখবে নজরের বাইরে রাখবে অন্য মেয়েদের থেকে :P


সবাইকে ফাকি দিলে কি আর আপনাকে ফাকি দিতে পারবে ।

৬| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৪

জুন বলেছেন: এর মধ্যে ব্লগই বা পেলেন কই আর আমাকে ফাকি দেয়ার প্রশ্ন আসলো কেন :-*
এটাতো আমি আপনার কবিতার প্রেক্ষিতে মন্তব্য করেছি :)
=p~

১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: জুন আপি ভয় পেয়েছে একটি ফুলের পরী
ফুলপরীটি মিস্টি মেয়ে এটা বলতে পারি।

এমন মধুর মেয়ে ত্রিভুবনে নাই
তাইতো তিনি পরীরাজ্যে নিয়েছেন ঠাই।


আর একটি রাজ্য তার আছে
পরী রাজ্যের চেয়েও বড় তা মানব হৃদয়মাঝে।

ইচ্ছে হলে যখন তখন ফুলপরীটি আসেন
ভালবাসার ঢালী নিয়ে পরমসুখে বসেন ।

পান থেকে চুন খসলে একটু রেগে গিয়ে
নিজেই কাদেন মুখ লুকিয়ে মনে দুঃখ নিয়ে ।



এটাও নিছক একটি ছড়া । আপু কেমন হইসে । !:#P :P



১৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসার ডালি হবে

৭| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

প্রেমময় কবিতায় ভালো লাগা। ++

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও ভাল লাগায় ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৮| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে ভাই, আভিমান আছে তো, তাই। যদিও কবিতায় ছন্দ আমার পছন্দ না। আমার মুক্তগদ্যের মত বস্তু পড়ে বেশি ভাল্লাগে।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য লিখে ফেলবো মুক্ত গদ্য । :) তবে ওতে আমার হাত নেই খুব একটা। আপনার কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

৯| ১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা । ভালথাকবেন সবসময় ।

১০| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: গোপন সুখ গোপনেই বুঝে নিয়েই চলে গেল সব হারানোর দেশে।। কিন্তু যাদের জন্য এই আত্মত্যাগ, তারা কি মনে রাখে?? শত কথা দিয়েও যাদের কথা মনে করে যক্ষের ধনের মত ভালবাসাকেও !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.